ETV Bharat / city

সংবিধান দিবস পালনকে ঘিরে রাজ্যপালের সঙ্গে সংঘাত রাজ্যের, কটাক্ষ চন্দ্রিমার

এবারে 'সংবিধান দিবস' পালনকে কেন্দ্র করে চরমে উঠছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত । রাজভবনে সংবিধান দিবস পালন করাকে ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক শিবির । এপ্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

চন্দ্রিমা ভট্টাচার্য
author img

By

Published : Nov 21, 2019, 9:55 AM IST

কলকাতা, 21 নভেম্বর : এবারে 'সংবিধান দিবস' পালনকে কেন্দ্র করে চরমে উঠছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত । রাজভবনে সংবিধান দিবস পালন করাকে ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক শিবির । এপ্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্দেশে কটাক্ষের সুরে বলেন, "উনি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছিলেন । প্রধানমন্ত্রীর জন্মদিনে 70টা চারাগাছ পুঁতেছিলেন । আবার সংবিধান দিবস পালন করছেন । আর কী কী পালন করবেন জানি না । তিনি সংবিধান দিবস করছেন ঠিক আছে । কিন্তু সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।"


আগামী 26 নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ওই দিনই শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন । জানা যাচ্ছে, পৃথকভাবে ওই একই দিনে রাজভবনে সংবিধান দিবস পালন করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । একই দিনে রাজভবন এবং বিধানসভায় পৃথক পৃথকভাবে সংবিধান দিবস পালনের উদ্যোগকে কেন্দ্র করে ফের তৈরি হচ্ছে সংঘাতের বাতাবরণ । এপ্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "একটা রাজনৈতিক দলের রং নিজের গায়ে লাগাতে চাইছেন । এমনকী তা লাগাচ্ছেন । উনি এমন অবস্থা তৈরি করছেন যেন তাঁর দিকে আঙুল ওঠে । সেই জন্য তাঁর কাছে আমার আবেদন থাকবে সংবিধান দিবস করছেন ঠিক আছে । তবে সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।" অন্যদিকে, আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল । তা নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, "কেউ ডেকে পাঠিয়েছে ।" প্রসঙ্গত, সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে রাজ্যপালের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল । রাজ্যপালের দিল্লি যাওয়ার সঙ্গে এই বিষয়টির যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ।

কলকাতা, 21 নভেম্বর : এবারে 'সংবিধান দিবস' পালনকে কেন্দ্র করে চরমে উঠছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত । রাজভবনে সংবিধান দিবস পালন করাকে ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক শিবির । এপ্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্দেশে কটাক্ষের সুরে বলেন, "উনি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছিলেন । প্রধানমন্ত্রীর জন্মদিনে 70টা চারাগাছ পুঁতেছিলেন । আবার সংবিধান দিবস পালন করছেন । আর কী কী পালন করবেন জানি না । তিনি সংবিধান দিবস করছেন ঠিক আছে । কিন্তু সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।"


আগামী 26 নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ওই দিনই শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন । জানা যাচ্ছে, পৃথকভাবে ওই একই দিনে রাজভবনে সংবিধান দিবস পালন করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । একই দিনে রাজভবন এবং বিধানসভায় পৃথক পৃথকভাবে সংবিধান দিবস পালনের উদ্যোগকে কেন্দ্র করে ফের তৈরি হচ্ছে সংঘাতের বাতাবরণ । এপ্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "একটা রাজনৈতিক দলের রং নিজের গায়ে লাগাতে চাইছেন । এমনকী তা লাগাচ্ছেন । উনি এমন অবস্থা তৈরি করছেন যেন তাঁর দিকে আঙুল ওঠে । সেই জন্য তাঁর কাছে আমার আবেদন থাকবে সংবিধান দিবস করছেন ঠিক আছে । তবে সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।" অন্যদিকে, আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল । তা নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, "কেউ ডেকে পাঠিয়েছে ।" প্রসঙ্গত, সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে রাজ্যপালের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল । রাজ্যপালের দিল্লি যাওয়ার সঙ্গে এই বিষয়টির যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ।

Intro:এবারে সংবিধান পালন দিবসকে কেন্দ্র করে রাজ্যপালের সঙ্গে সংঘাত রাজ্যের : তীব্র কটাক্ষ চন্দ্রিমার


কলকাতা, ২০ নভেম্বর: এবারে 'সংবিধান দিবস' পালনকে কেন্দ্র করে চরমে উঠছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত। রাজভবনে সংবিধান দিবস পালন করাকে ভালো ভাবে নিচ্ছে না রাজ্যের শাসক শিবির। আজ এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপাল জগদীপ ধনকরের উদ্দেশ্যে কটাক্ষের সুরে বলেন, 'উনি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছিলেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭০ টা চারাগাছ পুতেছিলেন। আবার সংবিধান দিবস পালন করছেন। আর কী কী পালন করবেন জানিনা। তিনি সংবিধান দিবস করছেন ঠিক আছে। কিন্তু যেন সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।'Body:আগামী ২৬ নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই দিনই শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। জানা যাচ্ছে, পৃথকভাবে ওই একই দিনে রাজভবনে সংবিধান দিবস পালন করবেন রাজ্যপাল জগদীপ ধনকরও। একই দিনে রাজভবন এবং বিধানসভায় পৃথক পৃথকভাবে সংবিধান দিবস পালনের উদ্যোগকে কেন্দ্র করে ফের তৈরি হচ্ছে সংঘাতের বাতাবরণ। 'একটা রাজনৈতিক দলের রং নিজের গায়ে লাগাতে চাইছেন। এমনকি তা লাগাচ্ছেন। উনি অবস্থা তৈরি করছেন কেনও তার দিকে আঙ্গুল ওঠে। সেই জন্য তার কাছে আমার আবেদন থাকবে সংবিধান দিবস করছেন ঠিক আছে । তবে সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন।' অন্যদিকে, আগামীকালই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল । এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, 'কেউ ডেকে পাঠিয়েছে।' প্রসঙ্গত, সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে রাজ্যপালের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। রাজ্যপালের দিল্লি যাওয়ার সঙ্গে এই বিষয়টির যোগ সূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.