ETV Bharat / sports

ঘরের মাঠে টস হারলেন রোহিত, শেষ টেস্টে বাদ বুমরা; দলে এলেন সিরাজ - IND VS NZ 3RD TEST

তৃতীয় টেস্টে বসলেন জসপ্রীত বুমরা ৷ তাঁর বদলে দলে এলেন মহম্মদ সিরাজ ৷ হোয়াইটওয়াশ বাঁচানোই নয়, ডব্লিউটিসি ফাইনালের আশা বাড়াতে টেস্ট জিততে বদ্ধপরিকর রোহিতরা ৷

India vs New Zealand 3rd Test
ভারত বনাম নিউজিল্যান্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 1, 2024, 9:18 AM IST

Updated : Nov 1, 2024, 9:43 AM IST

মুম্বই, 1 নভেম্বর: সিরিজে শোচনীয় হার ৷ রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে অবশ্য ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার ৷ ঘরের মাঠে টস হারলেন মুম্বইকর ৷

তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা ৷ বিসিসিআই’য়ের তরফে জানানো হয়েছে, জসপ্রীত বুমরা জ্বরে আক্রান্ত হয়েছিলেন ৷ এখনও পুরোপুরি সুস্থ হননি । ফলে মুম্বইয়ে তৃতীয় টেস্টের জন্য তাঁকে পাওয়া যায়নি । তাঁর বদলে দলে এলেন মহম্মদ সিরাজ ৷ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, তৃতীয় টেস্টেই অভিষেক হতে পারে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানার ৷ ওয়াংখেড়ের পিচে হর্ষিতকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷ যদিও আনকোরা জোরে বোলার নয়, শেষ টেস্ট জিততে সিরাজি স্পেলেই ভরসা রাখল দল ৷

ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ডের একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, উইলিয়াম ও’রকে

আরও পড়ুন:

মুম্বই, 1 নভেম্বর: সিরিজে শোচনীয় হার ৷ রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শেষ টেস্টে অবশ্য ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার ৷ ঘরের মাঠে টস হারলেন মুম্বইকর ৷

তৃতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা ৷ বিসিসিআই’য়ের তরফে জানানো হয়েছে, জসপ্রীত বুমরা জ্বরে আক্রান্ত হয়েছিলেন ৷ এখনও পুরোপুরি সুস্থ হননি । ফলে মুম্বইয়ে তৃতীয় টেস্টের জন্য তাঁকে পাওয়া যায়নি । তাঁর বদলে দলে এলেন মহম্মদ সিরাজ ৷ একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, তৃতীয় টেস্টেই অভিষেক হতে পারে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানার ৷ ওয়াংখেড়ের পিচে হর্ষিতকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷ যদিও আনকোরা জোরে বোলার নয়, শেষ টেস্ট জিততে সিরাজি স্পেলেই ভরসা রাখল দল ৷

ভারতের একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ

নিউজিল্যান্ডের একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ম্যাট হেনরি, আজাজ প্যাটেল, উইলিয়াম ও’রকে

আরও পড়ুন:

Last Updated : Nov 1, 2024, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.