ETV Bharat / entertainment

Raju Srivastava Health Update: শারীরিক পরিস্থিতির অবনতি ! ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব - comedian raju srivastava is on ventilator

হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷ সূত্রের খবর, রাতেই শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ এই মুহূর্তে অবশ্য় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ হোটেলে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত এই প্রথিতযশা কমিডিয়ান(Raju Srivastava heart attack) ৷

Raju Srivastava Health Update
ভেন্টিলেশনে পাঠানো হল কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে
author img

By

Published : Aug 11, 2022, 9:33 AM IST

Updated : Aug 11, 2022, 10:08 AM IST

নয়াদিল্লি, 11 অগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷ সূত্রের খবর, রাতেই শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ আশার কথা এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ হোটেলে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত এই প্রথিতযশা কমিডিয়ান(Raju Srivastava heart attack) ৷

খবর অনুযায়ী, 59 বছর বয়সি এই কমেডিয়ান দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ সেখানে জিম করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷ রাজুর ভাই অশোক শ্রীবাস্তব বুধবার রাতে বলেন, " নিয়মিত তিনি যেমন ব্যায়াম করেন তেমনই করছিলেন ৷ এরই মধ্যে যখন তিনি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ নিচে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁকে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷"

সূত্র বলছে বুধবার রাতেই ক্যাথেটারাইজেশন ল্যাবে অ্যাঞ্জিওগ্র্যাফি করা হয় তাঁর ৷ চিকিৎসকরা এও জানিয়েছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ তবে আপাতত তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন: কীভাবে সানাই বাজানোর ভঙ্গিমা রপ্ত করেছিলেন ঋদ্ধি?

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) ম্যায়নে প্যায়ার কিয়া (1989), বাজিগর (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে

নয়াদিল্লি, 11 অগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার দিল্লি এইমসে ভর্তি হয়েছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব ৷ সূত্রের খবর, রাতেই শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ আশার কথা এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ হোটেলে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত এই প্রথিতযশা কমিডিয়ান(Raju Srivastava heart attack) ৷

খবর অনুযায়ী, 59 বছর বয়সি এই কমেডিয়ান দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ সেখানে জিম করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷ রাজুর ভাই অশোক শ্রীবাস্তব বুধবার রাতে বলেন, " নিয়মিত তিনি যেমন ব্যায়াম করেন তেমনই করছিলেন ৷ এরই মধ্যে যখন তিনি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ নিচে পড়ে যান । সঙ্গে সঙ্গে তাঁকে এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷"

সূত্র বলছে বুধবার রাতেই ক্যাথেটারাইজেশন ল্যাবে অ্যাঞ্জিওগ্র্যাফি করা হয় তাঁর ৷ চিকিৎসকরা এও জানিয়েছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ তবে আপাতত তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন: কীভাবে সানাই বাজানোর ভঙ্গিমা রপ্ত করেছিলেন ঋদ্ধি?

রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) ম্যায়নে প্যায়ার কিয়া (1989), বাজিগর (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে

Last Updated : Aug 11, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.