কলকাতা, 2 মার্চ: নির্বাচনী আচরণবিধির প্রভাব পড়ল স্বাস্থ্যসাথী কার্ড-এর উপরেও । নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই থমকে গিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ । রাজ্যের সকলের জন্য স্বাস্থ্য বিমা স্বাস্থ্যসাথীর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো রাজ্যের সঙ্গে শহরেও স্বাস্থ্যসাথী কাজ চলছিল জোরকদমে । মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ক্যাম্প করে স্বাস্থ্যসাথীর ফর্ম পূরণ ও ছবি তোলার কাজ চলছিল । কিন্তু নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের সঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ড-এর কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় । যদিও ইতিমধ্যে বহু মানুষ স্বাস্থ্যসাথী কার্ড-এর আবেদন জানিয়েছেন । এই অবস্থায় কলকাতা পৌরনিগম রাজ্য সরকারের নির্দেশে শহরের 16টি বরো অফিসে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।
শহরের 16টি বোরো অফিসে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করা হবে । তবে নতুন করে ফর্ম পূরণ ও আবেদন করা যাবে না । তবে যারা ইতিমধ্যেই ফর্ম পূরণ করে স্বাস্থ্যসাথী কার্ড-এর জন্য আবেদন জানিয়েছেন, সেইসব আবেদনকারীদের বরো অফিসগুলি থেকে ছবি তোলা ও কার্ড বিতরণ করা হবে । কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নতুন করে ফর্ম পূরণ বা শিবির করা হবে না । তবে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন সরকারি তালিকায় নাম নথিভুক্ত হয়েছে, তাঁরাই নিজেদের বরো অফিস থেকে স্বাস্থ্য সাথী কার্ড পাবে ।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন BJP প্রার্থী সায়ন্তন বসু, রিপোর্ট গেল দিল্লি
স্বাস্থ্যসাথী ফর্ম জমা পড়ার পর যে আবেদনকারীদের মোবাইলে মেসেজ পৌঁছে গিয়েছে, তাঁদের বরো অফিসে গিয়ে ছবি তুলে কাঠ সংগ্রহ করতে হবে । কলকাতা শহরের আবেদনকারী প্রায় 85 শতাংশের বেশি মানুষ ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গিয়েছেন । সেই মতোই কলকাতা পৌর নিগমের বরো অফিসগুলিতে ছবি তোলা ও কার্ড বিতরণের ব্যবস্থা করা হচ্ছে ।