ETV Bharat / entertainment

Karar Oi Louho Kapat: 'মা কখনওই সুর বদলানোর অনুমতি দেননি', রহমানকে তুলোধোনা নজরুলের নাতির

'কারার ওই লৌহ কপাট' গানটির রিমেক নিয়ে পিপ্পার নির্মাতা ও সঙ্গীতকার এআর রহমানকে একহাত নিলেন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ ৷ তিনি জানান, তাঁর মা কল্যাণী কাজী কখনওই গানটির সুর বদলানোর অনুমতি দেননি পিপ্পার প্রযোজনা সংস্থাকে ৷

Karar Oi Louho Kapat
'কারার ওই লৌহ কপাট' নিয়ে বিতর্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 6:14 PM IST

Updated : Nov 10, 2023, 8:20 PM IST

রহমানকে তুলোধোনা নজরুলের নাতির

কলকাতা, 10 নভেম্বর: 'কারার ওই লৌহ কপাট' গানটির রিমেক নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট সঙ্গীতশিল্পী - সবাই এক কথায় জনপ্রিয় এই নজরুলগীতির বিকৃতির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তোপ দেগেছেন গানটির রিমেকের স্রষ্টা এআর রহমানের দিকে ৷ এ বার অস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও পিপ্পার নির্মাতাদেক তুলোধোনা করল কাজী নজরুল ইসলামের পরিবার ৷ বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণ ইটিভি ভারতকে জানালেন, তাঁর মা কল্যাণী কাজী কখনওই পিপ্পার প্রযোজনা সংস্থাকে গানটির সুর বদলানোর অনুমতি দেননি ৷

ঠিক কী বলেছেন কাজী অনির্বাণ ?

'কারার ওই লৌহ কপাট' গানটি নিয়ে উত্তাল সোশাল মিডিয়া থেকে পাড়ার ঠেক, অফিস থেকে স্কুল-কলেজ পাড়া ৷ এই অবস্থায় এই নিয়ে স্বয়ং কাজী নজরুল ইসলামের পরিবারের প্রতিক্রিয়া জানতে তাঁর নাতি কাজী অনির্বাণের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত ৷

তিনি বলেন, "খুব বাজে কাজ করেছেন এআর রহমান । উনি যত বড় শিল্পীই হোন না কেন, সাহস কী করে হয় এই গানকে বিকৃত করার ? এই গানের কথা ও সুর কত প্রজন্ম ধরে মানুষের মনে গেঁথে রয়েছে । মা (কল্যাণী কাজী) কখনওই এই ছবির প্রযোজনা সংস্থাকে গানের সুর বদলানোর অনুমতি দেননি । চুক্তিতে বলা হয়েছিল গানের কিছু অংশ ব্যবহার করা হবে । আমরা এর প্রতিবাদ করি । ভাগ্যিস মা আজ নেই । না হলে এআর রহমানের এই গান শুনেই মা অসুস্থ হয়ে যেতেন ।"

উল্লেখ্য, চলতি বছরেই মে মাসে 87 বছর বয়সে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবির পুত্রবধূ কল্যাণী কাজী ৷

'কারার ওই লৌহ কপাট' গানটি 1922 সালে লেখেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম । ভারতের মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ তখন কারাবন্দি। তাঁর স্ত্রী'র অনুরোধে গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম । এরপর 1939 সালে এই গানের রেকর্ড প্রকাশিত হয় । গেয়েছিলেন গিরীন চক্রবর্তী । আর সেই গান নিয়ে এ বার বলিউডে কাজ করলেন এআর রহমান । যে গান প্রশংসার বদলে কুড়িয়ে নিয়েছে রাশি রাশি নিন্দা । প্রতিবাদ অব্যাহত দিকে দিকে । অনেকেই বলছেন, গানের সুর আমূল পালটে দিয়ে রহমান গানটির প্রাণ বিনষ্ট করেছেন । তাঁর স্পর্ধাকে ধিক্কার জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং পণ্ডিত দেবজ্যোতি মিশ্র । দেবজ্যোতি মিশ্রর কথায়, মতিভ্রম হয়েছে 'চেন্নাইয়ের মোৎজার্টে'র ৷ আর সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী এই ঘটনার বিচার চেয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী
  2. নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়

রহমানকে তুলোধোনা নজরুলের নাতির

কলকাতা, 10 নভেম্বর: 'কারার ওই লৌহ কপাট' গানটির রিমেক নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট সঙ্গীতশিল্পী - সবাই এক কথায় জনপ্রিয় এই নজরুলগীতির বিকৃতির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তোপ দেগেছেন গানটির রিমেকের স্রষ্টা এআর রহমানের দিকে ৷ এ বার অস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও পিপ্পার নির্মাতাদেক তুলোধোনা করল কাজী নজরুল ইসলামের পরিবার ৷ বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণ ইটিভি ভারতকে জানালেন, তাঁর মা কল্যাণী কাজী কখনওই পিপ্পার প্রযোজনা সংস্থাকে গানটির সুর বদলানোর অনুমতি দেননি ৷

ঠিক কী বলেছেন কাজী অনির্বাণ ?

'কারার ওই লৌহ কপাট' গানটি নিয়ে উত্তাল সোশাল মিডিয়া থেকে পাড়ার ঠেক, অফিস থেকে স্কুল-কলেজ পাড়া ৷ এই অবস্থায় এই নিয়ে স্বয়ং কাজী নজরুল ইসলামের পরিবারের প্রতিক্রিয়া জানতে তাঁর নাতি কাজী অনির্বাণের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত ৷

তিনি বলেন, "খুব বাজে কাজ করেছেন এআর রহমান । উনি যত বড় শিল্পীই হোন না কেন, সাহস কী করে হয় এই গানকে বিকৃত করার ? এই গানের কথা ও সুর কত প্রজন্ম ধরে মানুষের মনে গেঁথে রয়েছে । মা (কল্যাণী কাজী) কখনওই এই ছবির প্রযোজনা সংস্থাকে গানের সুর বদলানোর অনুমতি দেননি । চুক্তিতে বলা হয়েছিল গানের কিছু অংশ ব্যবহার করা হবে । আমরা এর প্রতিবাদ করি । ভাগ্যিস মা আজ নেই । না হলে এআর রহমানের এই গান শুনেই মা অসুস্থ হয়ে যেতেন ।"

উল্লেখ্য, চলতি বছরেই মে মাসে 87 বছর বয়সে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবির পুত্রবধূ কল্যাণী কাজী ৷

'কারার ওই লৌহ কপাট' গানটি 1922 সালে লেখেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম । ভারতের মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ তখন কারাবন্দি। তাঁর স্ত্রী'র অনুরোধে গানটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম । এরপর 1939 সালে এই গানের রেকর্ড প্রকাশিত হয় । গেয়েছিলেন গিরীন চক্রবর্তী । আর সেই গান নিয়ে এ বার বলিউডে কাজ করলেন এআর রহমান । যে গান প্রশংসার বদলে কুড়িয়ে নিয়েছে রাশি রাশি নিন্দা । প্রতিবাদ অব্যাহত দিকে দিকে । অনেকেই বলছেন, গানের সুর আমূল পালটে দিয়ে রহমান গানটির প্রাণ বিনষ্ট করেছেন । তাঁর স্পর্ধাকে ধিক্কার জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং পণ্ডিত দেবজ্যোতি মিশ্র । দেবজ্যোতি মিশ্রর কথায়, মতিভ্রম হয়েছে 'চেন্নাইয়ের মোৎজার্টে'র ৷ আর সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী এই ঘটনার বিচার চেয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী
  2. নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়
Last Updated : Nov 10, 2023, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.