কলকাতা, 25 নভেম্বর: প্রতিদিন 35 হাজার টাকা খরচ, এমন প্যাকেজে দুই COVID-19 রোগীর চিকিৎসা হয়েছে তপসিয়া অঞ্চলে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । এদিকে, এই দুই রোগীর ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে ওঠেনি । যে কারণে, তাঁদেরকে ICU-তে রাখার প্রয়োজনও পড়েনি। অথচ, একজনকে 10 দিন এবং অন্যজনকে 20 দিন হাসপাতালে রাখার কারণে, এই দুই রোগীর ক্ষেত্রে বিল হয়েছে যথাক্রমে 3.5 লক্ষ এবং 7 লক্ষ টাকা। এই দুই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে 4.2 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, COVID-19এ আক্রান্ত হওয়ার কারণে কলকাতার বাসিন্দা 50 বছর বয়সি এক ব্যক্তিকে গত 31 জুলাই ভরতি করানো হয়েছিল তপসিয়ার বেসরকারি হাসপাতালে । গত 9 অগাস্ট ওই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয় । এই 10 দিনে এই রোগীর চিকিৎসার জন্য 3 লক্ষ 50 হাজার টাকা বিল করা হয় । ওই একই হাসপাতালে গত 22 জুলাই কলকাতার বাসিন্দা 63 বছর বয়সি এক প্রৌঢ়কে ভরতি করানো হয়েছিল । ওই রোগীও COVID-19এ আক্রান্ত হয়েছিলেন । গত 10 অগাস্ট তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এই 20 দিনে তাঁর চিকিৎসার জন্য ওই হাসপাতালে বিল করা হয় 7 লক্ষ টাকা । এই দুই রোগীর ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে ওঠেনি । তাঁদেরকে ICU-তে রাখার প্রয়োজনও পড়েনি । অথচ, এই দুই রোগীর বিলে কেন টাকার অঙ্ক এত বেশি ? বেসরকারি ওই হাসপাতালের তরফে কমিশনকে জানানো হয়েছিল, চিকিৎসার জন্য প্রতিদিন 35 হাজার টাকা খরচ পড়বে, এমন প্যাকেজে এই দুই রোগীকে ভরতি করানো হয়েছিল। প্রথম রোগীর ক্ষেত্রে 30 হাজার টাকা ছাড় দিয়ে 10 দিনের জন্য 3 লক্ষ 20 হাজার টাকা বিল করা হয়েছিল । ওই 35 হাজার টাকার প্যাকেজ অনুযায়ী দ্বিতীয় রোগীর ক্ষেত্রে 20 দিনের জন্য 7 লক্ষ টাকা বিল করা হয়েছিল । দ্বিতীয় রোগীর ক্ষেত্রে আগেই ছুটি দেওয়া হয়েছিল । তবে COVID-19 টেস্টের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন । এই কারণে এই রোগীকে 20 দিন ওই হাসপাতালে রাখতে হয়েছিল। COVID-19 রোগীর সম্ভাব্য চিকিৎসার খরচ হিসাব করে প্রতিদিন 35 হাজার টাকার প্যাকেজ করা হয়েছে। রোগীর জন্য ICU-এর প্রয়োজন দেখা দিতে পারে, এই বিষয়টিও এই প্যাকেজের সম্ভাব্য খরচের মধ্যে রাখা হয়েছে।
কমিশন জানিয়েছে, এই দুই রোগীর ক্ষেত্রে ICU এর প্রয়োজন পড়েনি। প্রতিদিন 35 হাজার টাকার বদলে, 20 হাজার টাকা নিতে বলা হয়েছে । সেই হিসাবে প্রথম রোগীর ক্ষেত্রে বিলের 3.2 লক্ষ টাকা থেকে 1.2 লক্ষ টাকা এবং দ্বিতীয় রোগীর ক্ষেত্রে বিলের 7 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বেসরকারি ওই হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রয়োজন পড়েনি ICU’র, তবুও ICU চার্জ ! হাসপাতালকে টাকা ফেরাতে নির্দেশ WBCERC’র
কমিশন জানিয়েছে, এই দুই রোগীর ক্ষেত্রে ICU এর প্রয়োজন পড়েনি। প্রতিদিন 35 হাজার টাকার বদলে, 20 হাজার টাকা নিতে বলা হয়েছে । সেই হিসাবে প্রথম রোগীর ক্ষেত্রে বিলের 3.2 লক্ষ টাকা থেকে 1.2 লক্ষ টাকা এবং দ্বিতীয় রোগীর ক্ষেত্রে বিলের 7 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বেসরকারি ওই হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে ।
কলকাতা, 25 নভেম্বর: প্রতিদিন 35 হাজার টাকা খরচ, এমন প্যাকেজে দুই COVID-19 রোগীর চিকিৎসা হয়েছে তপসিয়া অঞ্চলে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে । এদিকে, এই দুই রোগীর ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে ওঠেনি । যে কারণে, তাঁদেরকে ICU-তে রাখার প্রয়োজনও পড়েনি। অথচ, একজনকে 10 দিন এবং অন্যজনকে 20 দিন হাসপাতালে রাখার কারণে, এই দুই রোগীর ক্ষেত্রে বিল হয়েছে যথাক্রমে 3.5 লক্ষ এবং 7 লক্ষ টাকা। এই দুই ঘটনায় বেসরকারি ওই হাসপাতালকে 4.2 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, COVID-19এ আক্রান্ত হওয়ার কারণে কলকাতার বাসিন্দা 50 বছর বয়সি এক ব্যক্তিকে গত 31 জুলাই ভরতি করানো হয়েছিল তপসিয়ার বেসরকারি হাসপাতালে । গত 9 অগাস্ট ওই হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয় । এই 10 দিনে এই রোগীর চিকিৎসার জন্য 3 লক্ষ 50 হাজার টাকা বিল করা হয় । ওই একই হাসপাতালে গত 22 জুলাই কলকাতার বাসিন্দা 63 বছর বয়সি এক প্রৌঢ়কে ভরতি করানো হয়েছিল । ওই রোগীও COVID-19এ আক্রান্ত হয়েছিলেন । গত 10 অগাস্ট তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এই 20 দিনে তাঁর চিকিৎসার জন্য ওই হাসপাতালে বিল করা হয় 7 লক্ষ টাকা । এই দুই রোগীর ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে ওঠেনি । তাঁদেরকে ICU-তে রাখার প্রয়োজনও পড়েনি । অথচ, এই দুই রোগীর বিলে কেন টাকার অঙ্ক এত বেশি ? বেসরকারি ওই হাসপাতালের তরফে কমিশনকে জানানো হয়েছিল, চিকিৎসার জন্য প্রতিদিন 35 হাজার টাকা খরচ পড়বে, এমন প্যাকেজে এই দুই রোগীকে ভরতি করানো হয়েছিল। প্রথম রোগীর ক্ষেত্রে 30 হাজার টাকা ছাড় দিয়ে 10 দিনের জন্য 3 লক্ষ 20 হাজার টাকা বিল করা হয়েছিল । ওই 35 হাজার টাকার প্যাকেজ অনুযায়ী দ্বিতীয় রোগীর ক্ষেত্রে 20 দিনের জন্য 7 লক্ষ টাকা বিল করা হয়েছিল । দ্বিতীয় রোগীর ক্ষেত্রে আগেই ছুটি দেওয়া হয়েছিল । তবে COVID-19 টেস্টের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন । এই কারণে এই রোগীকে 20 দিন ওই হাসপাতালে রাখতে হয়েছিল। COVID-19 রোগীর সম্ভাব্য চিকিৎসার খরচ হিসাব করে প্রতিদিন 35 হাজার টাকার প্যাকেজ করা হয়েছে। রোগীর জন্য ICU-এর প্রয়োজন দেখা দিতে পারে, এই বিষয়টিও এই প্যাকেজের সম্ভাব্য খরচের মধ্যে রাখা হয়েছে।
কমিশন জানিয়েছে, এই দুই রোগীর ক্ষেত্রে ICU এর প্রয়োজন পড়েনি। প্রতিদিন 35 হাজার টাকার বদলে, 20 হাজার টাকা নিতে বলা হয়েছে । সেই হিসাবে প্রথম রোগীর ক্ষেত্রে বিলের 3.2 লক্ষ টাকা থেকে 1.2 লক্ষ টাকা এবং দ্বিতীয় রোগীর ক্ষেত্রে বিলের 7 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বেসরকারি ওই হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে ।