কলকাতা, 8 অগস্ট: রবি ঠাকুরের সৃষ্টি দিয়েই শুরু হয় বাংলা ও বাঙালির সংস্কৃতি ৷ এমনটা শোনা যায়, কবিগুরু নিজেই নাকি বলতেন কবিতা থাকুক বা না থাকুক, তাঁর গান থেকে যাবে মানুষের মননে ৷ 1941 আজকের দিনেই তাঁর অবিস্মরণীয় সব সৃষ্টিকে রেখে ইহলোক ত্যাগ করেছিলেন রবি ঠাকুর ৷ রবীন্দ্রনাথ মানে তো শুধু গান, কবিতা, উপন্যাস, প্রবন্ধ কিংবা ছোটগল্প নয়, তিনি সংস্কৃতির পীঠস্থান ৷ বাংলা সাহিত্য তথা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রনাথ এক বিরাট অধ্যায় ৷ মঙ্গলবার প্রয়াণ দিবসে বিশ্ববরেণ্য রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর গানকেই বেছে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷
এক সময় 'গানের ওপারে' ধারাবাহিকের হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী ৷ সেই ধারাবাহিকের কাহিনির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়েছিল রবীন্দ্রসঙ্গীত ৷ আজও তাই গানে গানেই কবিগুরুকে স্মরণ করলেন মিমি ৷ প্রায় তিন বছর আগে 'আমার পরাণ যাহা চায়' শীর্ষক রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দিয়েছিলেন অভিনেত্রী ৷ সেই ভিডিয়োই মঙ্গলবার 82তম প্রয়াণবার্ষিকীর সকালে আবার শেয়ার করেছেন অভিনেত্রী ৷ তা শেয়ার করে মিমি লিখেছেন, "স্মরণে কবিগুরু ৷"
2020 সালে জুন মাসে মুক্তি পেয়েছিল মিমির এই মিউজিক ভিডিয়োটি ৷ আজ পর্যন্ত প্রায় 5.6 মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন তাঁর এই ভিডিয়োটি ৷ বোঝাই যায় তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ভালোই উপভোগ করেছিলেন অনুরাগীরা ৷ এমনকী সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে মিমিকে প্রশ্নও করেছিলেন এক অনুরাগী ৷ মিমি জানিয়েছিলেন, বর্ষার পরপরই তাঁর নতুন রবীন্দ্রসঙ্গীতের ভিডিয়ো নিয়ে হাজির হবেন তিনি ৷
আরও পড়ুন: রাহুল গান্ধিকে বিয়ে করতে এককথায় রাজি শার্লিন চোপড়া, তবে দিলেন একটি শর্ত
অভিনয়ের কথা বলতে গেলে আগামীতে মিমিকে দেখা যাবে শিবু-নন্দিতার নতুন ছবি 'রক্তবীজ'-এ ৷ এই ছবিতে রয়েছেন ভিক্টর বন্দোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়রাও ৷ ছবিতে উঠে আসবে খাগড়াগড় বিস্ফোরণ সঙ্গে সম্পর্কিত এক কাহিনি ৷ ইতিমধ্যেই হাজির হয়েছে 'রক্তবীজ'-এর মোশন পোস্টার ৷ এবার মিমি অন্যদের পর্দায় দেখার জন্য় রীতিমতো মুখিয়ে রয়েছেন সকলে ৷