ETV Bharat / state

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ ! ধরনা-সভায় অনুমতি হাইকোর্টের - CALCUTTA HIGH COURT

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে 'খোলা হাওয়া' নামে সংগঠনটি যে ধরনা ও সভার কর্মসূচি নিয়েছে তাতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
'খোলা হাওয়া'র সভায় অনুমতি হাইকোর্টের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2024, 1:07 PM IST

কলকাতা, 3 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে রানি রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি গ্রহণ করেছে 'খোলা হাওয়া' নামে সংগঠন ৷ সেই কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সভার অনুমতি দিলেও জানিয়ে দিয়েছেন যে, কোনওভাবেই সরকারি সম্পত্তি ভাঙচুর করা যাবে না বা সরকারি কর্মীদের উপর হামলা করা যাবে না ৷ সেরকম কিছু হলে আদালত আগামী দিনে এমন ধরনা ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, জনগণের নজর টানার জন্য এইসব বিক্ষোভ সভা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে সরকারি কর্মীদের গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছেন তিনি ৷ তাঁর বক্তব্য, আদালত সেটা হতে দিতে পারে না ।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে কলকাতায় 5 ডিসেম্বরে রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনা অবস্থানের কর্মসূচি নিয়েছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন । বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের সভাপতিত্বে ওই সংগঠন প্রায় আড়াই হাজার সমর্থক নিয়ে সভা করতে চায় ।

রাজ্যের বক্তব্য ছিল, সেনাবাহিনীর অনুমতি পেলে ওইদিন পুলিশের কোনও অপত্তি নেই । সেনাবাহিনী আগেই অনুমতি দিয়েছিল 5 ডিসেম্বরের কর্মসূচিতে । গতকালই সংগঠনের তরফে আদালতে জানানো হয়, 3 ডিসেম্বরের পরিবর্তে 5 ডিসেম্বর ধরনা করতে চায় 'খোলা হওয়া'। কারণ ওইদিন সেনাবাহিনীর অনুমোদন মিলেছে । কিন্তু 5 ডিসেম্বর রাজ্যের কোনও অসুবিধা আছে কি না জানতে চেয়েছিল আদালত । পুলিশের কাছে জবাবী হলফনামা তলব করেছিলেন বিচারপতি ।

এদিন রাজ্যের তরফে জানানো হয়, সেনা অনুমতি দিলে রাজ্যের কোনও আপত্তি নেই । তারপরই বিচারপতি শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছেন । উল্লেখ্য, গত সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সভা করার অনুমতি দিয়েছিলেন 'কোমল সংঘ' নামে বিজেপির একটি শাখা সংগঠনকে ।

কলকাতা, 3 ডিসেম্বর: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে রানি রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি গ্রহণ করেছে 'খোলা হাওয়া' নামে সংগঠন ৷ সেই কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সভার অনুমতি দিলেও জানিয়ে দিয়েছেন যে, কোনওভাবেই সরকারি সম্পত্তি ভাঙচুর করা যাবে না বা সরকারি কর্মীদের উপর হামলা করা যাবে না ৷ সেরকম কিছু হলে আদালত আগামী দিনে এমন ধরনা ও বিক্ষোভ নিয়ন্ত্রণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, জনগণের নজর টানার জন্য এইসব বিক্ষোভ সভা থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে সরকারি কর্মীদের গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছেন তিনি ৷ তাঁর বক্তব্য, আদালত সেটা হতে দিতে পারে না ।

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে কলকাতায় 5 ডিসেম্বরে রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনা অবস্থানের কর্মসূচি নিয়েছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন । বিজেপির প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের সভাপতিত্বে ওই সংগঠন প্রায় আড়াই হাজার সমর্থক নিয়ে সভা করতে চায় ।

রাজ্যের বক্তব্য ছিল, সেনাবাহিনীর অনুমতি পেলে ওইদিন পুলিশের কোনও অপত্তি নেই । সেনাবাহিনী আগেই অনুমতি দিয়েছিল 5 ডিসেম্বরের কর্মসূচিতে । গতকালই সংগঠনের তরফে আদালতে জানানো হয়, 3 ডিসেম্বরের পরিবর্তে 5 ডিসেম্বর ধরনা করতে চায় 'খোলা হওয়া'। কারণ ওইদিন সেনাবাহিনীর অনুমোদন মিলেছে । কিন্তু 5 ডিসেম্বর রাজ্যের কোনও অসুবিধা আছে কি না জানতে চেয়েছিল আদালত । পুলিশের কাছে জবাবী হলফনামা তলব করেছিলেন বিচারপতি ।

এদিন রাজ্যের তরফে জানানো হয়, সেনা অনুমতি দিলে রাজ্যের কোনও আপত্তি নেই । তারপরই বিচারপতি শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি দিয়েছেন । উল্লেখ্য, গত সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সভা করার অনুমতি দিয়েছিলেন 'কোমল সংঘ' নামে বিজেপির একটি শাখা সংগঠনকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.