ETV Bharat / entertainment

'মিঠুন চক্রবর্তী একজনই হয়...' 'ডিস্কো ডান্সার'কে নিয়ে আর কী বললেন ঋতুপর্ণা - Mithun Dadasaheb Phalke Award

Rituparna on Mithun: দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বাংলার 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী ৷ এর আগে বাঙালি হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ মিঠুনের মুকুটে নয়া পালকে উচ্ছ্বসিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

Rituparna on Mithun
'ডিস্কো ডান্সার'কে নিয়ে আর কী বললেন ঋতুপর্ণা (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 1:09 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: সাত সকালে আসে খুশির খবর ৷ কেন্দীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয় প্রবীণ অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৷ 8 অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে ডিস্কো ডান্সারকে ৷ তিনবার জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কারজয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

ইটিভি ভারতের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মিঠুনদা দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন এই খবর শুনে আমি আনন্দে আত্মহারা ৷ ভীষণ ভীষণ ভালো লাগছে ৷ মিঠুনদার এই সম্মান একেবারেই প্রাপ্য ৷ আমাদের কাছে দাদা একটা অনুপ্রেরণার জায়গা ৷ উনি ভারতবর্ষের গর্ব ৷ একটা রত্নও বটে ৷ দাদার এত বছরের সাধনা, এত অসাধারণ কাজ করেছেন এবং করে যাচ্ছেন সেগুলো তুলনাহীন ৷ সিনেমার বিভিন্ন ক্ষেত্রে দাদা সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন ৷"

ঋতুপর্ণা সেনগুপ্তর প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

ঋতুপর্ণা আরও বলেন, "সম্প্রতি কাবুলিওয়ালা দেখে আমি এত কেঁদেছিলাম...দাদাকে ফোন করে বলেওছিলাম ওনার অভিনয় এত ভালো লেগেছে ৷ এত ডিটেলসে আমি ছবি দেখেছি শুনে উনি খুব খুশি হয়েছেন ৷ ওনার কাজের কথা বলতে গেলে দিন-রাত পার হয়ে যাবে এত মাস্টারপিস সিনেমা রয়েছে ৷ আমি মনে করি দাদার পাওয়া এই সম্মান আমাদের কাছে বিরাট গর্বের বিষয় ৷ আমি ওনার এত সান্নিধ্য পেয়েছি যে আমি গর্বিত ৷ দাদার সঙ্গে বহু বাংলা এবং হিন্দি ছবিতে আমি কাজ করেছি ৷"

এরপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার নানা স্মৃতি রোমন্থন করেন ঋতুপর্ণা ৷ তিনি বলেন, "আমার প্রথম হিন্দি ছবি পার্থ ঘোষের তিসরা কৌন-এ মিঠুনদা বিশাল জায়গা জুড়ে ছিলেন ৷ তারপর আমরা প্রচুর হিট সিনেমা করেছি ৷ ভাগ্যদেবতা, হাঙ্গামা-র মতো অনেক হিট ছবি আমরা করেছি একসঙ্গে ৷ তাই এটা আমার কাছে একটা মূল্যবাণ সম্পদ যে মিঠুনদার আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে ৷ উনি আমার কাজ খুব অবজার্ভ করেন, ভালোবাসেন ৷ এই রকম কৃতি শিল্পীর আশীর্বাদ পাওয়া আমার কাছে বিরাট ভাগ্যের বিষয় ৷ আমরা সকলে মিলে উদযাপন করব দাদার এই সম্মান পাওয়ার আনন্দ ৷ কারণ মিঠুন চক্রবর্তী একজনই হয় ৷"

কলকাতা, 30 সেপ্টেম্বর: সাত সকালে আসে খুশির খবর ৷ কেন্দীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয় প্রবীণ অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৷ 8 অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে ডিস্কো ডান্সারকে ৷ তিনবার জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কারজয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷

ইটিভি ভারতের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মিঠুনদা দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন এই খবর শুনে আমি আনন্দে আত্মহারা ৷ ভীষণ ভীষণ ভালো লাগছে ৷ মিঠুনদার এই সম্মান একেবারেই প্রাপ্য ৷ আমাদের কাছে দাদা একটা অনুপ্রেরণার জায়গা ৷ উনি ভারতবর্ষের গর্ব ৷ একটা রত্নও বটে ৷ দাদার এত বছরের সাধনা, এত অসাধারণ কাজ করেছেন এবং করে যাচ্ছেন সেগুলো তুলনাহীন ৷ সিনেমার বিভিন্ন ক্ষেত্রে দাদা সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন ৷"

ঋতুপর্ণা সেনগুপ্তর প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

ঋতুপর্ণা আরও বলেন, "সম্প্রতি কাবুলিওয়ালা দেখে আমি এত কেঁদেছিলাম...দাদাকে ফোন করে বলেওছিলাম ওনার অভিনয় এত ভালো লেগেছে ৷ এত ডিটেলসে আমি ছবি দেখেছি শুনে উনি খুব খুশি হয়েছেন ৷ ওনার কাজের কথা বলতে গেলে দিন-রাত পার হয়ে যাবে এত মাস্টারপিস সিনেমা রয়েছে ৷ আমি মনে করি দাদার পাওয়া এই সম্মান আমাদের কাছে বিরাট গর্বের বিষয় ৷ আমি ওনার এত সান্নিধ্য পেয়েছি যে আমি গর্বিত ৷ দাদার সঙ্গে বহু বাংলা এবং হিন্দি ছবিতে আমি কাজ করেছি ৷"

এরপর মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার নানা স্মৃতি রোমন্থন করেন ঋতুপর্ণা ৷ তিনি বলেন, "আমার প্রথম হিন্দি ছবি পার্থ ঘোষের তিসরা কৌন-এ মিঠুনদা বিশাল জায়গা জুড়ে ছিলেন ৷ তারপর আমরা প্রচুর হিট সিনেমা করেছি ৷ ভাগ্যদেবতা, হাঙ্গামা-র মতো অনেক হিট ছবি আমরা করেছি একসঙ্গে ৷ তাই এটা আমার কাছে একটা মূল্যবাণ সম্পদ যে মিঠুনদার আশীর্বাদ আমার মাথার উপর রয়েছে ৷ উনি আমার কাজ খুব অবজার্ভ করেন, ভালোবাসেন ৷ এই রকম কৃতি শিল্পীর আশীর্বাদ পাওয়া আমার কাছে বিরাট ভাগ্যের বিষয় ৷ আমরা সকলে মিলে উদযাপন করব দাদার এই সম্মান পাওয়ার আনন্দ ৷ কারণ মিঠুন চক্রবর্তী একজনই হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.