কলকাতা, 14 এপ্রিল : রাজ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন ৷ এদিকে, আগামী শনিবারই রাজ্যে পঞ্চম দফার ভোট ৷ তার একদিন আগে অর্থাৎ আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন ৷ বৈঠক হবে দুপুর দু’টোর সময় ৷ মহামারির আবহে কীভাবে হবে ভোট, কীভাবেই বা চলবে প্রচারের কাজ, সেই সবকিছু নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
প্রসঙ্গত, এই বিষয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা রুজু হয়েছে ৷ আদালতে মামলাকারীর আইনজীবী জানান, নির্বাচনী জনসভা ও প্রচার কর্মসূচিগুলিতে কোনও কোভিড বিধি মানা হচ্ছে না ৷
এই বিষয় হাইকোর্ট জানায়, একটি মাঠে 30 শতাংশের বেশি মানুষের ভিড় হলে তার জন্য দায়ী হবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ৷ তাই এই বিষয়টিকে আরও কড়া হাতে দমন করার বিষয় বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
পঞ্চম দফার নির্বাচনের একদিন আগেই রাজ্যের 10টি স্বীকৃত রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি যোগ দেবেন এই বৈঠকে ৷ সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কমিশনের দফতরেই হবে আলোচনা ৷
আরও পড়ুন : করোনা বাড়ছে, বড় সভায় "না" সিপিএমের
করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার মধ্যে বাকি আরও চারটি দফা কীভাবে সংক্রমণমুক্ত এবং শান্তিপূর্ণভাবে পালন করা যায়, সেই বিষয় নিয়েও আলোচনা হবে বৈঠকে ৷
পাশাপাশি, জেলাগুলির ক্ষেত্রে সেই জেলাগুলির স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা ৷ থাকবেন এডিজি আইনশৃঙ্খলা জগমোহন এবং স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷