হায়দরাবাদ, 31 অক্টোবর: সৌন্দর্যের উপাসনা যাঁরা করেন তাঁদের কাছে সৌন্দর্যের দেবী ঐশ্বর্য রাই বচ্চন ৷ 1973 সালে আজকের দিনেই কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন অ্যাশ ৷ তাঁর বাবা কৃষ্ণারাজ ছিলেন আর্মি বায়োলজিস্ট ও মা বৃন্দা হাউসওয়াইফ ৷ 1994 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন তিনি ৷ 2009 সালে সম্মানিত হয়েছেন পদ্মশ্রী সম্মানেও ৷ তাঁকে বলা হয়, "দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড ৷" ঐশ্বর্যর জন্মদিনে রইল এমন কিছু তথ্য যা অজানা আপনাদের ৷
1) 1991 সালে ইন্টারন্যাশনাল সুপারমডেল প্রতিযোগিতা জেতেন ঐশ্বর্য ৷ আমির খানের সঙ্গে এক পানীয়র বিজ্ঞাপনে সকলের নজর কাড়েন তিনি ৷ ফলে মিস ওয়ার্ল্ড হওয়ার আগে একাধিক ছবিতে কাজের প্রস্তাব পাচ্ছিলেন ঐশ্বর্য ৷ এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি ব়্যান্ডম ছবিতে কাজ করতে চাইছিলেন না ৷ সেই কারণে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি ৷ তবে যদি তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতেন তাহলে 1996 সালে তাঁর প্রথম ছবি হত 'রাজা হিন্দুস্তানি' ৷
2) পড়াশোনায় মেধাবী ছিলেন ঐশ্বর্য ৷ তিনি কোনও দিনই অভিনেত্রী হওয়ার কথা ভাবেননি ৷ আসলে অ্যাশ একজন চিকিৎসক হতে চেয়েছিলেন ৷ জুলজিতে তাঁর আগ্রহ ছিল ভীষণ ৷ এরপর তিনি পথ পরিবর্তন করেন ৷ মুম্বইয়ে রচনা সংসদ অ্যাকাডেমি অফ আর্কিটেকচার কলেজে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেন ৷
3) মজার বিষয় হল, অভিনেত্রী ঐশ্বর্য পরিচালকও হতে চেয়েছিলেন ৷ এক সাক্ষাৎকারে অ্যাশ জানিয়েছেন, তিনি ছবি পরিচালনা করতে চেয়েছিলেন ৷ এই কথা শুনে অনেক কাছের বন্ধুরা নাকি তা নিয়ে হাসাহাসিও করেছিল ৷ তবে ভবিষ্যতে এই বিষয় নিয়ে এগানোর বিষয় সিরিয়াস ছিলেন ঐশ্বর্য ৷
4) 2003 সালে ইতিহাস তৈরি করেন ঐশ্বর্য ৷ প্রথম কোনও ভারতীয় হিসাবে কানস ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হওয়ার সুযোগ পান বিশ্বসুন্দরী ৷ শুধু তাই নয় অমিতাভ বচ্চনের পর তিনি দ্বিতীয় ভারতীয় যাঁর মোমের পুতুল রাখা হয় মাদাম তুসো মিউজিয়ামে ৷
5) বাড়িতে বিশ্বসুন্দরীর একটা নিকনেম রয়েছে ৷ অনেকেই তাঁকে 'গুল্লু মামি' বলে ডাকেন ৷ তিনি ভীষণ ফুডি ও ইন্ডিয়ান কুইজিন খেতে পছন্দ করেন ৷ তিনি নাকি ডায়েট সেইভাবে মেনে চলেন না ৷
6) 2007 সালে অভিষেক বচ্চনের সঙ্গে বাগদান সারেন ঐশ্বর্য ৷ তার পিছনেও মিষ্টি গল্প আছে ৷ এক সাক্ষাৎকারে অভিষেক জানান, গুরু ছবির শুটিংয়ের সময় নিউইয়র্কে এক হোটেলে ছিলেন তিনি ৷ সেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রথমবার ঐশ্বর্যর সঙ্গে নিজের ভবিষ্যত কল্পনা করেছিলেন অভি ৷ এর কিছু বছর পর সেই হোটেলেরই ব্যালকনিতে দাঁড়িয়ে ঐশ্বর্যকে প্রোপোজ করেছিলেন অভিষেক ৷ আংটি হিসাবে বেছে নিয়েছিলেন গুরু সিনেমায় যা পরেছিলেন ঐশ্বর্য ৷
7) কোনও অভিনেত্রী নামে আস্ত একটা বাগান রয়েছে শুনেছেন কখনও ৷ তবে ঐশ্বর্যর জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে ৷ 2005 সালে নেদারল্যান্ডস সরকার ঐশ্বর্যর নামে বিখ্যাত টিউলিপ গার্ডেনের নাম রাখেন ৷ মূলত, কেউকেনহফ আবার দ্য গার্ডেন অফ ইউরোপ নামেও পরিচিত ৷ 32 হেক্টর জমির উপর প্রতিবছর প্রায় 7 মিলিয়ন টিউলিপ ফুল ফোটে বলে জানা যায় ৷