ETV Bharat / state

আক্রান্ত সন্দেশখালির তৃণমূল বিধায়ক, কাঠগড়ায় শাহজাহানের ‘অনুগামী’

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলা ৷ অভিযোগের তির শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার দিকে ৷

TMC Workers Allegedly Attacked Party MLA Sukumar Mahato
সুকুমার মাহাতোর গাড়িতে হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

সন্দেশখালি, 1 নভেম্বর: পুজো উদ্ধোধন থেকে ফেরার পথে হামলার মুখে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো । অভিযোগের তির দলেরই বহিষ্কৃত নেতা শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে । তিনি ও তাঁর অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে হামলা চালিয়েছে বলে অভিযোগ ।

শাহজাহান অনুগামীদের হাত থেকে বিধায়ক সুকুমার মাহাতোকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী । এদের মধ্যে তিন-চারজনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে । ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে । নিজের গড়েই বিধায়ক দলীয় কর্মীদের হামলার মুখে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই । হামলার পর সোজা সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন সুকুমার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে এসেছে পুলিশ ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সন্দেশখালির হাটগাছা গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকার একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক । উদ্বোধন শেষে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন । তাঁর সঙ্গেই ছিলেন কয়েকজন দলীয় কর্মীও । গাড়িটি যখন রাজবাড়ি এলাকায় পৌঁছয়, তখন বিধায়কের গাড়ি ঘিরে ধরে শাহজাহান ঘনিষ্ঠ লোকজন ।

TMC Workers Allegedly Attacked Party MLA Sukumar Mahato
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো (ইটিভি ভারত)

অভিযোগ, এর নেতৃত্বে ছিলেন শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত হাটগাছা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুর কাদের মোল্লা । তিনি ও তাঁর দলবল বিধায়কের গাড়ি আটকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । সেই সময় বিধায়ককে বাঁচাতে এসে হামলাকারীদের রোষের মুখে পড়েন তাঁর ঘনিষ্ঠরাও । তাঁদের ব‍্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । বিধায়ককেও ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পরে এলাকার লোকজন বেরিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা । ঘটনায় ফের প্রকাশ্যে সন্দেশখালিতে দলের গোষ্ঠীকোন্দল ।

এনিয়ে অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান আব্দুর কাদের মোল্লার কোনও প্রতিক্রিয়া না-মিললেও মুখ খুলেছেন বিধায়ক সুকুমার মাহাতো । ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সন্দেশখালির তৃণমূল বিধায়ক বলেন, ‘‘পুজো উদ্ধোধন করে ফেরার পথে এদিন হাটগাছার শিমূলহাটিতে ঝামেলা হয়েছে ।’’

আরও পড়ুন

সন্দেশখালি, 1 নভেম্বর: পুজো উদ্ধোধন থেকে ফেরার পথে হামলার মুখে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো । অভিযোগের তির দলেরই বহিষ্কৃত নেতা শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে । তিনি ও তাঁর অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে হামলা চালিয়েছে বলে অভিযোগ ।

শাহজাহান অনুগামীদের হাত থেকে বিধায়ক সুকুমার মাহাতোকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী । এদের মধ্যে তিন-চারজনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে । ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে । নিজের গড়েই বিধায়ক দলীয় কর্মীদের হামলার মুখে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই । হামলার পর সোজা সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন সুকুমার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে এসেছে পুলিশ ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সন্দেশখালির হাটগাছা গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকার একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক । উদ্বোধন শেষে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন । তাঁর সঙ্গেই ছিলেন কয়েকজন দলীয় কর্মীও । গাড়িটি যখন রাজবাড়ি এলাকায় পৌঁছয়, তখন বিধায়কের গাড়ি ঘিরে ধরে শাহজাহান ঘনিষ্ঠ লোকজন ।

TMC Workers Allegedly Attacked Party MLA Sukumar Mahato
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো (ইটিভি ভারত)

অভিযোগ, এর নেতৃত্বে ছিলেন শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত হাটগাছা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুর কাদের মোল্লা । তিনি ও তাঁর দলবল বিধায়কের গাড়ি আটকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । সেই সময় বিধায়ককে বাঁচাতে এসে হামলাকারীদের রোষের মুখে পড়েন তাঁর ঘনিষ্ঠরাও । তাঁদের ব‍্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । বিধায়ককেও ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পরে এলাকার লোকজন বেরিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা । ঘটনায় ফের প্রকাশ্যে সন্দেশখালিতে দলের গোষ্ঠীকোন্দল ।

এনিয়ে অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান আব্দুর কাদের মোল্লার কোনও প্রতিক্রিয়া না-মিললেও মুখ খুলেছেন বিধায়ক সুকুমার মাহাতো । ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সন্দেশখালির তৃণমূল বিধায়ক বলেন, ‘‘পুজো উদ্ধোধন করে ফেরার পথে এদিন হাটগাছার শিমূলহাটিতে ঝামেলা হয়েছে ।’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.