কাবুল (আফগানিস্তান), 7 ফেব্রুয়ারি : আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে 15 জন তালিবানি সন্ত্রাসবাদীর মৃত্যু ৷ মধ্য উরুজ়গানে আফগান সেনার অভিযানের সময় এই তালিবানিদের খতম করা হয় বলে জানায় সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক ৷ তাদের তরফে আরও বলা হয়েছে, ওই অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক, গাড়ি এবং দু’টি গোপন আস্তানাও আফগান সেনা ধ্বংস করেছে ৷
মধ্য উরুজ়গানের পাশাপাশি দক্ষিণ-পশ্চিম ফারহা প্রদেশের পাশত্রোদ জেলাতেও গতকাল রাতে একটি অভিযান করে আফগান সেনা ৷ সেখানেও আফগান বাহিনী 8 সন্ত্রাসবাদীকে খতম করেছে ৷ সঙ্গে এক জঙ্গিকে জখম অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে ৷ গত বছর সেপ্টেম্বর থেকেই আফগান সেনার সঙ্গে তালিবানিদের এই সংঘর্ষ চলছে ৷ এর মূল কারণ আফগানিস্তান সরকারের সঙ্গে তালিবানের একটি অংশ কাতারের দোহায় লাগাতার শান্তি স্থাপনের চেষ্টা করছে ৷ সেই চেষ্টা বন্ধ করতেই নাশকতা ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তালিবানিরা ৷
আরও পড়ুন : আফগান বায়ুসেনার অভিযানে নিকেশ 11 আল কায়দা জঙ্গি
রবিবার কুন্দুজ় প্রদেশের কাউন্সিলের তরফে জানানো হয়েছে, আজ দুই আফগান সেনা এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা নির্দেশককে খুন করেছে তালিবানিরা ৷ এমনকি শনিবার রাতে কুন্দুজ় প্রদেশের আলিয়াবাদ জেলায় সেনার চেক পয়েন্টে তালিবানিরা হামলা চালায় ৷ কুন্দুজ়ের গভর্ন এই খবরটির সত্যতার কথা স্বীকার করেছেন ৷