হায়দরাবাদ, 3 ডিসেম্বর: কথায় বলে কাঁটাতার দিয়ে কখনও শিল্পকে আটকানো যায় না ৷ কিন্তু আইনের বেড়াজাল থাকলেও তাও সম্ভব হয় ৷ প্রতিবেশী দেশ বাংলাদেশে এবার ভারতীয় শিল্প-সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন জমা করা হয়েছে ৷
আইনজীবী একলাস উদ্দিন ভুঁইয়া সোমবার কেবল টেলিভিশন নেটওয়ার্ক অপারেশন অ্যাক্ট 2006-র অধীনে এই আবেদন জমা করেছেন ৷ সেখানে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার ব্যান করার কথা বলা হয়েছে ৷ ঢাকা ট্রিবিউন-এর রিপোর্ট অনুসারে স্টারজলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা-সহ একাধিক চ্যানেল ব্যান করার কথা বলা হয়েছে ৷
এই প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে ৷ তিনি সিনেমা পরিচালনার পাশাপাশি এই মুহূর্তে দিদি নম্বর ওয়ান শো পরিচালনা করছেন ৷ তিনি বলেন, "আমার মনে হয়, সারা পৃথিবীতে যেখানে ভালো অনুষ্ঠান হয় আমরা তা দেখি বা দেখার আগ্রহ প্রকাশ করি ৷ তেমন আমরাও চাই আমাদের এখানকার অনুষ্ঠান সারা পৃথিবীজুড়ে মানুষ দেখুক ৷ আমাদের কাজ ভারতের বাইরের মানুষও দেখুক ৷ আমাদের অনুষ্ঠান বাংলায় হয় ৷ বাংলাদেশের প্রচুর গুণগ্রাহী আছে আমাদের ৷ অনেক প্রতিযোগীও বাংলাদেশ থেকে এসে অংশগ্রহণ করেছেন ৷"
পরিচালক আরও বলেন, "বাংলাদেশের অনেক গায়ক এখানে এসে অনুষ্ঠান করেছেন ৷ আমাদের এখানকার অনেক শিল্পী সেখানে গিয়ে অনুষ্ঠান করেছেন ৷ ফলে বিনোদনের আদান-প্রদান যাতে বাধা না পায়, বন্ধ না হয় সেটাই কাম্য ৷ কোনও রকম নিয়ম করে বন্ধ না করলে তা শিল্প-সংস্কৃতির জন্য ভাল ৷ বাংলাদেশের অনেক কাজ, সিনেমা, নাটক-সিরিজ আমরাও দেখতে পছন্দ করি ৷ আমাদের শিল্পীরাও বাংলাদেশে আপ্যায়ন পান, সম্মান পান ৷ আমরাও বিভিন্ন সময় বাংলাদেশে কাজে গিয়ে সেই ভালোবাসা পেয়েছি ৷ ফলে সেই সংস্কৃতির-শিল্পের আদান-প্রদান বন্ধ করা উচিত নয় ৷"
সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে বাংলাদেশ হাইকোর্টে এক আবেদন জমা করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে ইন্ডিয়ান টিভি চ্যানেল ব্রডকাস্ট অর্থাৎ ভারতীয় টিভি চ্যআনেলের সম্প্রচার বন্ধ করতে হবে ৷ বাংলাদেশের বর্তমান অবস্থায় সংস্কৃতি ও সমাজের উপর ভারতীয় টিভি চ্যানেলের প্রভাব পড়তে পারে ৷ ঢাকা ট্রিবিউন-এর তরফে এমনটাই অভিযোগ করা হয়েছে ৷