ETV Bharat / city

সকালে 3 ঘণ্টার জন্য খোলা হোক রবীন্দ্র সরোবর, আর্জি প্রাতর্ভ্রমণকারীদের - Lockdown

প্রাতর্ভ্রমণকারীদের দাবি, রবীন্দ্র সরোবরের বিশুদ্ধ বাতাস গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে । তাই ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত সরোবর খোলার দাবি জানিয়েছেন তাঁঁরা ।

Morning walkers in Rabindra Sarobar
রবীন্দ্র সরোবরে প্রাতর্ভ্রমণ
author img

By

Published : Jun 14, 2020, 6:43 AM IST

কলকাতা, 13 জুন : আনলক পর্যায়ে খুলেছে শপিং মল, রেস্তরাঁ । কিন্তু কোনও পার্ক খোলার অনুমতি দেওয়া হয়নি । যার ফলে বন্ধ রয়েছে রবীন্দ্র সরোবর । এতে সমস্যায় পড়েছেন প্রাতর্ভ্রমণকারীরা । এবার সকালে তিন ঘণ্টার জন্য রবীন্দ্র সরোবর খুলতে কলকাতা পৌরনিগমকে অনুরোধ করবেন প্রাতর্ভ্রমণকারীরা ।

দক্ষিণ কলকাতার একটা বড় অংশের মানুষ প্রাতর্ভ্রমণের জন্য রবীন্দ্র সরোবরে যান । সেখানে প্রাতর্ভ্রমণের পাশাপাশি চলে লাফিং ক্লাব, শারীরিক কসরত । বহু প্রবীণ ব্যক্তি শরীরকে সুস্থ রাখতে সবুজের মাঝে কিছু সময় কাটান । কিন্তু লকডাউন পর্বে সমস্ত পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সেগুলি খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

কিন্তু প্রাতর্ভ্রমণকারীরা চাইছেন, ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ছাড় দেওয়া হোক । কারণ বহু COPD, ডায়াবেটিক, হাইপারটেনশনের রোগী চিকিৎসকের পরামর্শে প্রাতর্ভ্রমণে বের হন । এদের অনেকাংশের পছন্দ রবীন্দ্র সরোবর । কিন্তু লকডাউনের জেরে পার্ক বন্ধ হওয়ায় প্রাতর্ভ্রমণে যেতে পারছেন না কেউ ।

প্রাতর্ভ্রমণকারীদের তরফে সৌমেন্দ্রমোহন ঘোষ চিঠি দিয়েছেন পৌরনিগমের CEO-কে । সেখানে তিনি দাবি করেছেন, “রবীন্দ্র সরোবরের সবুজ এবং তার বিশুদ্ধ বাতাস রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দিতে পারে । যা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত প্রয়োজনীয় ।”

কলকাতা, 13 জুন : আনলক পর্যায়ে খুলেছে শপিং মল, রেস্তরাঁ । কিন্তু কোনও পার্ক খোলার অনুমতি দেওয়া হয়নি । যার ফলে বন্ধ রয়েছে রবীন্দ্র সরোবর । এতে সমস্যায় পড়েছেন প্রাতর্ভ্রমণকারীরা । এবার সকালে তিন ঘণ্টার জন্য রবীন্দ্র সরোবর খুলতে কলকাতা পৌরনিগমকে অনুরোধ করবেন প্রাতর্ভ্রমণকারীরা ।

দক্ষিণ কলকাতার একটা বড় অংশের মানুষ প্রাতর্ভ্রমণের জন্য রবীন্দ্র সরোবরে যান । সেখানে প্রাতর্ভ্রমণের পাশাপাশি চলে লাফিং ক্লাব, শারীরিক কসরত । বহু প্রবীণ ব্যক্তি শরীরকে সুস্থ রাখতে সবুজের মাঝে কিছু সময় কাটান । কিন্তু লকডাউন পর্বে সমস্ত পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সেগুলি খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

কিন্তু প্রাতর্ভ্রমণকারীরা চাইছেন, ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ছাড় দেওয়া হোক । কারণ বহু COPD, ডায়াবেটিক, হাইপারটেনশনের রোগী চিকিৎসকের পরামর্শে প্রাতর্ভ্রমণে বের হন । এদের অনেকাংশের পছন্দ রবীন্দ্র সরোবর । কিন্তু লকডাউনের জেরে পার্ক বন্ধ হওয়ায় প্রাতর্ভ্রমণে যেতে পারছেন না কেউ ।

প্রাতর্ভ্রমণকারীদের তরফে সৌমেন্দ্রমোহন ঘোষ চিঠি দিয়েছেন পৌরনিগমের CEO-কে । সেখানে তিনি দাবি করেছেন, “রবীন্দ্র সরোবরের সবুজ এবং তার বিশুদ্ধ বাতাস রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দিতে পারে । যা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত প্রয়োজনীয় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.