ETV Bharat / city

রতুয়ায় ব্লকের অস্থায়ী কর্মীকে খুনের হুমকির অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে - মালদা

থানায় ডেকে মারধর এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রতুয়া থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ৷ নিগৃহীত যুবক মালদায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ৷

রতুয়ায় ব্লকের অস্থায়ী কর্মীকে খুনের হুমকির অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে
রতুয়ায় ব্লকের অস্থায়ী কর্মীকে খুনের হুমকির অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে
author img

By

Published : Aug 6, 2021, 6:25 PM IST

মালদা, 6 অগস্ট : প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরে হাইকোর্টে মামলা চলছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুরের এক পরিবারের ৷ সেই পরিবারের এক সদস্য ব্লকের অস্থায়ী কর্মী ৷ সেই মামলা সংক্রান্ত কারণেই ব্লকের ওই অস্থায়ী কর্মীকে থানায় ডেকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে । এই ঘটনায় পুলিশ সুপারের কাছে ওই অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই যুবক ৷ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ।

নিগৃহীত যুবকের নাম মীর রাজু আলি । বাড়ি রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর গ্রামে । তিনি রতুয়া 1 নম্বর ব্লকের অস্থায়ী কর্মী । তাঁর অভিযোগ, দু’বিঘা জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের কলকাতা হাইকোর্টে মামলা চলছে । কিন্তু প্রতিবেশী বারবার তাঁদের নামে মিথ্যে মামলা করছেন । গত 25 জুলাই রতুয়া থানার সাব ইন্সপেকটর রেজাউল করিম তাঁদের বাড়িতে যান । পুলিশ অফিসার সেদিনই সন্ধ্যা সাতটার সময় জমির সমস্ত কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন তাঁদের ৷ নির্ধারিত সময় তাঁরা থানায় যান । জমি সংক্রান্ত এই মামলা ইতিমধ্যেই হাইকোর্টে চলছে । তারপরও তাঁদের থানায় ডাকার কারণ জানতে চান তাঁরা ৷ পাশাপাশি মিথ্যে মামলা দায়ের করার কথা বলতেই ওই অফিসার মীর রাজুর গলা চেপে ধরেন বলে অভিযোগ তাঁর ।

মীর রাজু বলেন, "তিনি আমাকে মারধর শুরু করেন । আমাকে বলেন, 'তোমাকে প্রাণে মেরে ফেলব' । তাঁকে আমি বলি, হাইকোর্টে বিচারাধীন মামলা নিয়ে আপনি কিছু করতে পারেন না । তাহলে আদালতের অবমাননা হবে । সেকথা শুনে তিনি আরও খেপে যান । আমাকে জাল নোটের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন । আর কথা না বাড়িয়ে আমরা থানা থেকে বেরিয়ে আসি । আমি ব্লকের একজন অস্থায়ী কর্মী । আমাদের সঙ্গেই যদি পুলিশ এমন আচরণ করে তবে সাধারণ মানুষের কী হবে ? এনিয়ে আমরা খুব আতঙ্কে রয়েছি । আমি গোটা ঘটনা জানিয়ে এই অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি । এই অফিসারের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা সপরিবারের আত্মহত্যা করতে বাধ্য হব ।"

রতুয়া থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত যুবক ৷

মীর রাজুর আরও অভিযোগ, "প্রতিবেশীরা আমাদের বিরুদ্ধে রতুয়া থানায় একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করেছে । গত 19 জুলাই তেমনই একটি মিথ্যে অভিযোগ দায়ের করে প্রতিবেশীরা । তার ভিত্তিতে রতুয়া থানার আরেক অফিসার সেদিনই একটি মামলা রুজু করেন । তাতে আটজনকে আসামী বানানো হয়েছে । এই আটজনের মধ্যে আমার এক ভাইও রয়েছে । সে এখন বাইরে বেসরকারি ব্যাঙ্কে কর্মরত । শুধু তাই নয়, ওই আটজনের তালিকায় আমার মৃত কাকাও রয়েছেন । তিনি 2017 সালেই মারা গিয়েছেন । তদন্ত না করেই পুলিশ এসব মামলা করছে। বিপক্ষের সঙ্গে পুলিশের ভাল সম্পর্ক । সেই কারণেই এসব হয়ে চলেছে ।"

অভিযুক্ত পুলিশ অফিসার রেজাউল করিম এবিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন । তবে পুলিশ সুপার অলোক রাজোরিয়া আজ বলেন, "ওই যুবকের অভিযোগপত্র আমি এখনই দেখলাম । নিশ্চিতভাবে একজন উচ্চপদস্থ আধিকারিক দিয়ে অভিযোগের তদন্ত করা হবে । অভিযোগ সত্যি হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব । আমাদের অবশ্যই দেখতে হবে, ওই অফিসার কেন জমি সংক্রান্ত মামলার বিষয়ে হস্তক্ষেপ করেছেন ।"

আরও পড়ুন : হরিশ্চন্দ্রপুরে অপহৃত 11 জন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে উদ্ধার, গ্রেফতার 3

মালদা, 6 অগস্ট : প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরে হাইকোর্টে মামলা চলছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুরের এক পরিবারের ৷ সেই পরিবারের এক সদস্য ব্লকের অস্থায়ী কর্মী ৷ সেই মামলা সংক্রান্ত কারণেই ব্লকের ওই অস্থায়ী কর্মীকে থানায় ডেকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে । এই ঘটনায় পুলিশ সুপারের কাছে ওই অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই যুবক ৷ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ।

নিগৃহীত যুবকের নাম মীর রাজু আলি । বাড়ি রতুয়া থানার পশ্চিম রুকুন্দিপুর গ্রামে । তিনি রতুয়া 1 নম্বর ব্লকের অস্থায়ী কর্মী । তাঁর অভিযোগ, দু’বিঘা জমি নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তাঁদের কলকাতা হাইকোর্টে মামলা চলছে । কিন্তু প্রতিবেশী বারবার তাঁদের নামে মিথ্যে মামলা করছেন । গত 25 জুলাই রতুয়া থানার সাব ইন্সপেকটর রেজাউল করিম তাঁদের বাড়িতে যান । পুলিশ অফিসার সেদিনই সন্ধ্যা সাতটার সময় জমির সমস্ত কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন তাঁদের ৷ নির্ধারিত সময় তাঁরা থানায় যান । জমি সংক্রান্ত এই মামলা ইতিমধ্যেই হাইকোর্টে চলছে । তারপরও তাঁদের থানায় ডাকার কারণ জানতে চান তাঁরা ৷ পাশাপাশি মিথ্যে মামলা দায়ের করার কথা বলতেই ওই অফিসার মীর রাজুর গলা চেপে ধরেন বলে অভিযোগ তাঁর ।

মীর রাজু বলেন, "তিনি আমাকে মারধর শুরু করেন । আমাকে বলেন, 'তোমাকে প্রাণে মেরে ফেলব' । তাঁকে আমি বলি, হাইকোর্টে বিচারাধীন মামলা নিয়ে আপনি কিছু করতে পারেন না । তাহলে আদালতের অবমাননা হবে । সেকথা শুনে তিনি আরও খেপে যান । আমাকে জাল নোটের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন । আর কথা না বাড়িয়ে আমরা থানা থেকে বেরিয়ে আসি । আমি ব্লকের একজন অস্থায়ী কর্মী । আমাদের সঙ্গেই যদি পুলিশ এমন আচরণ করে তবে সাধারণ মানুষের কী হবে ? এনিয়ে আমরা খুব আতঙ্কে রয়েছি । আমি গোটা ঘটনা জানিয়ে এই অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি । এই অফিসারের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা সপরিবারের আত্মহত্যা করতে বাধ্য হব ।"

রতুয়া থানার পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত যুবক ৷

মীর রাজুর আরও অভিযোগ, "প্রতিবেশীরা আমাদের বিরুদ্ধে রতুয়া থানায় একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করেছে । গত 19 জুলাই তেমনই একটি মিথ্যে অভিযোগ দায়ের করে প্রতিবেশীরা । তার ভিত্তিতে রতুয়া থানার আরেক অফিসার সেদিনই একটি মামলা রুজু করেন । তাতে আটজনকে আসামী বানানো হয়েছে । এই আটজনের মধ্যে আমার এক ভাইও রয়েছে । সে এখন বাইরে বেসরকারি ব্যাঙ্কে কর্মরত । শুধু তাই নয়, ওই আটজনের তালিকায় আমার মৃত কাকাও রয়েছেন । তিনি 2017 সালেই মারা গিয়েছেন । তদন্ত না করেই পুলিশ এসব মামলা করছে। বিপক্ষের সঙ্গে পুলিশের ভাল সম্পর্ক । সেই কারণেই এসব হয়ে চলেছে ।"

অভিযুক্ত পুলিশ অফিসার রেজাউল করিম এবিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন । তবে পুলিশ সুপার অলোক রাজোরিয়া আজ বলেন, "ওই যুবকের অভিযোগপত্র আমি এখনই দেখলাম । নিশ্চিতভাবে একজন উচ্চপদস্থ আধিকারিক দিয়ে অভিযোগের তদন্ত করা হবে । অভিযোগ সত্যি হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব । আমাদের অবশ্যই দেখতে হবে, ওই অফিসার কেন জমি সংক্রান্ত মামলার বিষয়ে হস্তক্ষেপ করেছেন ।"

আরও পড়ুন : হরিশ্চন্দ্রপুরে অপহৃত 11 জন তৃণমূল পঞ্চায়েত সদস্যকে উদ্ধার, গ্রেফতার 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.