কলকাতা, 27 অগস্ট: মূল্যবৃদ্ধি বাজারে সমস্ত জিনিসপত্রের দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ৷ মধ্যবৃত্তের হেঁশেলে সস্তায় পুষ্টিকর খাবার হিসাবে জায়গা করে নেওয়া ডিমও 6 টাকা প্রতি পিস ৷ চন্দ্রমুখী আলুও কেজি প্রতি প্রায় 35 টাকা কিলো ৷ তবে বাকি অন্যান্য সবজির দামে অবশ্য খুব একটা রকমফের হয়নি (Markets Price in kolkata ) ৷
- সবজি :
জ্যোতি আলু: 26 টাকা প্রতি কিলো
চন্দ্রমুখী আলু: 33-35 টাকা প্রতি কিলো
আদা: 80-100 টাকা প্রতি কিলো
পেঁয়াজ: 20 টাকা প্রতি কিলো
উচ্ছে: 20 টাকা প্রতি কিলো
বেগুন: 50 টাকা প্রতি কিলো
পটল: 50 টাকা প্রতি কিলো
কুঁদরি: 30 টাকা প্রতি কিলো
গাঁটি কচু: 40 টাকা প্রতি কিলো
কাঁকরোল: 40 টাকা প্রতি কিলো
ঝিঙে: 50 টাকা প্রতি কিলো
ঢ্যাঁড়শ: 50 টাকা প্রতি কিলো
কুমড়ো: 40-35 টাকা প্রতি কিলো
লাউ: 35 টাকা প্রতি কিলো
টমেটো: 50 টাকা প্রতি কিলো
পেঁপে: 40 টাকা প্রতি কিলো
চিচিঙ্গে: 40 টাকা প্রতি কিলো
শসা: 60 টাকা প্রতি কিলো
মটরশুঁটি: 120 টাকা প্রতি কিলো
এঁচোড়: 50 টাকা প্রতি কিলো
শিম: 30-35 টাকা প্রতি কিলো
বাঁধাকপি: 30 টাকা প্রতি কিলো
ফুলকপি: 30 টাকা প্রতি কিলো
বরবটি: 30 টাকা প্রতি কিলো
ধনেপাতা: 15 টাকা আঁটি
পুঁই শাক: 15 টাকা আঁটি
লাল শাক: 10 টাকা আঁটি
পাটশাক: 5 টাকা আঁটি
কাঁচালঙ্কা: 100 টাকা কিলো
পাতিলেবু: 2 টাকা পিস
আরও পড়ুন: উইকেন্ডে হালকা বৃষ্টি, অস্বস্তিকর গরম বাড়বে বঙ্গে
- মাছ
রুই: প্রতি কিলো 120-180 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 160-200 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 200-300 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 260-300 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 350-400 টাকা
ইলিশ: (550-1000 গ্রাম) 350-1000 টাকা প্রতি কিলো
তেলাপিয়া: প্রতি কিলো 140-180 টাকা
ভোলা: প্রতি কিলো 180-220 টাকা
ট্যাংরা: 250-300 টাকা কিলো
মৌরোলা: 240-280 টাকা কিলো
পাবদা: 350-400 টাকা
পার্শে: 250-300 টাকা
গলদা চিংড়ি: প্রতি কিলো 400-500 টাকা
বাগদা চিংড়ি: প্রতি কিলো 500-600 টাকা - মাংস :
মুরগি: প্রতি কিলো 180 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 200 টাকা (কাটা)
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 750 টাকা - ডিম :
পোল্ট্রি: 12 টাকা জোড়া
দেশি মুরগি: 18 টাকা জোড়া
হাঁস: 20 টাকা জোড়া