ETV Bharat / international

মার্কিন নাগরিকত্ব পেতে দিতে হবে প্রায় 44 কোটি টাকা ! 'গোল্ড কার্ড' আনতে চলেছেন ট্রাম্প - GOLD CARDS FOR US CITIZENSHIP

অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেদেশে নাগরিকত্ব পেতে কিনতে হবে 44 কোটি টাকার 'গোল্ড কার্ড' ৷

GOLD CARDS FOR US CITIZENSHIP
গোল্ড কার্ড আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট (এপি)
author img

By AP (Associated Press)

Published : Feb 26, 2025, 9:47 AM IST

ওয়াশিংটন, 26 ফেব্রুয়ারি: আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য এবার দিতে হবে প্রায় 44 কোটি (5 মিলিয়ন মার্কিন ডলার) ৷ বিশাল অঙ্কের এই টাকা দিলেই পাওয়া যাবে 'গোল্ড কার্ড' অর্থাৎ আমেরিকায় আইনিভাবে থাকার ছাড়পত্র ৷ এতদিন 'গ্রিন কার্ডের' মাধ্যমে আমেরিকায় নাগরিকত্ব পাওয়া যেত ৷ এবার নিতে হবে 'গোল্ড কার্ড' ৷

মার্কিন মসনদে শপথ নিয়ে দীর্ঘদিনের অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বেআইনি অভিবাসীদের হাতে-পায়ে শিকল পড়িয়ে দেশে ফিরিয়েছেন তিনি ৷ আন্তর্জাতিক মহলে সেই নিয়ে চর্চা চলেছে দীর্ঘ সময় ধরে ৷ এবার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ট্রাম্প বলেন, "আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য গোল্ড কার্ড লাগু করতে চলেছি ৷ দেশের আর্থিক উন্নতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত ৷ ধনী ও প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই কার্ড নেবেন ৷ তাঁরা দেশে আসবেন প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ৷" অর্থাৎ, বিনিয়োগকারীদের জন্য 35 বছরের পুরনো ভিসা ব্যবস্থার পরিবর্তন আনতে চলেছেন ট্রাম্প ৷

GOLD CARDS FOR US CITIZENSHIP
সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (এপি)

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, "আগামী দু'সপ্তাহের মধ্যে EB-5 ভিসা ব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্টের প্রস্তাবিত নয়া গোল্ড কার্ড চালু করা হবে ৷ 1990 সালে EB-5 ভিসা চালু করা হয়েছিল কংগ্রেসের তরফে ৷ বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির জন্য এই ভিসা চালু করা হয় ৷ কমপক্ষে 10 জন কর্মীর একটি কোম্পানিতে 1 মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 9 কোটি টাকা) বিনিয়োগ করতে সক্ষম, এমন ব্যক্তিদের এই ভিসা দেওয়া হয় ৷"

মার্কিন বাণিজ্য সচিব আরও জানান, 'গ্রিন কার্ডে'র সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে 'গোল্ড কার্ডে' ৷ তবে, এই কার্ডের জন্য বিনিয়োগকারীদের আমেরিকার প্রবেশমূল্য বেড়ে যাবে ৷ যদিও, EB-5 ভিসা ব্যবহার করে জালিয়াতি করেছেন অনেকে ৷ গোল্ড কার্ডে সেই জালিয়াতি বন্ধ হবে ৷ নাগরিকত্ব নীতিতে নতুন পথ দেখাবে এই গোল্ড কার্ড, দাবি মার্কিন বাণিজ্য সচিবের ৷

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, 2022 সালের 30 সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়া এমন 8 হাজার বিনিয়োগকারী ভিসা দেওয়া হয় ৷ কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের 2021 সালের রিপোর্ট অনুযায়ী, EB-5 ভিসার মাধ্যমে জালিয়াতির ঝুঁকি অনেক বেশি ৷

বিশ্বে বিনিয়োগকারী ভিসা সাধারণ বিষয় ৷ হেনলি অ্যান্ড পার্টনার্স নামক এক অ্যাডভাইজারি ফার্মের মতে, বিশ্বের 100টিরও বেশি দেশে 'গোল্ডেন ভিসা'র ব্য়বস্থা রয়েছে ৷ এই তালিকায় রয়েছে, ব্রিটেন, স্পেন, গ্রিস, মালটা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালির মতো দেশে ৷

পড়ুন: রাষ্ট্রসংঘে পুতিনের পাশে ট্রাম্প ! ইউরোপীয় দেশগুলির 'রুশ নিন্দা'য় সায় দিল না আমেরিকা

ওয়াশিংটন, 26 ফেব্রুয়ারি: আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য এবার দিতে হবে প্রায় 44 কোটি (5 মিলিয়ন মার্কিন ডলার) ৷ বিশাল অঙ্কের এই টাকা দিলেই পাওয়া যাবে 'গোল্ড কার্ড' অর্থাৎ আমেরিকায় আইনিভাবে থাকার ছাড়পত্র ৷ এতদিন 'গ্রিন কার্ডের' মাধ্যমে আমেরিকায় নাগরিকত্ব পাওয়া যেত ৷ এবার নিতে হবে 'গোল্ড কার্ড' ৷

মার্কিন মসনদে শপথ নিয়ে দীর্ঘদিনের অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বেআইনি অভিবাসীদের হাতে-পায়ে শিকল পড়িয়ে দেশে ফিরিয়েছেন তিনি ৷ আন্তর্জাতিক মহলে সেই নিয়ে চর্চা চলেছে দীর্ঘ সময় ধরে ৷ এবার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ৷

ট্রাম্প বলেন, "আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য গোল্ড কার্ড লাগু করতে চলেছি ৷ দেশের আর্থিক উন্নতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত ৷ ধনী ও প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই কার্ড নেবেন ৷ তাঁরা দেশে আসবেন প্রচুর অর্থ ব্যয় করবেন, কর দেবেন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ৷" অর্থাৎ, বিনিয়োগকারীদের জন্য 35 বছরের পুরনো ভিসা ব্যবস্থার পরিবর্তন আনতে চলেছেন ট্রাম্প ৷

GOLD CARDS FOR US CITIZENSHIP
সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (এপি)

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, "আগামী দু'সপ্তাহের মধ্যে EB-5 ভিসা ব্যবস্থার পরিবর্তে প্রেসিডেন্টের প্রস্তাবিত নয়া গোল্ড কার্ড চালু করা হবে ৷ 1990 সালে EB-5 ভিসা চালু করা হয়েছিল কংগ্রেসের তরফে ৷ বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির জন্য এই ভিসা চালু করা হয় ৷ কমপক্ষে 10 জন কর্মীর একটি কোম্পানিতে 1 মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 9 কোটি টাকা) বিনিয়োগ করতে সক্ষম, এমন ব্যক্তিদের এই ভিসা দেওয়া হয় ৷"

মার্কিন বাণিজ্য সচিব আরও জানান, 'গ্রিন কার্ডে'র সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে 'গোল্ড কার্ডে' ৷ তবে, এই কার্ডের জন্য বিনিয়োগকারীদের আমেরিকার প্রবেশমূল্য বেড়ে যাবে ৷ যদিও, EB-5 ভিসা ব্যবহার করে জালিয়াতি করেছেন অনেকে ৷ গোল্ড কার্ডে সেই জালিয়াতি বন্ধ হবে ৷ নাগরিকত্ব নীতিতে নতুন পথ দেখাবে এই গোল্ড কার্ড, দাবি মার্কিন বাণিজ্য সচিবের ৷

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, 2022 সালের 30 সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়া এমন 8 হাজার বিনিয়োগকারী ভিসা দেওয়া হয় ৷ কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের 2021 সালের রিপোর্ট অনুযায়ী, EB-5 ভিসার মাধ্যমে জালিয়াতির ঝুঁকি অনেক বেশি ৷

বিশ্বে বিনিয়োগকারী ভিসা সাধারণ বিষয় ৷ হেনলি অ্যান্ড পার্টনার্স নামক এক অ্যাডভাইজারি ফার্মের মতে, বিশ্বের 100টিরও বেশি দেশে 'গোল্ডেন ভিসা'র ব্য়বস্থা রয়েছে ৷ এই তালিকায় রয়েছে, ব্রিটেন, স্পেন, গ্রিস, মালটা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালির মতো দেশে ৷

পড়ুন: রাষ্ট্রসংঘে পুতিনের পাশে ট্রাম্প ! ইউরোপীয় দেশগুলির 'রুশ নিন্দা'য় সায় দিল না আমেরিকা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.