ETV Bharat / international

কমান্ডার কুলভূষণকে নিয়ে আইন অনুযায়ী পদক্ষেপ : ইমরান খান - কুলভূষণ যাদব

আইন অনুযায়ী কুলভূষণ যাদব নিয়ে পদক্ষেপ করবে পাকিস্তান। আজ একথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি কুলভূষণ যাদবকে মুক্তি দিতে নির্দেশ না দেওয়ায় আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রশংসা করেন তিনি।

ইমরান খান
author img

By

Published : Jul 18, 2019, 10:06 AM IST

Updated : Jul 18, 2019, 10:38 AM IST

ইসলামাবাদ, 18 জুলাই : আইন অনুযায়ী কুলভূষণ যাদব নিয়ে পদক্ষেপ করবে পাকিস্তান। আজ একথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি কুলভূষণ যাদবকে মুক্তি দিতে নির্দেশ না দেওয়ায় আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রশংসা করেন তিনি।

টুইটে তিনি লেখেন, "কমান্ডার কুলভূষণ যাদবকে বেকসুর খালাস, মুক্তি ও ফেরত দিতে নির্দেশ না দেওয়ার ICJ-র সিদ্ধান্তের প্রশংসা করছি। কুলভূষণ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন। আইন অনুযায়ী পাকিস্তান তাঁকে নিয়ে পদক্ষেপ করবে।"

গতকাল কুলভূষণ মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতে (ICJ) ঐতিহাসিক কূটনৈতিক জয় পায় ভারত । ICJ জানিয়ে দেয়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ । পাকিস্তানের সামরিক আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য ইমরান খান প্রশাসনকে নির্দেশ দেয় আদালত ।

বিতর্কটা শুরু হয়েছিল বছর তিনেক আগে । গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে কুলভূষণকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের প্রশাসন । সালটা ছিল 2016 । এরপর 2017-র এপ্রিলে তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত । যদিও প্রথম থেকেই কুলভূষণকে নিরপরাধ বলে দাবি করে আসছিল দিল্লি । তাদের দাবি ছিল, নৌবাহিনীর এই প্রাক্তন অফিসার ব্যবসায়িক কাজে গিয়েছিলেন ইরানে । সেখান থেকে অপহৃত হন কুলভূষণ । যদিও ভারতের বিদেশমন্ত্রকের কোনও যুক্তিই মানতে চায়নি ইসলামাবাদ । এমনকী, কুলভূষণকে কূটনৈতিক রক্ষাকবচ (কনসুলার অ্যাকসেস) প্রদানের ক্ষেত্রেও বাধা দিয়েছিল তারা ।

এরপরই শুরু হয় দিল্লির সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক লড়াই । তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে আন্তর্জাতিক ন্যায় আদালতে কুলভূষণ যাদবকে নিয়ে টানাপোড়েন শুরু হয় । আন্তর্জাতিক আদালতে ভারতের অভিযোগ ছিল 49 বছর বয়সি এই প্রাক্তন নৌসেনা অফিসারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ভারতীয় হাইকমিশনের সদস্যদের। বিদেশমন্ত্রকের কার্যকর পদক্ষেপের ফলেই কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত ।

ইসলামাবাদ, 18 জুলাই : আইন অনুযায়ী কুলভূষণ যাদব নিয়ে পদক্ষেপ করবে পাকিস্তান। আজ একথা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি কুলভূষণ যাদবকে মুক্তি দিতে নির্দেশ না দেওয়ায় আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রশংসা করেন তিনি।

টুইটে তিনি লেখেন, "কমান্ডার কুলভূষণ যাদবকে বেকসুর খালাস, মুক্তি ও ফেরত দিতে নির্দেশ না দেওয়ার ICJ-র সিদ্ধান্তের প্রশংসা করছি। কুলভূষণ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন। আইন অনুযায়ী পাকিস্তান তাঁকে নিয়ে পদক্ষেপ করবে।"

গতকাল কুলভূষণ মামলায় আন্তর্জাতিক ন্যায় আদালতে (ICJ) ঐতিহাসিক কূটনৈতিক জয় পায় ভারত । ICJ জানিয়ে দেয়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ । পাকিস্তানের সামরিক আদালতের রায় পুনর্বিবেচনা করার জন্য ইমরান খান প্রশাসনকে নির্দেশ দেয় আদালত ।

বিতর্কটা শুরু হয়েছিল বছর তিনেক আগে । গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে কুলভূষণকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের প্রশাসন । সালটা ছিল 2016 । এরপর 2017-র এপ্রিলে তাঁকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত । যদিও প্রথম থেকেই কুলভূষণকে নিরপরাধ বলে দাবি করে আসছিল দিল্লি । তাদের দাবি ছিল, নৌবাহিনীর এই প্রাক্তন অফিসার ব্যবসায়িক কাজে গিয়েছিলেন ইরানে । সেখান থেকে অপহৃত হন কুলভূষণ । যদিও ভারতের বিদেশমন্ত্রকের কোনও যুক্তিই মানতে চায়নি ইসলামাবাদ । এমনকী, কুলভূষণকে কূটনৈতিক রক্ষাকবচ (কনসুলার অ্যাকসেস) প্রদানের ক্ষেত্রেও বাধা দিয়েছিল তারা ।

এরপরই শুরু হয় দিল্লির সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক লড়াই । তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে আন্তর্জাতিক ন্যায় আদালতে কুলভূষণ যাদবকে নিয়ে টানাপোড়েন শুরু হয় । আন্তর্জাতিক আদালতে ভারতের অভিযোগ ছিল 49 বছর বয়সি এই প্রাক্তন নৌসেনা অফিসারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ভারতীয় হাইকমিশনের সদস্যদের। বিদেশমন্ত্রকের কার্যকর পদক্ষেপের ফলেই কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত ।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
HOUSE TV - AP CLIENTS ONLY
Washington, DC - 17 July 2019
1. Wide, House Floor, UPSOUND: Sean Patrick Maloney, US Democratic Representativew (New York):
"The clerk will report the title of the joint resolution."
2. House clerk (name not provided)
UPSOUND: "Senate Joint Resolution 38, joint resolution providing for Congressional disapproval of the proposed export to the Kingdom of Saudi Arabia and the United Kingdom of Great Britain and Northern Ireland of certain defence articles and services."
3. Wide, House floor UPSOUND Maloney: "The question is on passage of the joint resolution. Members will record their votes by electronic device. This is a five minute vote."
4. Wide, House floor with vote total, 237 yea, 190 nay.
5. Maloney at podium. UPSOUND: "The yeas are 237. The nays are 190. The joint resolution is adopted." (Bangs gavel)
STORYLINE:
Congress is heading for a showdown with President Donald Trump after the House voted to block his administration from selling weapons and aircraft maintenance support to Saudi Arabia.
The Democratic-led House on Wednesday passed the first of three resolutions of disapproval, 238-190, with votes on the others to immediately follow. Trump has actively courted an alliance with Riyadh and has pledged to veto the resolutions.
The Senate cleared the measures last month, although by margins well short of making them veto proof. Overturning a president's veto requires a two-thirds majority.
The arms package is worth an estimated 8.1 billion U.S. dollars and includes precision guided munitions, other bombs, ammunition, and aircraft maintenance support.
Opposition in Congress to closer U.S-Saudi ties escalated last year after agents of the kingdom killed journalist Jamal Khashoggi.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Jul 18, 2019, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.