কলকাতা, 19 অক্টোবর : রোজ়ভ্যালি তদন্তে এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) এক কর্তাকে নোটিশ পাঠানো হল ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তরফে এই নোটিশ পাঠানো হয়েছে, জানিয়েছে সূত্র ৷ ED সূত্রে খবর, KKR এর চিফ একজ়িকিউটিভ অফিসার ভেঙ্কি মাইসোরকে ডাকা হয়েছে ৷ দপ্তরে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই মনে করা হচ্ছে ৷
রোজ়ভ্যালি মামলা নিয়ে সক্রিয় রয়েছে CBI ও ED ৷ এর আগে রোজ়ভ্যালি কাণ্ডে প্রয়োজনীয় নথি চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছে CBI । অর্থ দপ্তরকেও এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গেছে ৷ CBI দুটি চিঠির একটি পাঠিয়েছিল রাজ্যের মুখ্যসচিবকে । অপর একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ দপ্তরে । অর্থ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটিকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর । ডাকা হয়েছে অর্থ দপ্তরের ওই কর্তাকেও ।
KKR-এর তরফে এই প্রসঙ্গে কোনও বক্তব্য মেলেনি এখনও ৷ রোজ়ভ্যালি তদন্তে এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদেরও তলব করা হয়েছিল ৷