ETV Bharat / state

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ! গ্রেফতার অঙ্কের শিক্ষক - BARDHAMAN RAPE CASE

ধৃত অঙ্কের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, নাবালিকাকে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে সে ৷ ছাত্রীকে মুখ বন্ধ রাখার জন্য ভয়ও দেখায় ৷

BARDHAMAN RAPE CASE
গ্রেফতার কোচিং সেন্টারের শিক্ষক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 11:00 AM IST

বর্ধমান, 1 নভেম্বর: একবার নয়, বার বার নাবালিকা ছাত্রীকে বারবার ধর্ষণের অভিযোগ ৷ কোচিং সেন্টারের অভিযুক্ত সেই অঙ্কের শিক্ষককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ ৷ বর্ধমান তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । বিচারকের কাছে অভিযুক্তর 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় । কিন্তু অভিযোগকারী নাবালিকা হওয়ায় এই মামলা পকসো আদালতে যায় । আগামী 6 নভেম্বর অভিযুক্তকে পকসো আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

স্থানীয় পুলিশ সূত্রে খবর, ধৃত শিক্ষকের বাড়ি বীরভূমের সাঁইথিয়া এলাকায় । কর্মসূত্রে সে বর্ধমানের শাঁখারিপুর এলাকায় বরফ কলের কাছে থাকে । বর্ধমানের পারকাস রোড এলাকায় তার কোচিং সেন্টার রয়েছে । নির্যাতিত ছাত্রী সেই কোচিং সেন্টারে পড়তে যেত । অভিযোগ, ছাত্রীকে ভুল বুঝিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে অঙ্কের এই শিক্ষক ৷ বাড়ির লোককে যাতে ছাত্রী কিছু না বলে, সেকারণে তাকে ভয়ও দেখায় অভিযুক্ত ৷

দু'দিন আগে ছাত্রীটি তার পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানায় । তারপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা ছাত্রীর পরিবার । পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পাঠায় । তদন্তের জন্য সাত দিনের হেফাজত চেয়ে আবেদনও করে পুলিশ । কিন্তু অভিযোগকারী নাবালিকা হওয়ায় মামলাটি পকসো আদালতের অধীনে চলে গিয়েছে । এরপর, অভিযুক্তকে বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত । আগামী 6 নভেম্বর তাকে পকসো আদালতে তোলা হবে । তদন্তকারী অফিসার ওই নাবালিকার মেডিক্যাল টেস্টের জন্য আদালতের কাছে আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে ফরেন্সিক টেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ।

পড়ুন: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ; টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা ! গ্রেফতার প্রৌঢ়

বর্ধমান, 1 নভেম্বর: একবার নয়, বার বার নাবালিকা ছাত্রীকে বারবার ধর্ষণের অভিযোগ ৷ কোচিং সেন্টারের অভিযুক্ত সেই অঙ্কের শিক্ষককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ ৷ বর্ধমান তাকে বর্ধমান জেলা আদালতে তোলা হয় । বিচারকের কাছে অভিযুক্তর 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় । কিন্তু অভিযোগকারী নাবালিকা হওয়ায় এই মামলা পকসো আদালতে যায় । আগামী 6 নভেম্বর অভিযুক্তকে পকসো আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

স্থানীয় পুলিশ সূত্রে খবর, ধৃত শিক্ষকের বাড়ি বীরভূমের সাঁইথিয়া এলাকায় । কর্মসূত্রে সে বর্ধমানের শাঁখারিপুর এলাকায় বরফ কলের কাছে থাকে । বর্ধমানের পারকাস রোড এলাকায় তার কোচিং সেন্টার রয়েছে । নির্যাতিত ছাত্রী সেই কোচিং সেন্টারে পড়তে যেত । অভিযোগ, ছাত্রীকে ভুল বুঝিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে অঙ্কের এই শিক্ষক ৷ বাড়ির লোককে যাতে ছাত্রী কিছু না বলে, সেকারণে তাকে ভয়ও দেখায় অভিযুক্ত ৷

দু'দিন আগে ছাত্রীটি তার পরিবারের লোকেদের সমস্ত ঘটনা জানায় । তারপরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা ছাত্রীর পরিবার । পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পাঠায় । তদন্তের জন্য সাত দিনের হেফাজত চেয়ে আবেদনও করে পুলিশ । কিন্তু অভিযোগকারী নাবালিকা হওয়ায় মামলাটি পকসো আদালতের অধীনে চলে গিয়েছে । এরপর, অভিযুক্তকে বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত । আগামী 6 নভেম্বর তাকে পকসো আদালতে তোলা হবে । তদন্তকারী অফিসার ওই নাবালিকার মেডিক্যাল টেস্টের জন্য আদালতের কাছে আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে ফরেন্সিক টেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ।

পড়ুন: বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ; টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা ! গ্রেফতার প্রৌঢ়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.