কলকাতা, 3 ডিসেম্বর: “চেন্নাইয়িন ভাল দল । ওয়েন কয়েল ভারতীয় ফুটবলের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল । আমাদের লড়াই করতে হবে । শারীরিক দক্ষতার পাশাপাশি সেটপিসেও নিজেদের ধার বাড়াতে হবে ৷” প্রতিপক্ষ সম্পর্কে অস্কার ব্রুঁজোর এই মন্তব্যেই ইস্টবেঙ্গলের মেজাজ আঁচ করা যাচ্ছে । একটা জয় লাল-হলুদ সাজঘরের আবহ বদলে দিয়েছে ।
চলতি আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে প্রথম তিন পয়েন্টের স্বাদ পেয়েছেন সউল ক্রেসপো, মাদিহ তালালরা । শনিবার প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি । ঘরের বাইরে সেই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখাই মূলমন্ত্র কোচ অস্কার ব্রুঁজোর । প্রতিটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই হিসেবে ধরে নিয়ে এগোতে চাইছেন লাল-হলুদের হেডস্যর ।
রবিবার ছুটি কাটিয়ে সোমবার থেকে চেন্নাইয়িন ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোসরা । ঘরের মাঠে এদিন রুদ্ধদ্বার অনুশীলন চলে । প্রায় তিরিশ মিনিট শারীরিক কসরত করে লাল-হলুদ ব্রিগেড । এর পরে শুরু হয় দু’দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস । শেষ ম্যাচে কার্ড সমস্যায় দুই উইংয়ে খেলতে পারেননি নন্দকুমার এবং নাওরেম মহেশ । তাঁদের পরিবর্তে জিকসন সিং এবং পিভি বিষ্ণু নিজেদের প্রমাণ করেছেন । এদিন দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন নন্দ ও মহেশ । লাল কার্ড দেখায় চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে নেই লালচুংনুঙ্গা । সেই জায়গায় প্রভাত লাকরাকে এদিন খেলিয়ে দেখে নেন অস্কার ।
3️⃣ home games 🏠
— East Bengal FC (@eastbengal_fc) December 2, 2024
2️⃣ on the road ✈️
A crucial, crucial December ahead! 🗓️#JoyEastBengal #ISL pic.twitter.com/ZxhoXlkKQh
তবে তার আগেই মাদিহ তালাল এবং সউল ক্রেসপো’কে মাঠ ছেড়ে চলে যেতে হয় । তবে কি ফের চোট সমস্যা কাবু করল ? আশ্বস্ত করলেন অস্কার নিজেই । সাংবাদিকদের বললেন, “বিশ্রাম দেওয়ার জন্যই সউল এবং মাদিহ অনুশীলন করেনি । বাকি ম্যাচগুলিতে ওদেরকে পুরো তরতাজা অবস্থায় পেতে চাই । মঙ্গলবার থেকে ওরা দলের সঙ্গেই অনুশীলন করবে ।”
8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এখনও টেবলে সবার শেষে রয়েছে ইস্টবেঙ্গল । যে ছন্দ চেন্নাইয়িনের বিরুদ্ধে পেয়েছেন অস্কার, তা আর হারাতে চান না । মেনে নিচ্ছেন, এখনও দলে প্রভূত উন্নতির প্রয়োজন রয়েছে । তাঁর কথায়, “আমাদের এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে । একটি জয় পেলেও পয়েন্ট টেবলে সবার শেষে রয়েছি । তাই পরিস্থিতির কোনও উন্নতি হয়নি । জয়ের ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য ।”