ETV Bharat / entertainment

'নতুন বছরে অঙ্কুশ-ঐন্দ্রিলা সারপ্রাইজ দেবে'- বিয়ের খবরে সিলমোহর কাছের বন্ধুর ? - ANKUSH HAZRA OINDRILA SEN WEDDING

'অঙ্কুশ-ঐন্দ্রিলা সারপ্রাইজ দিতে প্রস্তুত ৷' তারকা জুটির বিয়ের খবরে সিলমোহর জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের ? কি বললেন 'মির্জা' জুটির কাছের বন্ধু ?

Etv Bharat
বিয়ের খবরে সিলমোহর কাছের বন্ধুর ? (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 30, 2024, 2:53 PM IST

হায়দরাবাদ/কলকাতা: নতুন বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ৷ রবিবার রাতে শেয়ার করা একটি ভিডিয়ো দেখে অনুরাগীরা অনুমান করছিলেন, তাহলে খুব শীঘ্রই মিস থেকে মিসেস অঙ্কুশ হাজরা হতে চলেছেন ঐন্দ্রিলা ৷

খবরের সত্যতা যাচাই করতে 'মির্জা' তারকাদের ফোন করা হলে তাঁদের খোঁজ মেলে না ৷ অগত্যা তারকাদের বন্ধু তথা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে ফোন করা হয় ৷ তাঁর কথা শুনে নিশ্চিত হওয়া গেল, খুব শীঘ্রই অনুরাগীদের খুশির খবর শোনাতে চলেছেন তারকা জুটি ৷

অভিষেক ইটিভি ভারতকে জানান, অঙ্কুশ-ঐন্দ্রিলা সারপ্রাইজ দিতে চাইছেন ৷ খুব তাড়াতাড়ি সব কিছু সামনে আসবে ৷ একটু ধৈর্য্য ধরতে হবে সকলকে ৷ সঠিক সময়েই সবচেয়ে বড় খুশির খবর অঙ্কুশ-ঐন্দ্রিলা শেয়ার করে নেবেন ৷

রবিবার যে ভিডিয়ো অঙ্কুশ বা অভিষেকের সোশাল মিডিয়া পেজে দেখা গিয়েছে, সেখানে লক্ষ্য করা গিয়েছে, লাল-নীল বেনারসি তুলে ধরছেন ঐন্দ্রিলা ৷ গলায়-হাতে পড়ে দেখছেন সাবেকি হার, মোটা বালা ৷ অঙ্কুশও খুঁজে দেখেছেন বিয়ের পাঞ্জাবি থেকে রিসেপশনের শেরওয়ানি ৷ স্বভাবতই তারকা জুটির কি কোনও বিশেষ রঙ পছন্দ ? ফ্যাশন ডিজাইনার অভিষেককে প্রশ্ন করা হলে, তিনি কেবল হাসেন ৷ সংক্ষেপে উত্তর দেন, "আমি কিচ্ছু বলব না ৷ অঙ্কুশ-ঐন্দ্রিলার সারপ্রাইজ ৷ অপেক্ষা তো করতেই হবে ৷"

বলা বাহুল্য, বন্ধুত্ব ধর্ম ভালোভাবেই পালন করছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক ৷ বছর শেষের উদযাপনে ব্যস্ত সকলেই ৷ উৎসবের আবহে বিয়ের ঘোষণা করতেই দুই অভিনেতার অনুরাগীরাও উচ্ছ্বসিত। কবে তাঁদের টলিপাড়ার লাভবার্ড ছাদনাতলায় যান, সেই দিন জানার অপেক্ষায় অনুরাগীরা ৷

হায়দরাবাদ/কলকাতা: নতুন বছরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ৷ রবিবার রাতে শেয়ার করা একটি ভিডিয়ো দেখে অনুরাগীরা অনুমান করছিলেন, তাহলে খুব শীঘ্রই মিস থেকে মিসেস অঙ্কুশ হাজরা হতে চলেছেন ঐন্দ্রিলা ৷

খবরের সত্যতা যাচাই করতে 'মির্জা' তারকাদের ফোন করা হলে তাঁদের খোঁজ মেলে না ৷ অগত্যা তারকাদের বন্ধু তথা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়কে ফোন করা হয় ৷ তাঁর কথা শুনে নিশ্চিত হওয়া গেল, খুব শীঘ্রই অনুরাগীদের খুশির খবর শোনাতে চলেছেন তারকা জুটি ৷

অভিষেক ইটিভি ভারতকে জানান, অঙ্কুশ-ঐন্দ্রিলা সারপ্রাইজ দিতে চাইছেন ৷ খুব তাড়াতাড়ি সব কিছু সামনে আসবে ৷ একটু ধৈর্য্য ধরতে হবে সকলকে ৷ সঠিক সময়েই সবচেয়ে বড় খুশির খবর অঙ্কুশ-ঐন্দ্রিলা শেয়ার করে নেবেন ৷

রবিবার যে ভিডিয়ো অঙ্কুশ বা অভিষেকের সোশাল মিডিয়া পেজে দেখা গিয়েছে, সেখানে লক্ষ্য করা গিয়েছে, লাল-নীল বেনারসি তুলে ধরছেন ঐন্দ্রিলা ৷ গলায়-হাতে পড়ে দেখছেন সাবেকি হার, মোটা বালা ৷ অঙ্কুশও খুঁজে দেখেছেন বিয়ের পাঞ্জাবি থেকে রিসেপশনের শেরওয়ানি ৷ স্বভাবতই তারকা জুটির কি কোনও বিশেষ রঙ পছন্দ ? ফ্যাশন ডিজাইনার অভিষেককে প্রশ্ন করা হলে, তিনি কেবল হাসেন ৷ সংক্ষেপে উত্তর দেন, "আমি কিচ্ছু বলব না ৷ অঙ্কুশ-ঐন্দ্রিলার সারপ্রাইজ ৷ অপেক্ষা তো করতেই হবে ৷"

বলা বাহুল্য, বন্ধুত্ব ধর্ম ভালোভাবেই পালন করছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক ৷ বছর শেষের উদযাপনে ব্যস্ত সকলেই ৷ উৎসবের আবহে বিয়ের ঘোষণা করতেই দুই অভিনেতার অনুরাগীরাও উচ্ছ্বসিত। কবে তাঁদের টলিপাড়ার লাভবার্ড ছাদনাতলায় যান, সেই দিন জানার অপেক্ষায় অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.