ETV Bharat / city

লকডাউনের পঞ্চম দিন : ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের তালিকা বানাচ্ছে রাজ্য

coronavirus latest news
coronavirus latest news
author img

By

Published : Mar 29, 2020, 8:09 AM IST

Updated : Mar 29, 2020, 7:55 PM IST

19:41 March 29

কলকাতা, 29 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের পঞ্চম দিন ৷ রাজ্যজুড়ে কেমন আজকের ছবি ?

  • কেরালায় আটকে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীকে সক্রিয় হওয়ার আবেদন ম্যাথু স্যামুয়েলের ৷
  • লকডাউনের মাঝে চাল ও আলু বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।
  • লকডাউনের জেরে খাদ্যের অভাব দেখা দেওয়ায় ভুটানে কর্মরত 70 টি ভারতীয় শ্রমিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ভারত-ভূটান সীমান্তের জয়গার বিহারী কল্যান মঞ্চ।
  • BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষর উদ্যোগে তমলুকে 350 দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ৷
  • শ্রমিকের কাজে বা অন্যান্য কাজে গিয়ে ভিন রাজ্যে আটকে থাকা মানুষজনের তালিকা জেলা শাসকদের কাছে চেয়ে পাঠাল নবান্ন। 
  • লকডাউনে  পাহাড়ে  মানবিক পুলিশ ৷ দার্জিলিঙে দুস্থ চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া খাদ্যসামগ্রী, অসহায়, ভবঘুরেদের মাস্ক, জলের বোতল । 

15:19 March 29

  • ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের স্যানিটাইজ়েশন করালেন ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস ।

15:15 March 29

  • কোরোনা সংক্রমণ সন্দেহে দিল্লি ফেরত দম্পতির রক্তের নমুনা বেলেঘাটা আইডি-তে পাঠাল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর ।

15:08 March 29

  • কোরোনা সংক্রমণ রুখতে মালদা জেলা সংশোধনাগারে তৈরি করা হল কোয়ারান্টাইন সেল ।

15:02 March 29

  • উত্তরবঙ্গে কোরোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসক-সহ 12 জন কালিম্পঙে কোয়ারান্টাইনে ।

14:10 March 29

  • West Bengal: A special train 'Arjun' has been started in the state for employees of health services of railways and state government. Visuals from the Naihati Railway Station in North 24 Parganas today. #CoronaLockdown. pic.twitter.com/Qs9cWBfi5p

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেলওয়ে ৷

14:05 March 29

coronavirus latest news
রবিবারের বাজারে ভিড়
  • লকডাউনে বেলা বাড়লেও বরিবারের বাজারে ভিড় । ভিড় সরিয়ে দিতে ব‍্যস্ত পুলিশ । দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকার একটি বাজারের ছবি।

13:58 March 29

coronavirus latest news
চোলাই মদ উদ্ধার
  • পুরুলিয়ায় লকডাউনের মধ্যেই রমরমিয়ে চলছিল চোলাইয়ের কারবার, অভিযান চালাল পুলিশ ৷

11:56 March 29

coronavirus latest news
ফুটপাথবাসীদের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী জেলা প্রশাসনের আধিকারিকেরা
  • কোরোনা : পূর্ব মেদিনীপুরে ফুটপাথবাসীদের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী জেলা প্রশাসন ।

11:45 March 29

coronavirus latest news
উদ্ধার হওয়া চাল
  • কোরোনা : প্রায় সাড়ে 27 লাখ টাকা মূল্যের রেশনের চাল বেআইনিভাবে মজুত করার অভিযোগে গ্রেপ্তার 2 ৷ অভিযুক্তদের শর্তসাপেক্ষে জামিন দিল আদালত ৷

10:30 March 29

  • দুর্গাপুরের যৌনপল্লিতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় ৷

10:28 March 29

coronavirus latest news
জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী
  • কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ দোকানপাট ৷ এই পরিস্থিতিতে দুর্গাপুরে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন জেলার কংগ্রেস কর্মীরা ৷ বিতরণ করা হল খাদ্য সামগ্রী ৷

07:11 March 29

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 18

19:41 March 29

কলকাতা, 29 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের পঞ্চম দিন ৷ রাজ্যজুড়ে কেমন আজকের ছবি ?

  • কেরালায় আটকে পড়া বাংলার শ্রমিকদের উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীকে সক্রিয় হওয়ার আবেদন ম্যাথু স্যামুয়েলের ৷
  • লকডাউনের মাঝে চাল ও আলু বিলি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।
  • লকডাউনের জেরে খাদ্যের অভাব দেখা দেওয়ায় ভুটানে কর্মরত 70 টি ভারতীয় শ্রমিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল ভারত-ভূটান সীমান্তের জয়গার বিহারী কল্যান মঞ্চ।
  • BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষর উদ্যোগে তমলুকে 350 দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ৷
  • শ্রমিকের কাজে বা অন্যান্য কাজে গিয়ে ভিন রাজ্যে আটকে থাকা মানুষজনের তালিকা জেলা শাসকদের কাছে চেয়ে পাঠাল নবান্ন। 
  • লকডাউনে  পাহাড়ে  মানবিক পুলিশ ৷ দার্জিলিঙে দুস্থ চা শ্রমিকদের হাতে তুলে দেওয়া খাদ্যসামগ্রী, অসহায়, ভবঘুরেদের মাস্ক, জলের বোতল । 

15:19 March 29

  • ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের স্যানিটাইজ়েশন করালেন ওয়ার্ডের কাউন্সিলর অসীম বোস ।

15:15 March 29

  • কোরোনা সংক্রমণ সন্দেহে দিল্লি ফেরত দম্পতির রক্তের নমুনা বেলেঘাটা আইডি-তে পাঠাল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর ।

15:08 March 29

  • কোরোনা সংক্রমণ রুখতে মালদা জেলা সংশোধনাগারে তৈরি করা হল কোয়ারান্টাইন সেল ।

15:02 March 29

  • উত্তরবঙ্গে কোরোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা চিকিৎসক-সহ 12 জন কালিম্পঙে কোয়ারান্টাইনে ।

14:10 March 29

  • West Bengal: A special train 'Arjun' has been started in the state for employees of health services of railways and state government. Visuals from the Naihati Railway Station in North 24 Parganas today. #CoronaLockdown. pic.twitter.com/Qs9cWBfi5p

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেলওয়ে ৷

14:05 March 29

coronavirus latest news
রবিবারের বাজারে ভিড়
  • লকডাউনে বেলা বাড়লেও বরিবারের বাজারে ভিড় । ভিড় সরিয়ে দিতে ব‍্যস্ত পুলিশ । দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকার একটি বাজারের ছবি।

13:58 March 29

coronavirus latest news
চোলাই মদ উদ্ধার
  • পুরুলিয়ায় লকডাউনের মধ্যেই রমরমিয়ে চলছিল চোলাইয়ের কারবার, অভিযান চালাল পুলিশ ৷

11:56 March 29

coronavirus latest news
ফুটপাথবাসীদের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী জেলা প্রশাসনের আধিকারিকেরা
  • কোরোনা : পূর্ব মেদিনীপুরে ফুটপাথবাসীদের মুখে খাবার তুলে দিতে উদ্যোগী জেলা প্রশাসন ।

11:45 March 29

coronavirus latest news
উদ্ধার হওয়া চাল
  • কোরোনা : প্রায় সাড়ে 27 লাখ টাকা মূল্যের রেশনের চাল বেআইনিভাবে মজুত করার অভিযোগে গ্রেপ্তার 2 ৷ অভিযুক্তদের শর্তসাপেক্ষে জামিন দিল আদালত ৷

10:30 March 29

  • দুর্গাপুরের যৌনপল্লিতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায় ৷

10:28 March 29

coronavirus latest news
জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রী
  • কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ দোকানপাট ৷ এই পরিস্থিতিতে দুর্গাপুরে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন জেলার কংগ্রেস কর্মীরা ৷ বিতরণ করা হল খাদ্য সামগ্রী ৷

07:11 March 29

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 18
Last Updated : Mar 29, 2020, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.