কলকাতা, ১৬ মার্চ : "সুপার সেনসিটিভ (অতি স্পর্শকাতর) বুথ। এই কথা বলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে চরম অপমান।" আজ সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে একথা বলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, "রাজ্যে উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও বিরোধীরা নিজেদের দুর্বলতা ঢাকতে নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।"
পার্থবাবু আরও বলেন, "বিরোধীরা কখনও কোর্টে কখনও দিল্লির ইলেকশন অফিসে গেছে। তারা আবার অসাধুতার ঝুলি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছে। ইলেকট্রনিক মিডিয়ার কিছু অংশ ব্যবহার করে মিথ্যাচার করছে বিরোধীরা। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কয়েকটি সংবাদমাধ্যমে দেখলাম সুপার সেনসিটিভ বুথ। এই কথা বলা পশ্চিমবঙ্গের মানুষের কাছে চরম অপমান।"
তিনি আরও বলেন, "কারা এইসব কথা বলছে দেখতে হবে। CPI(M) ২৫টি আসনে লড়ছে। কংগ্রেস এখনও আয়রে আয়রে করছে। BJP তো অপেক্ষা করছে আমাদের উচ্ছিষ্টদের নিয়ে নির্বাচন লড়বে। তাঁদের এমন ভয় দিল্লিতে গিয়ে ভোটার তালিকা তৈরি করতে হয়। স্টেনগান নিয়ে নির্বাচন কমিশনে ঢুকতে হয়। এই দৃশ্যও বাংলার মানুষ দেখুক। যত দেখবে মমতা বন্দ্যেপাধ্যায়ের প্রতি আরও শ্রদ্ধা বাড়বে।"