কলকাতা, 21 নভেম্বর : এবারে 'সংবিধান দিবস' পালনকে কেন্দ্র করে চরমে উঠছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত । রাজভবনে সংবিধান দিবস পালন করাকে ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক শিবির । এপ্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্দেশে কটাক্ষের সুরে বলেন, "উনি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছিলেন । প্রধানমন্ত্রীর জন্মদিনে 70টা চারাগাছ পুঁতেছিলেন । আবার সংবিধান দিবস পালন করছেন । আর কী কী পালন করবেন জানি না । তিনি সংবিধান দিবস করছেন ঠিক আছে । কিন্তু সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।"
আগামী 26 নভেম্বর বিধানসভায় সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ওই দিনই শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন । জানা যাচ্ছে, পৃথকভাবে ওই একই দিনে রাজভবনে সংবিধান দিবস পালন করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । একই দিনে রাজভবন এবং বিধানসভায় পৃথক পৃথকভাবে সংবিধান দিবস পালনের উদ্যোগকে কেন্দ্র করে ফের তৈরি হচ্ছে সংঘাতের বাতাবরণ । এপ্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, "একটা রাজনৈতিক দলের রং নিজের গায়ে লাগাতে চাইছেন । এমনকী তা লাগাচ্ছেন । উনি এমন অবস্থা তৈরি করছেন যেন তাঁর দিকে আঙুল ওঠে । সেই জন্য তাঁর কাছে আমার আবেদন থাকবে সংবিধান দিবস করছেন ঠিক আছে । তবে সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন ।" অন্যদিকে, আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল । তা নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, "কেউ ডেকে পাঠিয়েছে ।" প্রসঙ্গত, সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে রাজ্যপালের আচরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল । রাজ্যপালের দিল্লি যাওয়ার সঙ্গে এই বিষয়টির যোগসূত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ।