ETV Bharat / city

জীবিকা সেবকদের বকেয়া বেতনের দাবিতে চিঠি সুজনের - Subrata Mukherjee

প্রায় দু'বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না পঞ্চায়েতস্তরে নিযুক্ত জীবিকা সেবকরা ৷ তাদের বকেয়া বেতন দ্রুত মেটানো ও সুনির্দিষ্ট কর্মসংস্থানের দাবিতে পঞ্চায়েতমন্ত্রীকে চিঠি দিলেন সুজন চক্রবর্তী ৷

সুজন চক্রবর্তী
author img

By

Published : Jul 24, 2019, 11:43 AM IST

কলকাতা, 24 জুলাই : প্রায় দু'বছরের বেশি বেতন বকেয়া ৷ গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবকদের বকেয়া বেতন ও কর্মসংস্থান সুনিশ্চিতের দাবিতে পঞ্চায়েত ও গ্রামোনয়ন্নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় দলেনতা সুজন চক্রবর্তী ৷

প্রায় 25 মাস ধরে গ্রাম পঞ্চায়েতগুলোতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না ৷ চিঠিতে সুজনবাবু পঞ্চায়েতমন্ত্রীকে জানান, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতস্তরে চুক্তির ভিত্তিতে নিযুক্ত জীবিকা সেবকদের বিষয়ে বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে ৷ অথচ গত 25 মাস ধরে জীবিকা সেবকরা কোনও বেতন পাননি ৷ এদের MGREGA প্রকল্পের আওতায় অতিরিক্ত গ্রাম রোজগার সেবক, GRS, ডেটা এন্ট্রি অপারেটর অথবা অন্য কোনও কাজে নিয়োগ করার আবেদন করেছেন সুজনবাবু ৷

আরও পড়ুন : দিদি ও মোদির কলকাতায় কুস্তি, দিল্লিতে দোস্তি : সীতারাম ইয়েচুরি

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গত বছর দক্ষিণ 24 পরগনার পৈলানে আয়োজিত প্রশাসনিক সভায় জীবিকা সেবকদের MGREGA প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের কাজে নিযুক্ত করার জন্য নির্দেশ দেন ৷ কিন্তু সরকারের তরফে এখনও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়নি ৷ যদিও লোকসভা ভোটের কাজে অনেক জেলায় আধিকারিকরা নির্দেশ জারি করে জীবিকা সেবকদের বেশকিছু দায়িত্ব দেন ৷ তাই এদের সুনির্দিষ্ট কর্মসংস্থানের দাবিতে চিঠি পাঠান সুজন চক্রবর্তী ৷

কলকাতা, 24 জুলাই : প্রায় দু'বছরের বেশি বেতন বকেয়া ৷ গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবকদের বকেয়া বেতন ও কর্মসংস্থান সুনিশ্চিতের দাবিতে পঞ্চায়েত ও গ্রামোনয়ন্নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় দলেনতা সুজন চক্রবর্তী ৷

প্রায় 25 মাস ধরে গ্রাম পঞ্চায়েতগুলোতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না ৷ চিঠিতে সুজনবাবু পঞ্চায়েতমন্ত্রীকে জানান, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতস্তরে চুক্তির ভিত্তিতে নিযুক্ত জীবিকা সেবকদের বিষয়ে বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে ৷ অথচ গত 25 মাস ধরে জীবিকা সেবকরা কোনও বেতন পাননি ৷ এদের MGREGA প্রকল্পের আওতায় অতিরিক্ত গ্রাম রোজগার সেবক, GRS, ডেটা এন্ট্রি অপারেটর অথবা অন্য কোনও কাজে নিয়োগ করার আবেদন করেছেন সুজনবাবু ৷

আরও পড়ুন : দিদি ও মোদির কলকাতায় কুস্তি, দিল্লিতে দোস্তি : সীতারাম ইয়েচুরি

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গত বছর দক্ষিণ 24 পরগনার পৈলানে আয়োজিত প্রশাসনিক সভায় জীবিকা সেবকদের MGREGA প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের কাজে নিযুক্ত করার জন্য নির্দেশ দেন ৷ কিন্তু সরকারের তরফে এখনও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়নি ৷ যদিও লোকসভা ভোটের কাজে অনেক জেলায় আধিকারিকরা নির্দেশ জারি করে জীবিকা সেবকদের বেশকিছু দায়িত্ব দেন ৷ তাই এদের সুনির্দিষ্ট কর্মসংস্থানের দাবিতে চিঠি পাঠান সুজন চক্রবর্তী ৷

Intro:Body:২৩ জুলাই, কলকাতা: রাজ্যের গ্রাম পঞ্চায়েত গুলিতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা কর্মরত জীবিকা সেবকদের কর্মসংস্থান সুনিশ্চিত করার বিষয়ে আজ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিঠি দেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।
গত ২৫ মাস যাবত বেতন পাচ্ছেন না এরা।
চিঠিতে তিনি বিস্তারিত ভাবে লিখেছেন,যে সাম্প্রতিক সময়ে এই রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা কর্মরত জীবিকা সেবকদের বিষয়ে বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে।
দ্রুততার সঙ্গে বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার জন্য আবেদন জানানো হয়েছে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর কাছে। কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, ন্যূনতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীরা "জীবিকা সেবক" পদে চুক্তির ভিত্তিতে নিয়োজিত।
কর্মরত জীবিকা সেবকদের গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করার জন্য সুজন চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গত বছর দক্ষিণ ২৪ পরগনা জেলায় পৈলানে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় জীবিকা সেবকদের এম জি এন আর ইজি এ প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে কাজে নিযুক্ত করার জন্য নির্দেশ দেন। এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না হলেও, সর্বশেষ লোকসভা নির্বাচনের কাজে অনেক জেলায় আধিকারিকরা নির্দেশনামা প্রকাশ করে এদেরকে নির্বাচনের কাজে দায়িত্ব দেন। সুজন চক্রবর্তী চিঠিতে লিখেছেন, কিন্তু এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে এই স্বল্পসংখ্যক 'জীবিকাসেবক'রা বিগত ২৫ মাস যাবত তাদের বেতন পাননি। স্বভাবতই এরা আর্থিকভাবে ভীষন কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছেন বলে লিখেছেন করেন সুজন।
সুজন চক্রবর্তীর নির্দিষ্ট প্রস্তাব, স্বল্প সংখ্যক জীবিকা সেবক কর্মচারী বন্ধুদের এম জি এন আর ই জি এ প্রকল্পে সংশ্লিষ্ট পঞ্চায়েতে অতিরিক্ত গ্রাম রোজগার সেবক, জি আর এস, ডেটা এন্ট্রি অপারেটর অথবা অন্য কোনও কাজে যুক্ত করা যেতে পারে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.