ETV Bharat / sports

বৃষ্টি বদলে দিল অনেক হিসেব, গ্রুপ-বি এখনও 'ওপেন টু অল' - ICC CHAMPIONS TROPHY 2025

মঙ্গলবার বৃষ্টিতে গ্রুপের অন্যতম হাইভোল্টেজ ম্য়াচ না-হওয়ায় গ্রুপের বিভিন্ন দলের কাছে শেষ চারের সমীকরণ কী? দেখে নিন একনজরে ৷

AUS vs SA WASHED OUT
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 26, 2025, 10:13 AM IST

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: ইন্দ্রদেব সহায় হলেন না এতটুকু ৷ অবিরাম বৃষ্টি খানিক ছেদ ফেলল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৷ রাওয়ালপিন্ডিতে একটি বলও গড়াল না মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্য়াচে ৷ অথচ এই ম্য়াচের ফলাফল দুই দলের কোনও এক দলকে পৌঁছে দিত 'কার্যত' সেমিফাইনালে ৷ কিন্তু বৃষ্টিতে দুই দল একটি করে পয়েন্ট ভাগ করে নেওয়ায় এখনও গ্রুপ-বি 'ওপেন টু অল' ৷

আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্য়াচে 107 রানে বিরাট জয় পেয়েছিল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ৷ +2.140 রানরেট নিয়ে শেষ চারে এক পা বাড়িয়েই রেখেছিল তাঁরা ৷ মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলত তাঁরা ৷ অন্যদিকে হাইস্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপের দ্বিতীয়স্থানে থাকা অজিরাও মঙ্গলবার জিতলে প্রায় নিশ্চিত করে ফেলত শেষ চার ৷ কিন্তু তা যখন হল না, তখন গ্রুপ-বি'র চিত্রটা আরও আকর্ষণীয় হয়ে উঠল বৈকি ৷ সব দলের কাছেই এখনও সুযোগ রয়েছে সেমিফাইনালের ৷

একনজরে গ্রুপ-বি'র যোগ্যতাঅর্জনের চিত্র:

  • দক্ষিণ আফ্রিকা: প্রথম ম্য়াচে বিরাট জয় দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ-বি'র শীর্ষে রেখেছে ৷ দু'ম্যাচে তিন পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের রানরেট +2.140 ৷ শেষ ম্য়াচে তেম্বা বাভুমাদের খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে ৷ সেই ম্যাচে জয় সেমিফাইনালে পৌঁছে দেবে দক্ষিণ আফ্রিকাকে ৷ তবে হারলেও সুযোগ থাকছে প্রোটিয়াদের ৷ সেক্ষেত্রে বুধবার ইংল্য়ান্ডকে হারতে হবে আফগানদের কাছে ৷
  • অস্ট্রেলিয়া: কার্যত একই অবস্থা দু'বারের চ্যাম্পিয়ন অজিদের ৷ দক্ষিণ আফ্রিকার সমসংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের দলের নেট রানরেট +0.475 ৷ আগামী 28 ফেব্রুয়ারি শেষ ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় তাঁদের সেমির দরজা খুলে দেবে ৷ অন্যথায় অর্থাৎ, হারলে ঠিক পরেরদিন ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় চাওয়া ছাড়া গতি নেই ক্যাঙারুব্রিগেডের ৷
  • ইংল্যান্ড: প্রথম ম্য়াচে বড় রান তুলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার চাপে ফেলে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ৷ এখন যা অবস্থা তাতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেতেই হবে জস বাটলার অ্যান্ড কোম্পানিকে ৷ এক্ষেত্রে বুধবার আফগানদের বিরুদ্ধে ইংরেজদের ম্য়াচ গ্রুপের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ দু'দলের কাছেই এই ম্যাচ 'ডু অর ডাই' ৷
  • আফগানিস্তান: একই দশা আফগানদেরও ৷ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ই একমাত্র সেমির দরজা খুলে দিতে পারে তাঁদের ৷ সেক্ষেত্রে আর কোনও দিকে তাকানোর প্রয়োজন নেই প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের ৷ অর্থাৎ, নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রয়েছে রশিদ খানদের ৷

একনজরে গ্রুপ-বি'র অবস্থান:

  1. দক্ষিণ আফ্রিকা- 2 ম্যাচে 3 পয়েন্ট (রানরেট +2.140)
  2. অস্ট্রেলিয়া- 2 ম্যাচে 3 পয়েন্ট (রানরেট +0.475)
  3. ইংল্যান্ড- এক ম্যাচে 0 পয়েন্ট (রানরেট -0.475)
  4. আফগানিস্তান- এক ম্যাচে 0 পয়েন্ট (রানরেট -2.140)

আরও পড়ুন:

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: ইন্দ্রদেব সহায় হলেন না এতটুকু ৷ অবিরাম বৃষ্টি খানিক ছেদ ফেলল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৷ রাওয়ালপিন্ডিতে একটি বলও গড়াল না মঙ্গলবার অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্য়াচে ৷ অথচ এই ম্য়াচের ফলাফল দুই দলের কোনও এক দলকে পৌঁছে দিত 'কার্যত' সেমিফাইনালে ৷ কিন্তু বৃষ্টিতে দুই দল একটি করে পয়েন্ট ভাগ করে নেওয়ায় এখনও গ্রুপ-বি 'ওপেন টু অল' ৷

আফগানিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্য়াচে 107 রানে বিরাট জয় পেয়েছিল তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ৷ +2.140 রানরেট নিয়ে শেষ চারে এক পা বাড়িয়েই রেখেছিল তাঁরা ৷ মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলত তাঁরা ৷ অন্যদিকে হাইস্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপের দ্বিতীয়স্থানে থাকা অজিরাও মঙ্গলবার জিতলে প্রায় নিশ্চিত করে ফেলত শেষ চার ৷ কিন্তু তা যখন হল না, তখন গ্রুপ-বি'র চিত্রটা আরও আকর্ষণীয় হয়ে উঠল বৈকি ৷ সব দলের কাছেই এখনও সুযোগ রয়েছে সেমিফাইনালের ৷

একনজরে গ্রুপ-বি'র যোগ্যতাঅর্জনের চিত্র:

  • দক্ষিণ আফ্রিকা: প্রথম ম্য়াচে বিরাট জয় দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ-বি'র শীর্ষে রেখেছে ৷ দু'ম্যাচে তিন পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের রানরেট +2.140 ৷ শেষ ম্য়াচে তেম্বা বাভুমাদের খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে ৷ সেই ম্যাচে জয় সেমিফাইনালে পৌঁছে দেবে দক্ষিণ আফ্রিকাকে ৷ তবে হারলেও সুযোগ থাকছে প্রোটিয়াদের ৷ সেক্ষেত্রে বুধবার ইংল্য়ান্ডকে হারতে হবে আফগানদের কাছে ৷
  • অস্ট্রেলিয়া: কার্যত একই অবস্থা দু'বারের চ্যাম্পিয়ন অজিদের ৷ দক্ষিণ আফ্রিকার সমসংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের দলের নেট রানরেট +0.475 ৷ আগামী 28 ফেব্রুয়ারি শেষ ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় তাঁদের সেমির দরজা খুলে দেবে ৷ অন্যথায় অর্থাৎ, হারলে ঠিক পরেরদিন ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় চাওয়া ছাড়া গতি নেই ক্যাঙারুব্রিগেডের ৷
  • ইংল্যান্ড: প্রথম ম্য়াচে বড় রান তুলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার চাপে ফেলে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে ৷ এখন যা অবস্থা তাতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেতেই হবে জস বাটলার অ্যান্ড কোম্পানিকে ৷ এক্ষেত্রে বুধবার আফগানদের বিরুদ্ধে ইংরেজদের ম্য়াচ গ্রুপের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ দু'দলের কাছেই এই ম্যাচ 'ডু অর ডাই' ৷
  • আফগানিস্তান: একই দশা আফগানদেরও ৷ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ই একমাত্র সেমির দরজা খুলে দিতে পারে তাঁদের ৷ সেক্ষেত্রে আর কোনও দিকে তাকানোর প্রয়োজন নেই প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের ৷ অর্থাৎ, নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রয়েছে রশিদ খানদের ৷

একনজরে গ্রুপ-বি'র অবস্থান:

  1. দক্ষিণ আফ্রিকা- 2 ম্যাচে 3 পয়েন্ট (রানরেট +2.140)
  2. অস্ট্রেলিয়া- 2 ম্যাচে 3 পয়েন্ট (রানরেট +0.475)
  3. ইংল্যান্ড- এক ম্যাচে 0 পয়েন্ট (রানরেট -0.475)
  4. আফগানিস্তান- এক ম্যাচে 0 পয়েন্ট (রানরেট -2.140)

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.