ETV Bharat / international

রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল ! বন্যা ও ধসে মৃতের সংখ্যা প্রায় 200 - NEPAL FLOOD AND LANDSLIDE - NEPAL FLOOD AND LANDSLIDE

NEPAL FLOOD: 54 বছরের রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল ৷ বন্যা ও ধসের কারণে সেখানে ক্রমষ বাড়ছে মৃতের সংখ্যা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় দুশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷

NEPAL FLOOD
বাড়ছে মৃতের সংখ্যা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 1:31 PM IST

কাঠমাণ্ডু, 30 সেপ্টেম্বর: একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল ৷ বন্যা ও ধসের কারণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ সোমবার পুলিশ জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে দেশের বিভিন্ন জায়গায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে 192 জন ৷ এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে 30 জন ৷ সেই সঙ্গে, গুরুতর আহত অন্তত 94 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

শুক্রবার ও শনিবার একটানা ভারী বৃষ্টিতে নেপালে এই বিপর্যয় নেমে আসে ৷ কাঠমাণ্ডুর প্রধান নদী বাগমতীর জলস্তর ক্রমশ বাড়তে থাকে ৷ ফলে জলের তলায় চলে যায় পূর্ব ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ৷ সেই সঙ্গে, হড়পা বানের জেরে নেপালের বাকি এলাকাগুলিতে পরিস্থিতির আরও অবনতি ঘটে ৷

NEPAL FLOOD
বন্যা ও ধসে বিপর্যস্ত নেপাল (ইটিভি ভারত)

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়েছে, বন্যা দুর্গতদের উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ দেশের প্রতিটি কোনায় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে কাজ তল্লাশি অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ এখনও পর্যন্ত 4 হাজার 500 জনেরও বেশি বন্যা দুর্গতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার ৷

বিপদসীমার উপর দিয়ে বইছে বাগমতী নদী ও উপনদীগুলি ৷ যার ফলে রাজধানী শহরের একাধিক শহরে ধস নেমেছে ৷ কাঠমাণ্ডুর সঙ্গে কার্যত সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাস্তায় ধস নামার কারণে ৷

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ এবং তার অবস্থানের কারণে দেশজুড়ে ভারী বৃষ্টি হয়েছে ৷ শনিবার কাঠমান্ডুতে 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 323 মিলিমিটার, যা গত 54 বছরে হয়নি ৷ বৃহস্পতিবার বিকেল থেকে দেশে ভারী বৃষ্টি হচ্ছে ৷

বিজ্ঞানীদের মতে, জলবায়ুর পরিবর্তনের কারণে এশিয়া জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়ে পরিবর্তন হয়েছে ৷ বন্যার প্রভাব বৃদ্ধির একটি মূল কারণ হল জলবায়ুর এই পরিবর্তন ৷

কাঠমাণ্ডু, 30 সেপ্টেম্বর: একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল ৷ বন্যা ও ধসের কারণে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ সোমবার পুলিশ জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে দেশের বিভিন্ন জায়গায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে 192 জন ৷ এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে 30 জন ৷ সেই সঙ্গে, গুরুতর আহত অন্তত 94 জন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

শুক্রবার ও শনিবার একটানা ভারী বৃষ্টিতে নেপালে এই বিপর্যয় নেমে আসে ৷ কাঠমাণ্ডুর প্রধান নদী বাগমতীর জলস্তর ক্রমশ বাড়তে থাকে ৷ ফলে জলের তলায় চলে যায় পূর্ব ও মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ৷ সেই সঙ্গে, হড়পা বানের জেরে নেপালের বাকি এলাকাগুলিতে পরিস্থিতির আরও অবনতি ঘটে ৷

NEPAL FLOOD
বন্যা ও ধসে বিপর্যস্ত নেপাল (ইটিভি ভারত)

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়েছে, বন্যা দুর্গতদের উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ দেশের প্রতিটি কোনায় বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে কাজ তল্লাশি অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ৷ এখনও পর্যন্ত 4 হাজার 500 জনেরও বেশি বন্যা দুর্গতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল সরকার ৷

বিপদসীমার উপর দিয়ে বইছে বাগমতী নদী ও উপনদীগুলি ৷ যার ফলে রাজধানী শহরের একাধিক শহরে ধস নেমেছে ৷ কাঠমাণ্ডুর সঙ্গে কার্যত সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাস্তায় ধস নামার কারণে ৷

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ এবং তার অবস্থানের কারণে দেশজুড়ে ভারী বৃষ্টি হয়েছে ৷ শনিবার কাঠমান্ডুতে 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 323 মিলিমিটার, যা গত 54 বছরে হয়নি ৷ বৃহস্পতিবার বিকেল থেকে দেশে ভারী বৃষ্টি হচ্ছে ৷

বিজ্ঞানীদের মতে, জলবায়ুর পরিবর্তনের কারণে এশিয়া জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়ে পরিবর্তন হয়েছে ৷ বন্যার প্রভাব বৃদ্ধির একটি মূল কারণ হল জলবায়ুর এই পরিবর্তন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.