ETV Bharat / international

অ্যামেরিকায় ভার্চুয়াল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন ভারতীয় দূতাবাসের

আন্তর্জাতিক যোগ দিবসে অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে ভার্চুয়াল যোগাভ্যাস করা হল । ভারতীয় প্রতিনিধি ও অন্য আধিকারিকরা সোশাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে যোগাভ্যাস করলেন ।

Virtual International Yoga Day celebration in USA
অ্যামেরিকায় পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস
author img

By

Published : Jun 21, 2020, 3:51 PM IST

ওয়াশিংটন, 21 জুন : আন্তর্জাতিক যোগ দিবসে এবারের থিম ‘ঘরে বসে যোগাসন করুন, পরিবারের সঙ্গে যোগাসন করুন ।' এই থিম সামনে রেখে অ্যামেরিকার ভারতীয় প্রতিনিধি তরণজিৎ সিং সান্ধু ইন্ডিয়ান হাউজ়ে যোগাসন সারলেন । অ্যামেরিকায় ভিন্নরূপে পালিত হল ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস । কোরোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি বিচার করে সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে প্রত্যেককে । তাই এবছর অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে ভার্চুয়াল যোগ দিবস পালন করা হল ।

অ্যামেরিকায় বিভিন্ন সংগঠনের তরফে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস 2020 । সে দেশে যোগাসনের প্রচার বাড়াতে বিশেষত এই দিনটি উদযাপন করা হল । আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দিয়ে দেশে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় । প্রধানমন্ত্রী বলেন, “সারা বিশ্ব কোভিড-19 এর বিরুদ্ধে লড়াই করছে । কিন্তু যোগাভ্যাস করলে করোনার মতো ভাইরাসের মোকাবিলা অনেক সহজ হয়ে যায় । যোগাসন করলে শরীর ও মন দুই শক্তিশালী হয় ।” ভার্চুয়াল যোগ দিবস পালনের আহ্বান জানিয়ে অ্যামেরিকায় ভারতের প্রতিনিধি তরণজিৎ বলেন, “যোগাসন করলে শরীর ও মনে বল বৃদ্ধি পায় । যোগাভ্যাসের অনেক সুফল রয়েছে । আর তার জন্য আন্তর্জাতিকভাবে যোগ দিবস পালন করা হচ্ছে ।” তিনি আরও বলেন, “বর্তমানে সারা বিশ্বের যোগাসন ও ধ্যান করা অত্যন্ত জরুরি ।”

অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে আন্তর্জাতিক যোগ দিবসে বেশ কিছু যোগাভ্যাস করা হয় । অন্যদিকে দূতাবাসের সোশাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে অ্যামেরিকার বহু মানুষ যোগাভ্যাস করেন । ভারতীয় প্রতিনিধি তরণজিৎ সান্ধুর সঙ্গে অন্য আধিকারিকরা যোগ দেন । আজ ভারতীয় দূতাবাস এবং বিভিন্ন যোগ সংগঠন ও স্টুডিয়ো একযোগে কিছু অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়াশিংটন, 21 জুন : আন্তর্জাতিক যোগ দিবসে এবারের থিম ‘ঘরে বসে যোগাসন করুন, পরিবারের সঙ্গে যোগাসন করুন ।' এই থিম সামনে রেখে অ্যামেরিকার ভারতীয় প্রতিনিধি তরণজিৎ সিং সান্ধু ইন্ডিয়ান হাউজ়ে যোগাসন সারলেন । অ্যামেরিকায় ভিন্নরূপে পালিত হল ষষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস । কোরোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি বিচার করে সামাজিক দূরত্ব মেনে চলতে হচ্ছে প্রত্যেককে । তাই এবছর অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে ভার্চুয়াল যোগ দিবস পালন করা হল ।

অ্যামেরিকায় বিভিন্ন সংগঠনের তরফে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস 2020 । সে দেশে যোগাসনের প্রচার বাড়াতে বিশেষত এই দিনটি উদযাপন করা হল । আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দিয়ে দেশে আন্তর্জাতিক যোগ দিবসের সূচনা হয় । প্রধানমন্ত্রী বলেন, “সারা বিশ্ব কোভিড-19 এর বিরুদ্ধে লড়াই করছে । কিন্তু যোগাভ্যাস করলে করোনার মতো ভাইরাসের মোকাবিলা অনেক সহজ হয়ে যায় । যোগাসন করলে শরীর ও মন দুই শক্তিশালী হয় ।” ভার্চুয়াল যোগ দিবস পালনের আহ্বান জানিয়ে অ্যামেরিকায় ভারতের প্রতিনিধি তরণজিৎ বলেন, “যোগাসন করলে শরীর ও মনে বল বৃদ্ধি পায় । যোগাভ্যাসের অনেক সুফল রয়েছে । আর তার জন্য আন্তর্জাতিকভাবে যোগ দিবস পালন করা হচ্ছে ।” তিনি আরও বলেন, “বর্তমানে সারা বিশ্বের যোগাসন ও ধ্যান করা অত্যন্ত জরুরি ।”

অ্যামেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে আন্তর্জাতিক যোগ দিবসে বেশ কিছু যোগাভ্যাস করা হয় । অন্যদিকে দূতাবাসের সোশাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে অ্যামেরিকার বহু মানুষ যোগাভ্যাস করেন । ভারতীয় প্রতিনিধি তরণজিৎ সান্ধুর সঙ্গে অন্য আধিকারিকরা যোগ দেন । আজ ভারতীয় দূতাবাস এবং বিভিন্ন যোগ সংগঠন ও স্টুডিয়ো একযোগে কিছু অনুষ্ঠানের আয়োজন করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.