ETV Bharat / state

রবিবার মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ করলে মিলবে বাড়তি ছুটি, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের - WBBSE

22 ফেব্রুয়ারি শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। কোন পরীক্ষক রবিবার খাতা জমা দেওয়ার কাজ করলে তাঁকে দেওয়া হবে অতিরিক্ত ছুটি।

WBBSE
মধ্যশিক্ষা পর্যদের অফিস (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 10:06 AM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: মিলবে অতিরিক্ত ছুটি ৷ তবে এর জন্য মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত কাজ করতে হবে রবিবারেও। এমনই নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি মাসের 22 তারিখে শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। খাতা জমা দেওয়ার সময়ের মধ্যে পড়েছে তিনটি রবিবার। সেইগুলি হল 2, 9 এবং 16 মার্চ। যদি কোন পরীক্ষক ওই দিনগুলিতে খাতা জমা দেওয়ার কাজ করে, তাহলে তাঁকে দেওয়া হবে অতিরিক্ত ছুটি। সপ্তাহের মাঝে কোনও একদিন ছুটি নেওয়া সুযোগ থাকবে। তবে এর জন্য যথাযথ প্রমাণ পর্ষদকে দিতে হবে বলেই বিজ্ঞপ্তিতে নির্দেশ।

WBBSE
বাড়তি ছুটির নির্দেশ পর্ষদের (নিজস্ব চিত্র)

তবে এই পথ আগেই দেখিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে বলা হয়েছিল সরকারি ছুটির দিনগুলিতে যাঁরা পরীক্ষার কাজে যুক্ত থাকবেন, তাঁদেরকে অতিরিক্ত ছুটি দেওয়া হবে। তারা ওই দিনের বদলে সপ্তাহের যে কোন দিন ছুটি নিতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ছুটির কথাই বলা হয়েছিল। তবে এবারের সেই তালিকায় যুক্ত হল রবিবার। ফলে খাতা জমা দেওয়ার কাজ আরও দ্রুততায় হবে বলে মনে করছে শিক্ষক সংগঠনগুলি।

খাতা দেখা নিয়ে তৈরি হয় সমস্যা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের খাতা দেখতে হয় একজনকেই ৷ তাই সেই বিষয়ে নজর দেওয়ার আবেদন জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "গত বছর 25 নভেম্বর অর্থাৎ অনেক আগেই আমরা পর্ষদ এবং কাউন্সিলে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছিলাম। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের খাতা একই ব্যক্তিকে না-দেওয়ার জন্য। কোন খাতা দেখেন না এরকম অনেকেই রয়েছেন ৷ 2020 সাল থেকে বারবার জানিয়েছি ৷ সমস্ত কপি রয়েছে আমাদের কাছে ৷ কিন্তু সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়নি।"

প্রসঙ্গত, 22 ফেব্রুয়ারি শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে মোট 20 জনের। এদের মধ্যে 19 জনের থেকে উদ্ধার হয়েছিল মোবাইল ফোন ৷ একজনের থেকে উদ্ধার হয়েছে স্মার্ট-ওয়াচ। 6 জন পরীক্ষার্থীর মোবাইল থেকে দেখা গিয়েছে প্রশ্নপত্রের ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েও টুকলি করার ঘটনা দেখা গিয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায়। তবে এ বছর মধ্যশিক্ষা পর্ষদের কড়া নজরদারিতে দেখা যায়নি প্রশ্ন ফাঁসের ছবি।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: মিলবে অতিরিক্ত ছুটি ৷ তবে এর জন্য মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত কাজ করতে হবে রবিবারেও। এমনই নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি মাসের 22 তারিখে শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। খাতা জমা দেওয়ার সময়ের মধ্যে পড়েছে তিনটি রবিবার। সেইগুলি হল 2, 9 এবং 16 মার্চ। যদি কোন পরীক্ষক ওই দিনগুলিতে খাতা জমা দেওয়ার কাজ করে, তাহলে তাঁকে দেওয়া হবে অতিরিক্ত ছুটি। সপ্তাহের মাঝে কোনও একদিন ছুটি নেওয়া সুযোগ থাকবে। তবে এর জন্য যথাযথ প্রমাণ পর্ষদকে দিতে হবে বলেই বিজ্ঞপ্তিতে নির্দেশ।

WBBSE
বাড়তি ছুটির নির্দেশ পর্ষদের (নিজস্ব চিত্র)

তবে এই পথ আগেই দেখিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তাদের তরফে বলা হয়েছিল সরকারি ছুটির দিনগুলিতে যাঁরা পরীক্ষার কাজে যুক্ত থাকবেন, তাঁদেরকে অতিরিক্ত ছুটি দেওয়া হবে। তারা ওই দিনের বদলে সপ্তাহের যে কোন দিন ছুটি নিতে পারবেন। কিন্তু সে ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ছুটির কথাই বলা হয়েছিল। তবে এবারের সেই তালিকায় যুক্ত হল রবিবার। ফলে খাতা জমা দেওয়ার কাজ আরও দ্রুততায় হবে বলে মনে করছে শিক্ষক সংগঠনগুলি।

খাতা দেখা নিয়ে তৈরি হয় সমস্যা। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের খাতা দেখতে হয় একজনকেই ৷ তাই সেই বিষয়ে নজর দেওয়ার আবেদন জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "গত বছর 25 নভেম্বর অর্থাৎ অনেক আগেই আমরা পর্ষদ এবং কাউন্সিলে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছিলাম। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের খাতা একই ব্যক্তিকে না-দেওয়ার জন্য। কোন খাতা দেখেন না এরকম অনেকেই রয়েছেন ৷ 2020 সাল থেকে বারবার জানিয়েছি ৷ সমস্ত কপি রয়েছে আমাদের কাছে ৷ কিন্তু সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়নি।"

প্রসঙ্গত, 22 ফেব্রুয়ারি শেষ হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে মোট 20 জনের। এদের মধ্যে 19 জনের থেকে উদ্ধার হয়েছিল মোবাইল ফোন ৷ একজনের থেকে উদ্ধার হয়েছে স্মার্ট-ওয়াচ। 6 জন পরীক্ষার্থীর মোবাইল থেকে দেখা গিয়েছে প্রশ্নপত্রের ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েও টুকলি করার ঘটনা দেখা গিয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায়। তবে এ বছর মধ্যশিক্ষা পর্ষদের কড়া নজরদারিতে দেখা যায়নি প্রশ্ন ফাঁসের ছবি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.