ETV Bharat / city

Madan Mitra : মমতার হাত ধরে সামনে হাঁটি; আগমনীর সুরে মমতার প্রচারে কালারফুল মদন - মদন মিত্রের গান

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য প্রচারে নামলেন মদন মিত্র (Madan Mitra) ৷ রিলিজ করলেন আস্ত একটি মিউজিক ভিডিয়ো ৷ গানও গেয়েছেন নিজেই ৷ শুধু ভবানীপুর উপ-নির্বাচনই (Bhabanipur By-Election) নয়, মদনের গানে শোনা গিয়েছে 2024-এর নির্বাচনের প্রচারও ৷

মদন মিত্রের গান
মদন মিত্রের গান
author img

By

Published : Sep 22, 2021, 8:54 AM IST

Updated : Sep 22, 2021, 2:17 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : "ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি ৷ বিজেপির লেগে গেছে দাঁতকপাটি ৷" ভবানীপুর উপ-নির্বাচনের আগে গান বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে মদন মিত্র (Madan Mitra) ৷ গানের শুরুতেই "জাগো, তুমি জাগো ৷" আদ্যান্ত বাঙালি বেশে, দুর্গাপুজোর ঠিক আগেই আগমনীর সুরে সুর বাঁধলেন কামারহাটির বিধায়ক ৷

রীতিমতো মিউজিক ভিডিয়ো ৷ নিজেই গান গেয়েছেন মদন ৷ হলুদ পাঞ্জাবি ও মেরুন ধুতিতে মহিলা নৃত্যশিল্পী এবং ঢাকিদের সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছে তাঁকে ৷ ভিডিয়োতে মদন কখনও গিটার হাতে, কখনও সেতার হাতে ৷ তার সঙ্গে রোদ চশমার স্টাইলে বলাবাহুল্য তাঁর আবেদন সকলের চোখের আটকায় ৷

গানের মধ্যেই কোরাস শোনা যায়- ইন্ডিয়া ওয়ানা হ্যাব হার বেটিয়া ৷ অর্থাৎ ভারত তার মেয়েদরকেই চায় ৷ গত বিধানসভার প্রচারে ঠিক যেমনটা স্লোগান ছিল দলের- বাংলা তার মেয়েকে চায় ৷ এবার দেখা যাচ্ছে ভারত তার মেয়েদের চায় ৷ মানে হোপ-টোয়েন্টি ফোরের তোড়জোর ৷

ভবানীপুর উপ-নির্বাচনের আগে ফের মিউজিক ভিডিয়ো রিলিজ মদনের

তবে শুধুই যে মমতার প্রচার তা নয় ৷ সেখানে পাশাপাশি নিজেকেও সমান্তরাল রেখেছেন মদন ৷ তাঁর যে বয়স বাড়েনি তা নিজেই বললেন ৷ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, মদন একটু কালারফুল মানুষ ৷ সেটাই এবার মদন নিজেও বললেন, "ইয়েস আই অ্যাম অ্যা কালারফুল বয় ৷" তবে তার সঙ্গেই স্পষ্ট স্বীকারোক্তি যে তিনি বেশি ক্ষমতাশালী বা রংচংয়ে কোনওটাই নয় ৷ সমস্তটাই পরিধির মধ্যে ৷

এটাই যে প্রথমবার এমনটা নয় ৷ এর আগে কুমড়ো হাতে তাঁকে 'ও লাভলি' গাইতে দেখা গিয়েছে ৷ কাঁকিনাড়ার জনসভায় যখন তিনি ওই মিউজিক ভিডিয়ো প্রকাশ করছেন তখনও একটি হাতে একটি কাটা কুমড়ো ধরা থাকতে দেখা যায় ৷ বিজেপিকে কটাক্ষ করতেই তা করা ৷ সেই গানের এক কলি-ও শোনা গিয়েছে এই মিউজিক ভিডিয়োয় ৷ এবার আবার পর্দাতেও আসছেন মদন মিত্র ৷ জোড়া বায়োপিকে দেখা যাবে তাঁকে ৷ টলিউডের নামী দুই পরিচালক তাঁকে নিয়ে দু'টি বায়োপিক তৈরি করতে চলেছেন ৷

আরও পড়ুন : Madan Mitra : আকাশে হেলিকপ্টার দেখা যাচ্ছে না, বিজেপির স্টার ক্যাম্পেনাররা নেই ; কটাক্ষ মদনের

কলকাতা, 22 সেপ্টেম্বর : "ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্টবেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি, মমতার হাত ধরে সামনে হাঁটি ৷ বিজেপির লেগে গেছে দাঁতকপাটি ৷" ভবানীপুর উপ-নির্বাচনের আগে গান বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে মদন মিত্র (Madan Mitra) ৷ গানের শুরুতেই "জাগো, তুমি জাগো ৷" আদ্যান্ত বাঙালি বেশে, দুর্গাপুজোর ঠিক আগেই আগমনীর সুরে সুর বাঁধলেন কামারহাটির বিধায়ক ৷

রীতিমতো মিউজিক ভিডিয়ো ৷ নিজেই গান গেয়েছেন মদন ৷ হলুদ পাঞ্জাবি ও মেরুন ধুতিতে মহিলা নৃত্যশিল্পী এবং ঢাকিদের সঙ্গে পা মেলাতেও দেখা গিয়েছে তাঁকে ৷ ভিডিয়োতে মদন কখনও গিটার হাতে, কখনও সেতার হাতে ৷ তার সঙ্গে রোদ চশমার স্টাইলে বলাবাহুল্য তাঁর আবেদন সকলের চোখের আটকায় ৷

গানের মধ্যেই কোরাস শোনা যায়- ইন্ডিয়া ওয়ানা হ্যাব হার বেটিয়া ৷ অর্থাৎ ভারত তার মেয়েদরকেই চায় ৷ গত বিধানসভার প্রচারে ঠিক যেমনটা স্লোগান ছিল দলের- বাংলা তার মেয়েকে চায় ৷ এবার দেখা যাচ্ছে ভারত তার মেয়েদের চায় ৷ মানে হোপ-টোয়েন্টি ফোরের তোড়জোর ৷

ভবানীপুর উপ-নির্বাচনের আগে ফের মিউজিক ভিডিয়ো রিলিজ মদনের

তবে শুধুই যে মমতার প্রচার তা নয় ৷ সেখানে পাশাপাশি নিজেকেও সমান্তরাল রেখেছেন মদন ৷ তাঁর যে বয়স বাড়েনি তা নিজেই বললেন ৷ কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, মদন একটু কালারফুল মানুষ ৷ সেটাই এবার মদন নিজেও বললেন, "ইয়েস আই অ্যাম অ্যা কালারফুল বয় ৷" তবে তার সঙ্গেই স্পষ্ট স্বীকারোক্তি যে তিনি বেশি ক্ষমতাশালী বা রংচংয়ে কোনওটাই নয় ৷ সমস্তটাই পরিধির মধ্যে ৷

এটাই যে প্রথমবার এমনটা নয় ৷ এর আগে কুমড়ো হাতে তাঁকে 'ও লাভলি' গাইতে দেখা গিয়েছে ৷ কাঁকিনাড়ার জনসভায় যখন তিনি ওই মিউজিক ভিডিয়ো প্রকাশ করছেন তখনও একটি হাতে একটি কাটা কুমড়ো ধরা থাকতে দেখা যায় ৷ বিজেপিকে কটাক্ষ করতেই তা করা ৷ সেই গানের এক কলি-ও শোনা গিয়েছে এই মিউজিক ভিডিয়োয় ৷ এবার আবার পর্দাতেও আসছেন মদন মিত্র ৷ জোড়া বায়োপিকে দেখা যাবে তাঁকে ৷ টলিউডের নামী দুই পরিচালক তাঁকে নিয়ে দু'টি বায়োপিক তৈরি করতে চলেছেন ৷

আরও পড়ুন : Madan Mitra : আকাশে হেলিকপ্টার দেখা যাচ্ছে না, বিজেপির স্টার ক্যাম্পেনাররা নেই ; কটাক্ষ মদনের

Last Updated : Sep 22, 2021, 2:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.