ETV Bharat / entertainment

প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে পুড়িয়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিনেত্রী নার্গিসের বোন

প্রেমিক ও তাঁর বান্ধবীকে খুন করার অভিযোগে গ্রেফতার 'রকস্টার' অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরি ৷ তদন্তে পুলিশ ৷

Nargis Fakhri
নার্গিস ফাকরি (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 18 hours ago

মুম্বই, 3 ডিসেম্বর: ‘রকস্টার’ অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস (35) এবং তাঁর বন্ধু অ্যানাস্তাসিয়া এটিয়েনকে হত্যা করেছেন ।

নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অনুসারে, আলিয়া, সকাল 6.20 নাগাদ গ্যারেজে যান ৷ সেখানে জ্যাকবস এবং এটিয়েন ঘুমাচ্ছিলেন। আলিয়া দোতলা গ্যারেজে আগুন লাগানোর আগে জোরে চিৎকার করে নাকি বলেছিলেন, "তোমরা সবাই আজ মরবে ৷"

রিপোর্ট অনুযায়ী, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় এটিয়েনের ৷ তিনি দ্রুত নীচে যান আগুন নেভানোর ব্যবস্থা করতে ৷ এমনকী, তিনি জ্যাকবসকেও জাগিয়ে তোলেন ৷ কিন্তু ততক্ষণে আগুন চারিদিক ঘিরে ফেলেছিল ৷ ফলে জ্যাকবস ও তাঁর প্রেমিকা বাইরে বেরোতে পারেন না ৷ সেখানেই মারা যান তাঁরা ৷

মিডিয়া রিপোর্ট অনুসারে, জ্যাকবস প্রায় এক বছর আগে আলিয়ার সঙ্গে বিচ্ছেদ করেছিলেন ৷ কিন্তু আলিয়া প্রাক্তন প্রেমিককে ভুলতে পারেননি ৷ তিনি বারবার প্রাক্তনকে ফিরে পাওয়ার চেষ্টা করে গিয়েছেন ৷ নিউইয়র্ক পোস্টে জ্যাকবসের মা বলেন, "আলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার আগে তাঁকে জানিয়েছিল জ্যাকবস ৷ এই নয় যে, আচমকাই ছাড়াছাড়ি হয় ৷ জ্যাকবস আলিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় ৷" বোনের খুনে অভিযুক্ত থাকার ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রী নার্গিসের কোনও মন্তব্য সামনে আসেনি ৷

অভিনেত্রীর মা অবশ্য মেয়ের খুন করার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন,"আমি মনে করি না যে আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে ৷ আলিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সকলের যত্ন নিতেন। তিনি সবাইকে সাহায্য করার চেষ্টা করেছিলেন ৷" জানা গিয়েছে, দোষী সাব্যস্ত হলে নার্গিসের বোনকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে ৷ তাঁকে 9 ডিসেম্বর আদালতে ফের হাজিরা দিতে হবে।

রণবীর কাপুর অভিনীত 2011 সালের রোমান্টিক ড্রামা ফিল্ম 'রকস্টার' ছবিতে নার্গিস অভিনয় করেন এবং জনপ্রিয় হন ৷ এরপর মাদ্রাজ ক্যাফে, 'ম্যায় তেরা হিরো', 'ঢিশুম', 'আজহার', 'ব্যাঞ্জো' এবং 'হাউসফুল 3'-ছবিতে অভিনয় করেন তিনি। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি এবং জ্যাকি শ্রফ অভিনীত 'হাউসফুল' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতেও দেখা যাবে নার্গিসকে।

মুম্বই, 3 ডিসেম্বর: ‘রকস্টার’ অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরিকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আলিয়া প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবস (35) এবং তাঁর বন্ধু অ্যানাস্তাসিয়া এটিয়েনকে হত্যা করেছেন ।

নিউইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অনুসারে, আলিয়া, সকাল 6.20 নাগাদ গ্যারেজে যান ৷ সেখানে জ্যাকবস এবং এটিয়েন ঘুমাচ্ছিলেন। আলিয়া দোতলা গ্যারেজে আগুন লাগানোর আগে জোরে চিৎকার করে নাকি বলেছিলেন, "তোমরা সবাই আজ মরবে ৷"

রিপোর্ট অনুযায়ী, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় এটিয়েনের ৷ তিনি দ্রুত নীচে যান আগুন নেভানোর ব্যবস্থা করতে ৷ এমনকী, তিনি জ্যাকবসকেও জাগিয়ে তোলেন ৷ কিন্তু ততক্ষণে আগুন চারিদিক ঘিরে ফেলেছিল ৷ ফলে জ্যাকবস ও তাঁর প্রেমিকা বাইরে বেরোতে পারেন না ৷ সেখানেই মারা যান তাঁরা ৷

মিডিয়া রিপোর্ট অনুসারে, জ্যাকবস প্রায় এক বছর আগে আলিয়ার সঙ্গে বিচ্ছেদ করেছিলেন ৷ কিন্তু আলিয়া প্রাক্তন প্রেমিককে ভুলতে পারেননি ৷ তিনি বারবার প্রাক্তনকে ফিরে পাওয়ার চেষ্টা করে গিয়েছেন ৷ নিউইয়র্ক পোস্টে জ্যাকবসের মা বলেন, "আলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার আগে তাঁকে জানিয়েছিল জ্যাকবস ৷ এই নয় যে, আচমকাই ছাড়াছাড়ি হয় ৷ জ্যাকবস আলিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় ৷" বোনের খুনে অভিযুক্ত থাকার ঘটনায় এখনও পর্যন্ত অভিনেত্রী নার্গিসের কোনও মন্তব্য সামনে আসেনি ৷

অভিনেত্রীর মা অবশ্য মেয়ের খুন করার অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন,"আমি মনে করি না যে আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে ৷ আলিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সকলের যত্ন নিতেন। তিনি সবাইকে সাহায্য করার চেষ্টা করেছিলেন ৷" জানা গিয়েছে, দোষী সাব্যস্ত হলে নার্গিসের বোনকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে ৷ তাঁকে 9 ডিসেম্বর আদালতে ফের হাজিরা দিতে হবে।

রণবীর কাপুর অভিনীত 2011 সালের রোমান্টিক ড্রামা ফিল্ম 'রকস্টার' ছবিতে নার্গিস অভিনয় করেন এবং জনপ্রিয় হন ৷ এরপর মাদ্রাজ ক্যাফে, 'ম্যায় তেরা হিরো', 'ঢিশুম', 'আজহার', 'ব্যাঞ্জো' এবং 'হাউসফুল 3'-ছবিতে অভিনয় করেন তিনি। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি এবং জ্যাকি শ্রফ অভিনীত 'হাউসফুল' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতেও দেখা যাবে নার্গিসকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.