ETV Bharat / city

Dengue in Kolkata: অডিটের নামে ডেঙ্গি মৃত্যুর তথ্য চাপছে রাজ্য, দাবি জনস্বাস্থ্য কমিটির

অডিটের নামে ডেঙ্গি মৃত্যুর (Dengue in Kolkata) প্রকৃত তথ্য চাপছে রাজ্য সরকার ৷ এমনটাই দাবি করল জনস্বাস্থ্য কমিটি (Public Health Committee)৷

state suppressing dengue death data in the name of audit, claims public health committee
অডিটের নামে ডেঙ্গি মৃত্যুর তথ্য চাপছে রাজ্য, দাবি জনস্বাস্থ্য কমিটির
author img

By

Published : Oct 18, 2022, 7:16 PM IST

Updated : Oct 18, 2022, 8:06 PM IST

কলকাতা, 18 অক্টোবর: কলকাতায় ডেঙ্গি (Dengue in Kolkata) পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । এ বার কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরকারি তথ্য গোপন করার অভিযোগ আনল জনস্বাস্থ্য কমিটি-সহ (Public Health Committee) কয়েকটি গণসংগঠন ।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এ দিন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয় জনস্বাস্থ্য কমিটি, কলকাতা নাগরিক সম্মেলন এবং পশ্চিমবঙ্গ বস্তি ফেডারেশনের কলকাতা জেলা কমিটির তরফে । স্মারকলিপি দেওয়ার সঙ্গেই বর্তমানে শহরের ডেঙ্গির (Dengue Death) যে সংকটময় পরিস্থিতি, তা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনস্বাস্থ্য কমিটির সম্পাদক চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য দাবি করেন, রাজ্যে এক লক্ষেরও উপরে ডেঙ্গি আক্রান্ত হলে তার মধ্যে যদি 0.01 শতাংশ মৃত্যু হয়, তাহলেও মৃত্যুর সংখ্যা একশোর বেশি হবে । কিন্তু রাজ্য সরকার সেই সমস্ত নিয়ে অডিট করার নামে তথ্য চাপছে বলে তিনি দাবি করেন । এ ছাড়াও তিনি জানান, আগামী 15 দিন যদি কলকাতা পৌরসভার তরফে প্রতিটি বরোতে ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট মশা নিধনের কাজে নামে এবং গুরুত্বের সঙ্গে কাজ করে, তাহলে এ বারের মতো ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে । কারণ 15 দিন পর ধীরে ধীরে তাপমাত্রা নিচে নামবে ।

অডিটের নামে ডেঙ্গি মৃত্যুর তথ্য চাপছে রাজ্য, দাবি জনস্বাস্থ্য কমিটির

আরও পড়ুন: পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ

আগামী 22 তারিখ জনস্বাস্থ্য কমিটির তরফে বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার করা হবে বলেও জানান তিনি । তিনি ছাড়াও এ দিন স্মারকলিপি জমা দিতে উপস্থিত ছিলেন শিবেন্দু ঘোষ এবং চিকিৎসক গোপাল দাস-সহ অন্যান্যরা ।

কলকাতা, 18 অক্টোবর: কলকাতায় ডেঙ্গি (Dengue in Kolkata) পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । এ বার কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরকারি তথ্য গোপন করার অভিযোগ আনল জনস্বাস্থ্য কমিটি-সহ (Public Health Committee) কয়েকটি গণসংগঠন ।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এ দিন কলকাতা পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয় জনস্বাস্থ্য কমিটি, কলকাতা নাগরিক সম্মেলন এবং পশ্চিমবঙ্গ বস্তি ফেডারেশনের কলকাতা জেলা কমিটির তরফে । স্মারকলিপি দেওয়ার সঙ্গেই বর্তমানে শহরের ডেঙ্গির (Dengue Death) যে সংকটময় পরিস্থিতি, তা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনস্বাস্থ্য কমিটির সম্পাদক চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য দাবি করেন, রাজ্যে এক লক্ষেরও উপরে ডেঙ্গি আক্রান্ত হলে তার মধ্যে যদি 0.01 শতাংশ মৃত্যু হয়, তাহলেও মৃত্যুর সংখ্যা একশোর বেশি হবে । কিন্তু রাজ্য সরকার সেই সমস্ত নিয়ে অডিট করার নামে তথ্য চাপছে বলে তিনি দাবি করেন । এ ছাড়াও তিনি জানান, আগামী 15 দিন যদি কলকাতা পৌরসভার তরফে প্রতিটি বরোতে ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট মশা নিধনের কাজে নামে এবং গুরুত্বের সঙ্গে কাজ করে, তাহলে এ বারের মতো ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে । কারণ 15 দিন পর ধীরে ধীরে তাপমাত্রা নিচে নামবে ।

অডিটের নামে ডেঙ্গি মৃত্যুর তথ্য চাপছে রাজ্য, দাবি জনস্বাস্থ্য কমিটির

আরও পড়ুন: পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ

আগামী 22 তারিখ জনস্বাস্থ্য কমিটির তরফে বিভিন্ন এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা প্রচার করা হবে বলেও জানান তিনি । তিনি ছাড়াও এ দিন স্মারকলিপি জমা দিতে উপস্থিত ছিলেন শিবেন্দু ঘোষ এবং চিকিৎসক গোপাল দাস-সহ অন্যান্যরা ।

Last Updated : Oct 18, 2022, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.