ETV Bharat / state

আক্রান্ত সন্দেশখালির তৃণমূল বিধায়ক, কাঠগড়ায় শাহজাহানের ‘অনুগামী’ - TMC WORKERS ATTACKED PARTY MLA

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়িতে হামলা ৷ অভিযোগের তির শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার দিকে ৷

TMC Workers Allegedly Attacked Party MLA Sukumar Mahato
সুকুমার মাহাতোর গাড়িতে হামলা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 10:56 AM IST

সন্দেশখালি, 1 নভেম্বর: পুজো উদ্ধোধন থেকে ফেরার পথে হামলার মুখে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো । অভিযোগের তির দলেরই বহিষ্কৃত নেতা শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে । তিনি ও তাঁর অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে হামলা চালিয়েছে বলে অভিযোগ ।

শাহজাহান অনুগামীদের হাত থেকে বিধায়ক সুকুমার মাহাতোকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী । এদের মধ্যে তিন-চারজনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে । ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে । নিজের গড়েই বিধায়ক দলীয় কর্মীদের হামলার মুখে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই । হামলার পর সোজা সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন সুকুমার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে এসেছে পুলিশ ।

TMC Workers Allegedly Attacked Party MLA Sukumar Mahato
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সন্দেশখালির হাটগাছা গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকার একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক । উদ্বোধন শেষে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন । তাঁর সঙ্গেই ছিলেন কয়েকজন দলীয় কর্মীও । গাড়িটি যখন রাজবাড়ি এলাকায় পৌঁছয়, তখন বিধায়কের গাড়ি ঘিরে ধরে শাহজাহান ঘনিষ্ঠ লোকজন ।

অভিযোগ, এর নেতৃত্বে ছিলেন শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত হাটগাছা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুর কাদের মোল্লা । তিনি ও তাঁর দলবল বিধায়কের গাড়ি আটকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । সেই সময় বিধায়ককে বাঁচাতে এসে হামলাকারীদের রোষের মুখে পড়েন তাঁর ঘনিষ্ঠরাও । তাঁদের ব‍্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । বিধায়ককেও ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পরে এলাকার লোকজন বেরিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা । ঘটনায় ফের প্রকাশ্যে সন্দেশখালিতে দলের গোষ্ঠীকোন্দল ।

এনিয়ে অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান আব্দুর কাদের মোল্লার কোনও প্রতিক্রিয়া না-মিললেও মুখ খুলেছেন বিধায়ক সুকুমার মাহাতো । ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সন্দেশখালির তৃণমূল বিধায়ক বলেন, ‘‘পুজো উদ্ধোধন করে ফেরার পথে এদিন হাটগাছার শিমূলহাটিতে ঝামেলা হয়েছে ।’’ প্রসঙ্গত, সন্দেশখালির বিধায়কের উপর হামলার ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন

সন্দেশখালি, 1 নভেম্বর: পুজো উদ্ধোধন থেকে ফেরার পথে হামলার মুখে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো । অভিযোগের তির দলেরই বহিষ্কৃত নেতা শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে । তিনি ও তাঁর অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে হামলা চালিয়েছে বলে অভিযোগ ।

শাহজাহান অনুগামীদের হাত থেকে বিধায়ক সুকুমার মাহাতোকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজন তৃণমূল কর্মী । এদের মধ্যে তিন-চারজনের আঘাত গুরুতর বলেই জানা যাচ্ছে । ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে । নিজের গড়েই বিধায়ক দলীয় কর্মীদের হামলার মুখে পড়ায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই । হামলার পর সোজা সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন সুকুমার । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে এসেছে পুলিশ ।

TMC Workers Allegedly Attacked Party MLA Sukumar Mahato
তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সন্দেশখালির হাটগাছা গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকার একটি কালীপুজোর উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক । উদ্বোধন শেষে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন । তাঁর সঙ্গেই ছিলেন কয়েকজন দলীয় কর্মীও । গাড়িটি যখন রাজবাড়ি এলাকায় পৌঁছয়, তখন বিধায়কের গাড়ি ঘিরে ধরে শাহজাহান ঘনিষ্ঠ লোকজন ।

অভিযোগ, এর নেতৃত্বে ছিলেন শাহজাহান অনুগামী হিসেবে পরিচিত হাটগাছা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুর কাদের মোল্লা । তিনি ও তাঁর দলবল বিধায়কের গাড়ি আটকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । সেই সময় বিধায়ককে বাঁচাতে এসে হামলাকারীদের রোষের মুখে পড়েন তাঁর ঘনিষ্ঠরাও । তাঁদের ব‍্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । বিধায়ককেও ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পরে এলাকার লোকজন বেরিয়ে এলে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা । ঘটনায় ফের প্রকাশ্যে সন্দেশখালিতে দলের গোষ্ঠীকোন্দল ।

এনিয়ে অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান আব্দুর কাদের মোল্লার কোনও প্রতিক্রিয়া না-মিললেও মুখ খুলেছেন বিধায়ক সুকুমার মাহাতো । ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে সন্দেশখালির তৃণমূল বিধায়ক বলেন, ‘‘পুজো উদ্ধোধন করে ফেরার পথে এদিন হাটগাছার শিমূলহাটিতে ঝামেলা হয়েছে ।’’ প্রসঙ্গত, সন্দেশখালির বিধায়কের উপর হামলার ঘটনায় দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.