ETV Bharat / entertainment

Madhubani Goswami: চার বছর পর ছোটপর্দায় ফিরছেন মধুবনী, 'শ্যামা' ধারাবাহিকে 'মা তারা' রূপে ধরা দেবেন তিনি - ভালোবাসা ডট কম

বেশ কয়েক বছর পর টেলিভিশনে ফিরছেন মধুবনী গোস্বামী। আসন্ন 'শ্যামা' ধারাবাহিকে এবার থেকে তাঁকে দেখা যাবে মা তারার চরিত্রে। চার বছর পর ফের লাইট, ক্যামেরা, অ্যাকশনের সামনে ভালোবাসা ডট কম খ্যাত নায়িকা ৷

Madhubani Goswami
বেশ কয়েক বছর পর টেলিভিশনে ফিরছেন মধুবনী গোস্বামী
author img

By

Published : Aug 20, 2023, 7:58 PM IST

কলকাতা, 20 অগস্ট: 'ভালোবাসা ডট কম' ছিল মধুবনীর টেলি কেরিয়ারের অন্যতম সেরা ধারাবাহিক। এই ধারাবাহিকই তাঁকে নিয়ে আসে লাইমলাইটে। আবার এই ধারাবাহিকে তিনি যাঁর সঙ্গে জুটি বাঁধেন সেই রাজা গোস্বামীর সঙ্গেই ঘর বাঁধেন তিনি। এরপর দু'জনে মিলে খোলেন ফ্যামিলি স্যালোঁ। মা হন মধুবনী। এই সবের মাঝে বেশ অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এবার আবার বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। এমনই খবর টেলিপাড়ায়। উল্লেখ্য, 'বয়েই গেল', 'ফাগুন বউ', সাত ভাই চম্পা', 'ভানুমতীর খেল', 'কিরণমালা'-সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী।

একেবারে ভিন্ন ইমেজে দেখা যাবে তাঁকে। হানি বাফনা এবং টুম্পা ঘোষ অভিনীত 'শ্যামা' ধারাবাহিকে তারা মায়ের রূপে দেখা যাবে মধুবনীকে।
এই ব্যাপারে মধুবনী বলেন, "এই মধ্যে আমি প্রচুর সিরিয়ালের অফার পেয়েছি। দু'টি লিডিং চ্যানেল থেকে মুখ্য চরিত্রে অভিনয় করার অফার এসেছে। কিন্তু সেগুলো করলে আমার কেশবকে সময় দিতে পারব না। আর 'শ্যামা'র ক্ষেত্রে সুরিন্দর ফিল্মস আর চ্যানেল আমাকে যে সুবিধা দিচ্ছে তাতে অফারটা নেওয়া ছাড়া উপায় নেই। আমি ভুল করতাম যদি নাকচ করতাম। শুটিং এখনও শুরু হয়নি আমার। অপেক্ষায় আছি ফ্লোরে যাওয়ার। রাজা বলেছিল এর থেকে ভালো সুযোগ পাবে না। কেশব এবং কাজ দু'টোকেই সমান সময় দিতে পারবে তুমি। আমাদের স্যালোঁটাও আছে। সব মিলিয়ে আনন্দে আছি।"

ওদিকে, রাজাও সংশ্লিষ্ট চ্যানেলের 'বিয়ের ফুল' ধারাবাহিকে অভিনয় করছেন। উল্লেখ্য, তারা মায়ের চরিত্রে এর আগে বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছেন পায়েল দে, নবনীতা দাস। সেদিক থেকে দেখতে গেলে মধুবনীর কাছে নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ তো রয়েছেই। মধুবনী বলেন, "এই সাজে এই প্রথম আমাকে দেখবে দর্শক। এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ। আর কাজটা নিজের মতো করে ভালোভাবে করতে চাই। ব্যস এটুকুই।"

আরও পড়ুন: আবারও ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল, নতুন খবর নিয়ে হাজির সন্দীপ রায়

কলকাতা, 20 অগস্ট: 'ভালোবাসা ডট কম' ছিল মধুবনীর টেলি কেরিয়ারের অন্যতম সেরা ধারাবাহিক। এই ধারাবাহিকই তাঁকে নিয়ে আসে লাইমলাইটে। আবার এই ধারাবাহিকে তিনি যাঁর সঙ্গে জুটি বাঁধেন সেই রাজা গোস্বামীর সঙ্গেই ঘর বাঁধেন তিনি। এরপর দু'জনে মিলে খোলেন ফ্যামিলি স্যালোঁ। মা হন মধুবনী। এই সবের মাঝে বেশ অনেকদিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এবার আবার বাংলা টেলিভিশনে ফিরছেন তিনি। এমনই খবর টেলিপাড়ায়। উল্লেখ্য, 'বয়েই গেল', 'ফাগুন বউ', সাত ভাই চম্পা', 'ভানুমতীর খেল', 'কিরণমালা'-সহ আরও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী।

একেবারে ভিন্ন ইমেজে দেখা যাবে তাঁকে। হানি বাফনা এবং টুম্পা ঘোষ অভিনীত 'শ্যামা' ধারাবাহিকে তারা মায়ের রূপে দেখা যাবে মধুবনীকে।
এই ব্যাপারে মধুবনী বলেন, "এই মধ্যে আমি প্রচুর সিরিয়ালের অফার পেয়েছি। দু'টি লিডিং চ্যানেল থেকে মুখ্য চরিত্রে অভিনয় করার অফার এসেছে। কিন্তু সেগুলো করলে আমার কেশবকে সময় দিতে পারব না। আর 'শ্যামা'র ক্ষেত্রে সুরিন্দর ফিল্মস আর চ্যানেল আমাকে যে সুবিধা দিচ্ছে তাতে অফারটা নেওয়া ছাড়া উপায় নেই। আমি ভুল করতাম যদি নাকচ করতাম। শুটিং এখনও শুরু হয়নি আমার। অপেক্ষায় আছি ফ্লোরে যাওয়ার। রাজা বলেছিল এর থেকে ভালো সুযোগ পাবে না। কেশব এবং কাজ দু'টোকেই সমান সময় দিতে পারবে তুমি। আমাদের স্যালোঁটাও আছে। সব মিলিয়ে আনন্দে আছি।"

ওদিকে, রাজাও সংশ্লিষ্ট চ্যানেলের 'বিয়ের ফুল' ধারাবাহিকে অভিনয় করছেন। উল্লেখ্য, তারা মায়ের চরিত্রে এর আগে বাংলা টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছেন পায়েল দে, নবনীতা দাস। সেদিক থেকে দেখতে গেলে মধুবনীর কাছে নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ তো রয়েছেই। মধুবনী বলেন, "এই সাজে এই প্রথম আমাকে দেখবে দর্শক। এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ। আর কাজটা নিজের মতো করে ভালোভাবে করতে চাই। ব্যস এটুকুই।"

আরও পড়ুন: আবারও ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল, নতুন খবর নিয়ে হাজির সন্দীপ রায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.