কলকাতা, 25 ফেব্রুয়ারি: বুধবার মহা শিবরাত্রি ৷ ওই দিন রাজ্য সরকারের ছুটি রয়েছে ৷ তাই ওই দিন ব্লু লাইনে কম থাকবে মেট্রোর সংখ্যা ৷ অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অন্যান্য দিনের চেয়ে ওইদিন কম মেট্রো চলবে ৷ 26 ফেব্রুয়ারি সারাদিনে মিলবে 236টি মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ।
সাধারণত ব্লু লাইনে স্বাভাবিক দিনে 262টি মেট্রো চলে ৷ তবে শিবরাত্রির দিন সেই সংখ্যাটা কমে 236 হচ্ছে । এত সংখ্যক মেট্রোগুলির মধ্যে 118 আপ ও 118 ডাউন পরিষেবা পাওয়া যাবে ওইদিন ।
ব্লু লাইনে বুধবার দিনের প্রথম পরিষেবা:
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
ব্লু লাইনে বুধবার দিনের শেষ পরিষেবা:
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 30 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে । সময় অপরিবর্তিত থাকছে ।
ব্লু লাইনে রাত্রিকালীন বিশেষ পরিষেবা অন্যান্য দিনের মতোই কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে ছাড়বে ঠিক রাত 10টা 40 মিনিটে ৷
অন্যদিকে কলকাতা মেট্রো নেটওয়ার্কের গ্রিন লাইন 1 (সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা), গ্রিন লাইন 2 (শিয়ালদা থেকে হাওড়া ময়দান), পার্পেল লাইন (জোকা থেকে মাজেরহাট) এবং অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া থেকে রুবি) অন্যান্য দিনের মতোই পরিষেবা স্বাভাবিক থাকবে শিবরাত্রির দিন ।