ETV Bharat / entertainment

Jeet blessed with baby-boy: জিতের পরিবারে নতুন সদস্যে, ফের বাবা হলেন অভিনেতা - শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Actor Jeet welcoming Second Child: জিৎ-এর পরিবারে পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে গেল ৷ নতুন সদস্যের আগমণ ঘটেছে জিৎ, মোহনা ও মেয়ে নভন্যার জীবনে ৷ পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা জিৎ ৷

Etv Bharat
ফের বাবা হলেন অভিনেতা জিৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 3:13 PM IST

Updated : Oct 16, 2023, 3:32 PM IST

হায়দরাবাদ, 16 অক্টোবর: জিৎ-এর পরিবারে খুশির হাওয়া ৷ ফের একবার বাবা হলেন অভিনেতা জিৎ ৷ সোশাল মিডিয়ায় দিলেন খুশির খবর ৷ জিৎ ও মোহনার কোল আলো করল ফুটফুটে পুত্র সন্তান ৷ খেলার 'সাথী' পেল জিৎ-এর মেয়ে নভন্যা ৷ শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, অনীক ধর ৷

সোশাল মিডিয়ায় জিৎ লিখেছেন, "সকলকে জানাতে পেরে ভালো লাগছে যে সুন্দর এই পৃথিবীতে তথা আমাদের পরিবারে নতুন এক সদস্য উপস্থিত হয়েছেন ৷ আমাদের জীবনে এসেছে ফুটফুটে পুত্র সন্তান ৷ আপনাদের সকলের আশীর্বাদ কাম্য ৷" খুশির এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী ৷ তিনি বলেছেন, "অভিনন্দন ৷ আমি বলেছিলাম ৷"

অভিনেত্রীর এই মন্তব্য দেখে আন্দাজ করা যায়, তিনি হয়তো অভিনেতা জিৎ ও তাঁর স্ত্রী মোহনাকে অনুমান করে বলেছিলেন, পুত্র সন্তান হবে তাঁদের ৷ অন্যদিকে, সদ্য আরও একবার বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী অনীক ধর ৷ মেয়ের পর তাঁর পরিবারে এসেছে পুত্র সন্তান ৷ তিনিও অভিনেতা জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সৌরভ চক্রবর্তীও ৷

জিৎ-এর পরিবারে 11 বছর আগে এসেছিল মেয়ে নভন্যা ৷ এবার তিনি হলেন পুত্র সন্তানের বাবা ৷ দু'সপ্তাহ আগেই স্ত্রী মোহনা দ্বিতীয়বার সন্তানসম্ভবা বলে সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছিলেন জিৎ ৷ মেয়ে ও স্ত্রী-কে নিয়ে খুশির নানা মুহূর্ত তিনি তুলে ধরেন সোশাল প্ল্যাটফর্মে ৷ লিখেছিলেন, "খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবারে আরও এক নতুন সদস্য খুব শীঘ্রই আসতে চলেছে ৷ আমাদের আশীর্বাদ কাম্য ৷" মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অঙ্কুশ, সনু নিগম শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতাকে ৷ 16 অক্টোবর সোমবার অবশেষে জিৎ-এর দ্বিতীয় সন্তান দেখল পৃথিবীর আলো ৷

আরও পড়ুন: 'ব্যোমকেশ চরিত্রে আর কিছু দেওয়ার নেই', জার্নি শেষ সত্যান্বেষি অনিবার্ণের

হায়দরাবাদ, 16 অক্টোবর: জিৎ-এর পরিবারে খুশির হাওয়া ৷ ফের একবার বাবা হলেন অভিনেতা জিৎ ৷ সোশাল মিডিয়ায় দিলেন খুশির খবর ৷ জিৎ ও মোহনার কোল আলো করল ফুটফুটে পুত্র সন্তান ৷ খেলার 'সাথী' পেল জিৎ-এর মেয়ে নভন্যা ৷ শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, অনীক ধর ৷

সোশাল মিডিয়ায় জিৎ লিখেছেন, "সকলকে জানাতে পেরে ভালো লাগছে যে সুন্দর এই পৃথিবীতে তথা আমাদের পরিবারে নতুন এক সদস্য উপস্থিত হয়েছেন ৷ আমাদের জীবনে এসেছে ফুটফুটে পুত্র সন্তান ৷ আপনাদের সকলের আশীর্বাদ কাম্য ৷" খুশির এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী ৷ তিনি বলেছেন, "অভিনন্দন ৷ আমি বলেছিলাম ৷"

অভিনেত্রীর এই মন্তব্য দেখে আন্দাজ করা যায়, তিনি হয়তো অভিনেতা জিৎ ও তাঁর স্ত্রী মোহনাকে অনুমান করে বলেছিলেন, পুত্র সন্তান হবে তাঁদের ৷ অন্যদিকে, সদ্য আরও একবার বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী অনীক ধর ৷ মেয়ের পর তাঁর পরিবারে এসেছে পুত্র সন্তান ৷ তিনিও অভিনেতা জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সৌরভ চক্রবর্তীও ৷

জিৎ-এর পরিবারে 11 বছর আগে এসেছিল মেয়ে নভন্যা ৷ এবার তিনি হলেন পুত্র সন্তানের বাবা ৷ দু'সপ্তাহ আগেই স্ত্রী মোহনা দ্বিতীয়বার সন্তানসম্ভবা বলে সোশাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছিলেন জিৎ ৷ মেয়ে ও স্ত্রী-কে নিয়ে খুশির নানা মুহূর্ত তিনি তুলে ধরেন সোশাল প্ল্যাটফর্মে ৷ লিখেছিলেন, "খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবারে আরও এক নতুন সদস্য খুব শীঘ্রই আসতে চলেছে ৷ আমাদের আশীর্বাদ কাম্য ৷" মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অঙ্কুশ, সনু নিগম শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতাকে ৷ 16 অক্টোবর সোমবার অবশেষে জিৎ-এর দ্বিতীয় সন্তান দেখল পৃথিবীর আলো ৷

আরও পড়ুন: 'ব্যোমকেশ চরিত্রে আর কিছু দেওয়ার নেই', জার্নি শেষ সত্যান্বেষি অনিবার্ণের

Last Updated : Oct 16, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.