কলকাতা, 27 সেপ্টেম্বর : প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) ভবানীপুর থেকে জিতলে বিরোধী দলনেতার পদটি তাঁর প্রাপ্য ৷ তাই তিনি নিজে পদ ছেড়ে সেখানে জয়ী প্রার্থীকে বসানোর জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সুপারিশ করবেন বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এদিন ভবানীপুরে যদুবাবুর বাজারে প্রচার কর্মসূচিতে তিনি বলেন, "কেন্দ্রীয় নেতৃত্বকে বলব ভবানীপুরে যদি প্রিয়াঙ্কা জয়লাভ করেন, তা হলে আমার বিরোধী দলনেতার চেয়ারটা যেন তাঁকে ছেড়ে দেওয়া হয় ।"
এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু ৷ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে নির্বাচন চাপিয়ে দিয়েছেন ৷ উপ-নির্বাচন হয় দু'টি কারণে ৷ এমএলএ বা এমপি মারা গেলে সেই শূন্যস্থান পূরণের জন্য ভোট হয় ৷ তা নাহলে এমএলএ বা এমপি যদি দল পরিবর্তন করেন তাহলে ৷ এখানে শোভনদেব চট্টোপাধ্যায় এখনও দল পরিবর্তন করেননি ৷ তবুও এখানে ভোট হচ্ছে ৷ আদালত ইতিমধ্যেই বলেছে, এই ভোট করাতে সরকারের 3 কোটি টাকা খরচ হচ্ছে ৷ তাই আমি আদালতের কাছে দাবি জানাব, যাতে তৃণমূলের কাছ থেকে অন্তত পাঁচ কোটি টাকা আদায় করা হয় ৷"
এদিন মমতাকে নির্লজ্জ বলেন শুভেন্দু ৷ নন্দীগ্রামের বিধায়কের দাবি, মমতা নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন কারণ তিনি বুঝেছিলেন যে ভবানীপুরে হাওয়া খারাপ ৷ তাই নন্দীগ্রামে যান ৷ তার উপর আবার শুভেন্দু অধিকারীকে হারাতে গিয়েছিলেন ৷ কিন্তু নিজেই হেরে এসেছেন ৷ ভারতের স্বাধীনতার পর এমন নির্লজ্জ রাজনৈতিক লোক আর পাওয়া যাবে না ৷
মমতাকে আক্রমণ করতে গিয়েই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে একটি একটি করে ভোট দিয়ে তাঁকে জয়ী করার আবেদন জানিয়েছেন ৷ এই প্রথম এমনটা হল, যে ভোটে হারা একটি লোক এভাবে ভোট চাইছেন ৷ আপনি নাকি ত্যাগের প্রতীক ? লজ্জা লাগছে না বলতে, আমাকে মুখ্যমন্ত্রী দেখার জন্য আমাকে ভোট দাও ৷ আর আমি শুভেন্দু অধিকারী বলেছি, প্রিয়াঙ্কা জিতলে আমার চেয়ারটা তাঁকে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে বলব ৷"
আরও পড়ুন : Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের