কলকাতা, 14 অগস্ট: স্বাধীনতা দিবসের সপ্তাহে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hotyamancha) পাড়ি দেবে বিদেশে । পশ্চিমবঙ্গ ছাড়াও, 'ব্যোমকেশ হত্যমঞ্চ' এই সপ্তাহে মুক্তি পাবে HOYTS ক্যারোজেল, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ব্ল্যাক টাউন, নিউ সাউথ ওয়েলস, কানাডা প্রদেশ, আরব, আমেরিকায় ।
অরিন্দম শীলের 'ব্যোমকেশ হত্যমঞ্চ' আদতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ ব্যোমকেশ বক্সীর গল্প 'বিশু পাল বধ' অবলম্বনে নির্মিত । 1971 সালে বাংলার বুকে ঘটে চলা নকশাল আন্দোলনের চালচিত্র উঠে এসেছে ছবিতে । সেইসময় মঞ্চ নাটক বেশ জনপ্রিয় ছিল । মানুষের ভিড় জমত নাটক দেখতে । আর এই নাটকের মঞ্চেই খুন হয় বিশু পাল । প্রথমবার ব্যোমকেশ বক্সীর চোখের সামনেই ঘটে যায় খুন । এরপর কীভাবে সেই খুনের রহস্য উদঘাটন করে ব্যোমকেশ বক্সী সেটাই দেখার । শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করেছেন অরিন্দম শীল এবং পদ্মনাভ দাশগুপ্ত ।
দুই নামী প্রযোজনা সংস্থার তরফে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সরকার, সুহোত্র মুখোপাধ্যায়, আনুশা বিশ্বনাথন, পাওলি দাম, কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত । অরিন্দম শীল বলেন, “চতুর্থ ব্যোমকেশ নিয়েও আমি আশাবাদী । যাঁরা অভিনয় করেছেন তাঁদের নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই । একটা খুব ভালো টিমের সঙ্গে কাজ করেছি এটুকু বলতে পারি ।"
আরও পড়ুন: রাজনীতিতে এলে দেবকে দেখেই আসবেন সায়ন মুখোপাধ্যায়
প্রতিবারের মতো এ বারও অরিন্দম শীলের ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ । এই প্রথমবার অরিন্দম শীলের ছবিতে অভিনয় করলেন পাওলি দাম । দুজনেই উচ্ছ্বসিত একে-অপরের সঙ্গে কাজ করতে পেরে । পাশাপাশি এ বার বদল ঘটেছে অজিতের । এ বার এই ভূমিকায় দর্শক পেয়েছে সুহোত্র মুখোপাধ্যায়কে ।