ETV Bharat / state

LIVE UPDATES: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি - KOLKATA RAPE AND MURDER CASE

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

kolkata doctor rape and murder case
আরজি কর মামলায় 'সুপ্রিম' শুনানি (ইটিভি ভারত)

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার ফের শুরু হল শুনানি ৷ গত শুনানিতে এই ঘটনায় সিবিআই তদন্তে বিস্ময় প্রকাশ করেছিল শীর্ষ আদালত । আদালত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছিল, সিবিআইয়ের রিপোর্ট দেখে আমরা বিচলিত । তদন্তের দিশা স্পষ্ট করতে সিবিআইকে আরও সময় দেওয়া প্রয়োজন । প্রায় দু'সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি । তদন্ত কোন পর্যায়ে রয়েছে ? তদন্তে নতুন কিছু উঠে এল ? দুপুর 2টো নাগাদ শুরু হয় শুনানি । এই মামলায় এখনও পর্যন্ত 88টি পক্ষ রয়েছে । লড়ছেন দু'শোর বেশি আইনজীবী।

সোমবার সুপ্রিম শুনানির আগে রবিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ তাঁর সঙ্গে ছিলেন অনান্য পুলিশ আধিকারিকরাও ৷ এখন এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ আরজি করে ঢুকে দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন নগরপাল ৷ দু'দিন আগেই সাগর দত্ত হাসপাতালে রোগীর পরিবারের বিরুদ্ধে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ উঠেছে ৷ ওই ঘটনার পরই রবিবার আরজি কর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার ৷

LIVE FEED

1:58 PM, 30 Sep 2024 (IST)

আরজি কর প্রসঙ্গে মিঠুনের প্রতিক্রিয়া

আরজি কর-কাণ্ডে 'জাস্টিস ইস মাস্ট বি ডান'৷ ন্যায় থেকে বেরিয়ে গেলে এই সমস্যা অভ্যাসে দাঁড়িয়ে যাবে ৷ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেয়েরা আর নিরাপদ থাকবে না, যদি ন্যায়বিচার না হয় ৷

12:35 PM, 30 Sep 2024 (IST)

আজ শিয়ালদা আদালতে পেশ সন্দীপ ও অভিজিৎ

আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় আজ আবারও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সোমবার তাঁদের 6 দিনের জেল হেফাজত শেষ হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগের শুনানিতে সিবিআই-এর তরফে আদালতে বলা হয়েছিল, তাদের হাতে বেশকিছু ডিজিটাল নথি এসেছে ৷ সেগুলি যাচাই করার পর, প্রয়োজন মতো এই দু’জনকে ফের নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার ফের শুরু হল শুনানি ৷ গত শুনানিতে এই ঘটনায় সিবিআই তদন্তে বিস্ময় প্রকাশ করেছিল শীর্ষ আদালত । আদালত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছিল, সিবিআইয়ের রিপোর্ট দেখে আমরা বিচলিত । তদন্তের দিশা স্পষ্ট করতে সিবিআইকে আরও সময় দেওয়া প্রয়োজন । প্রায় দু'সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি । তদন্ত কোন পর্যায়ে রয়েছে ? তদন্তে নতুন কিছু উঠে এল ? দুপুর 2টো নাগাদ শুরু হয় শুনানি । এই মামলায় এখনও পর্যন্ত 88টি পক্ষ রয়েছে । লড়ছেন দু'শোর বেশি আইনজীবী।

সোমবার সুপ্রিম শুনানির আগে রবিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা ৷ তাঁর সঙ্গে ছিলেন অনান্য পুলিশ আধিকারিকরাও ৷ এখন এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআইএসএফ জওয়ানরা ৷ আরজি করে ঢুকে দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন নগরপাল ৷ দু'দিন আগেই সাগর দত্ত হাসপাতালে রোগীর পরিবারের বিরুদ্ধে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ উঠেছে ৷ ওই ঘটনার পরই রবিবার আরজি কর হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার ৷

LIVE FEED

1:58 PM, 30 Sep 2024 (IST)

আরজি কর প্রসঙ্গে মিঠুনের প্রতিক্রিয়া

আরজি কর-কাণ্ডে 'জাস্টিস ইস মাস্ট বি ডান'৷ ন্যায় থেকে বেরিয়ে গেলে এই সমস্যা অভ্যাসে দাঁড়িয়ে যাবে ৷ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মেয়েরা আর নিরাপদ থাকবে না, যদি ন্যায়বিচার না হয় ৷

12:35 PM, 30 Sep 2024 (IST)

আজ শিয়ালদা আদালতে পেশ সন্দীপ ও অভিজিৎ

আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের মামলায় আজ আবারও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সোমবার তাঁদের 6 দিনের জেল হেফাজত শেষ হচ্ছে ৷ উল্লেখ্য, এর আগের শুনানিতে সিবিআই-এর তরফে আদালতে বলা হয়েছিল, তাদের হাতে বেশকিছু ডিজিটাল নথি এসেছে ৷ সেগুলি যাচাই করার পর, প্রয়োজন মতো এই দু’জনকে ফের নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.