ETV Bharat / lifestyle

শিবরাত্রির সময় করুন এই কাজ, মনোস্কামনা পূরণ হবেই জানালেন জ্যোতিষী - MAHA SHIVRATRI 2025

এই বছর মহা শিবরাত্রি 26 ফেব্রুয়ারি । অদ্ভুত সমাপতনে সেই দিন আবার মহা কুম্ভের শেষ স্নান ৷ এইদিন কী করবেন জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

shivratri-2025
শিবরাত্রি 2025 (Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Feb 26, 2025, 10:28 AM IST

আজ শিবরাত্রি ৷ এই শিব পূজার নানান রকম নিয়ম রয়েছে ৷ শিবরাত্রি পালনের জন্য নানান রকম নিয়ম কানুন মেনে চলতে হয় । এই দিন সারাদিন উপবাস করে শিবলিঙ্গে জল ঢালতে হয় । বেশিরভাগ মহিলারা এই উপবাস করে থাকেন ৷ কেউ যদি উপবাস রাখতে না পারেন, সেই ক্ষেত্রে ফলাহার করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় । শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কিছু নিয়ম মানলে জীবনে সুখ শান্তি বজায় থাকে ৷ অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় ৷

মহা শিবরাত্রিতে শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে । অতি পবিত্র দিন শিবরাত্রি । ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করেন । শাস্ত্রে বলা হয় শিবকে দুধ কিংবা ক্ষীরই অর্পণ করা উচিত । এতে মহাদেব খুশি হন । তাতে ভালো ফল পাওয়া যায় ৷ মহাদেব খুশি হয়ে বর প্রদান করে থাকেন ৷ পুজোর সময় পূজারীকে 'ঔঁ নমঃ শিবায়ঃ' মন্ত্রটি জপ করা ভালো । শিবরাত্রির দিন সকাল থেকে উপোস শুরু হয় এবং উপবাস শেষ হয় পরের দিন সকালে ।

shivratri-2025
জ্যোতিষী রাহুল দে (ETV Bharat)

এই বছর মহা শিবরাত্রি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি । এইদিন আবার মহা কুম্ভের শেষ স্নান এবং মেলার অন্তিম দিন । যা একটা শুভদিন হিসাবে গননা করা হয় ৷ জ্যোতিষী মতে কখন শুরু শিব রাত্রির তিথি জেনে নিন বিস্তারিত ৷

26 ফেব্রুয়ারি, বুধবার । সকাল 11টা 8 মিনিটে শুরু । শেষ হচ্ছে 8টা 55 মিনিটে ৷

নানান নিয়মের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্রেও নানান নিয়মের কথা বলা হয়েছে ৷ জ্যোতিষী রাহুল দে বলেন, "এইদিন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর শিব লিঙ্গ থেকে একটা বেলপাতা নেবেন ৷ সেটা হাতে নিয়ে মহাদেবকে অবশ্যই নিজের মনোস্কামনা জানাবেন ৷ এই কাজ সম্পন্ন করার পর বাড়ি এসে এই বেলপাতা ক্যাশবাক্স বা মানিব্যাগ ও আলমারির লকারে রেখে দিন ৷ এতে খুব ভালো উপকার পাওয়া যাবে ও মনোস্কামনা পূরণ হবেই ৷"

এছাড়াও এইদিনে শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত । শাস্ত্র অনুযায়ী, ব্রত পালনের সম্পূর্ণ ফল প্রসূর জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত শেষ করা উচিত । ব্রত পালনের আগের দিন সংযম থাকার নিয়ম আছে ৷ ওই দিন আমিষ খাবার খাওয়া উচিত নয় । এই নিয়ম মেনে চললে জীবনে সুখ শান্তি বজায় থাকবে ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

আজ শিবরাত্রি ৷ এই শিব পূজার নানান রকম নিয়ম রয়েছে ৷ শিবরাত্রি পালনের জন্য নানান রকম নিয়ম কানুন মেনে চলতে হয় । এই দিন সারাদিন উপবাস করে শিবলিঙ্গে জল ঢালতে হয় । বেশিরভাগ মহিলারা এই উপবাস করে থাকেন ৷ কেউ যদি উপবাস রাখতে না পারেন, সেই ক্ষেত্রে ফলাহার করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় । শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কিছু নিয়ম মানলে জীবনে সুখ শান্তি বজায় থাকে ৷ অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় ৷

মহা শিবরাত্রিতে শাস্ত্রমতে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে । অতি পবিত্র দিন শিবরাত্রি । ওই দিন ভক্তরা মহাদেবের পুজো করেন । শাস্ত্রে বলা হয় শিবকে দুধ কিংবা ক্ষীরই অর্পণ করা উচিত । এতে মহাদেব খুশি হন । তাতে ভালো ফল পাওয়া যায় ৷ মহাদেব খুশি হয়ে বর প্রদান করে থাকেন ৷ পুজোর সময় পূজারীকে 'ঔঁ নমঃ শিবায়ঃ' মন্ত্রটি জপ করা ভালো । শিবরাত্রির দিন সকাল থেকে উপোস শুরু হয় এবং উপবাস শেষ হয় পরের দিন সকালে ।

shivratri-2025
জ্যোতিষী রাহুল দে (ETV Bharat)

এই বছর মহা শিবরাত্রি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি । এইদিন আবার মহা কুম্ভের শেষ স্নান এবং মেলার অন্তিম দিন । যা একটা শুভদিন হিসাবে গননা করা হয় ৷ জ্যোতিষী মতে কখন শুরু শিব রাত্রির তিথি জেনে নিন বিস্তারিত ৷

26 ফেব্রুয়ারি, বুধবার । সকাল 11টা 8 মিনিটে শুরু । শেষ হচ্ছে 8টা 55 মিনিটে ৷

নানান নিয়মের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্রেও নানান নিয়মের কথা বলা হয়েছে ৷ জ্যোতিষী রাহুল দে বলেন, "এইদিন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর শিব লিঙ্গ থেকে একটা বেলপাতা নেবেন ৷ সেটা হাতে নিয়ে মহাদেবকে অবশ্যই নিজের মনোস্কামনা জানাবেন ৷ এই কাজ সম্পন্ন করার পর বাড়ি এসে এই বেলপাতা ক্যাশবাক্স বা মানিব্যাগ ও আলমারির লকারে রেখে দিন ৷ এতে খুব ভালো উপকার পাওয়া যাবে ও মনোস্কামনা পূরণ হবেই ৷"

এছাড়াও এইদিনে শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত । শাস্ত্র অনুযায়ী, ব্রত পালনের সম্পূর্ণ ফল প্রসূর জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত শেষ করা উচিত । ব্রত পালনের আগের দিন সংযম থাকার নিয়ম আছে ৷ ওই দিন আমিষ খাবার খাওয়া উচিত নয় । এই নিয়ম মেনে চললে জীবনে সুখ শান্তি বজায় থাকবে ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.