ETV Bharat / city

সিউড়িতে জল সমস্যা মেটেনি, ক্ষমা চাইলেন ফিরহাদ - সিউড়ির জল সমস্যা

আগামী সপ্তাহে কলকাতা পৌরনিগম ও KMDA-এর দক্ষ ইঞ্জিনিয়ারদের সিউড়িতে জল সমস্যা দূর করতে পাঠানো হচ্ছে, জানালেন ফিরহাদ ।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Jun 10, 2019, 11:58 PM IST

সিউড়ি, 10 জুন : সিউড়িতে জল সমস্যা দূর করতে নতুন একটি প্রোজেক্টের অনুমোদন দেওয়া হয়েছিল । সেইসঙ্গে দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করাও হয়েছিল । কিন্তু MED (মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ) ও পৌরসভার গাফিলতিতে সেই প্রোজেক্ট ব্যর্থ হয়েছে । আজ একথা স্বীকার করলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ।

বছর তিন আগে সিউড়িতে গিয়ে সেখানকার জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি । কিন্তু প্রোজেক্টটি ব্যর্থ হওয়ায় সিউড়ির জল সংকট এখনও দূর করা সম্ভব হয়নি । পাইপ লাইন লাগানোর গাফিলতির জন্য সব ক'টি ওয়ার্ডে জল সরবরাহ করা যাচ্ছে না । শেষের দিকের ওয়ার্ডগুলিতে জল পৌঁছাচ্ছে না । তাই ফিরহাদসাহেব জানান, সিউড়ি পৌরসভার ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল সহযোগিতার জন্য কলকাতা পৌরনিগম ও KMDA-এর দক্ষ ইঞ্জিনিয়ারদের আগামী সপ্তাহে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । তিনি সিউড়ির মানুষকে যে আশ্বাস তিন বছর আগে দিয়েছিলেন সেই কথা রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন । ফিরহাদ বলেন, "তিন বছর আগে কথা দিয়েছিলাম । কথা রাখতে না পেরে অত্যন্ত দুঃখিত । গতকাল ওঁদের কাছে ক্ষমা চেয়েছি । এই কাজটা আমাকে যত শীঘ্র সম্ভব করে দিতে হবে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সেইসঙ্গে তিনি জানান, দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি জল সরবরাহ সংক্রান্ত সমস্যা দূর করতে প্রয়োজনীয় টেকনিক্যাল পরামর্শ দেবে ।

সিউড়ি, 10 জুন : সিউড়িতে জল সমস্যা দূর করতে নতুন একটি প্রোজেক্টের অনুমোদন দেওয়া হয়েছিল । সেইসঙ্গে দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করাও হয়েছিল । কিন্তু MED (মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ) ও পৌরসভার গাফিলতিতে সেই প্রোজেক্ট ব্যর্থ হয়েছে । আজ একথা স্বীকার করলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ।

বছর তিন আগে সিউড়িতে গিয়ে সেখানকার জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তিনি । কিন্তু প্রোজেক্টটি ব্যর্থ হওয়ায় সিউড়ির জল সংকট এখনও দূর করা সম্ভব হয়নি । পাইপ লাইন লাগানোর গাফিলতির জন্য সব ক'টি ওয়ার্ডে জল সরবরাহ করা যাচ্ছে না । শেষের দিকের ওয়ার্ডগুলিতে জল পৌঁছাচ্ছে না । তাই ফিরহাদসাহেব জানান, সিউড়ি পৌরসভার ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল সহযোগিতার জন্য কলকাতা পৌরনিগম ও KMDA-এর দক্ষ ইঞ্জিনিয়ারদের আগামী সপ্তাহে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । তিনি সিউড়ির মানুষকে যে আশ্বাস তিন বছর আগে দিয়েছিলেন সেই কথা রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন । ফিরহাদ বলেন, "তিন বছর আগে কথা দিয়েছিলাম । কথা রাখতে না পেরে অত্যন্ত দুঃখিত । গতকাল ওঁদের কাছে ক্ষমা চেয়েছি । এই কাজটা আমাকে যত শীঘ্র সম্ভব করে দিতে হবে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সেইসঙ্গে তিনি জানান, দক্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে । এই কমিটি জল সরবরাহ সংক্রান্ত সমস্যা দূর করতে প্রয়োজনীয় টেকনিক্যাল পরামর্শ দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.