ETV Bharat / city

12 টায় নয়, 3 টেয় খুলবে রেড জ়োনের মদের দোকান - Liquor Shop in Red Zone

আজ থেকেই এ-রাজ্যে গ্রিন জ়োনের পাশাপাশি রেড এবং অরেঞ্জ জ়োনেও খুলে দেওয়া হচ্ছে মদের দোকান ।

Liquor Shop
ছবি
author img

By

Published : May 4, 2020, 1:42 PM IST

কলকাতা, 4 মে: রিটেইলারদের সমস্যার কথা বুঝেই সকালে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য আবগারি দপ্তর । রেড এবং অরেঞ্জ জ়োনে দুপুর 12 টার পরিবর্তে 3 টে থেকে খুলবে মদের দোকান। বিষয়টি মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে মদের দোকানের মালিকদের । সেভাবেই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন ।

আজ থেকেই এ-রাজ্যে গ্রিন জ়োনের পাশাপাশি রেড এবং অরেঞ্জ জ়োনেও খুলে দেওয়া হচ্ছে মদের দোকান । আবগারি দপ্তরের গাইডলাইন বলছে, মদের দোকানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । মানতে হবে ছ'ফুটের দূরত্ব । মাস্ক না পড়ে গেলে মদ কেনা যাবে না । মদের দোকানে স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে । সামাজিক দূরত্ব বজায় রাখতে টোকেন সিস্টেম চালু করা যেতে পারে বলেও জানানো হয়েছে গাইডলাইনে । তবে শপিং কমপ্লেক্সগুলিতে থাকা মদের দোকান খোলা যাবে না । খোলা যাবে শুধুমাত্র অফ শপ দোকান । দেশি মদের ক্ষেত্রেও অন শপ চালানো যাবে না । তবে কন্টেইনমেন্ট জ়োনে মদের দোকানগুলি খোলা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়েন রিটেলাররা । দোকানদারদের আশঙ্কা যেহেতু এই মুহূর্তে রাজ্যে মদ তৈরি করার প্লান্ট একটিও খোলা হয়নি । ফলে দেশি মদ এবং বিদেশি মদ রাজ্য সরকারের গোডাউনগুলিতে পর্যাপ্ত মজুদ নেই। মদের দোকান খুললে দেশি মদের যে বিপুল চাহিদা আছে, সেটা প্রথমের দিকে দ্বিগুণ থাকতে পারে। অথচ এই মুহূর্তে গুদামে দেশি মদ নেই । ফলে মদের দোকানের মালিকদের একাংশের আশঙ্কা, দেশি মদ না পেয়ে অনেকেই দোকানে হুজ্জুতি করতে পারে। এই বিষয়টি রাজ্যের আবগারি দপ্তরকেও জানিয়েছেন মদের দোকানের মালিকরা । রেড জ়োনের এক রিটেইলার বলেন, “ আজ সকালে কিছু দেশি মদ সরবরাহের কথা জানানো হয়েছে । সেই সূত্রে বলা হয়েছে বারোটায় নয়, তিনটে থেকে দোকান খোলার জন্য । আমরা সেই মতই প্রস্তুতি নিচ্ছি ।"

কলকাতা, 4 মে: রিটেইলারদের সমস্যার কথা বুঝেই সকালে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য আবগারি দপ্তর । রেড এবং অরেঞ্জ জ়োনে দুপুর 12 টার পরিবর্তে 3 টে থেকে খুলবে মদের দোকান। বিষয়টি মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে মদের দোকানের মালিকদের । সেভাবেই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন ।

আজ থেকেই এ-রাজ্যে গ্রিন জ়োনের পাশাপাশি রেড এবং অরেঞ্জ জ়োনেও খুলে দেওয়া হচ্ছে মদের দোকান । আবগারি দপ্তরের গাইডলাইন বলছে, মদের দোকানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । মানতে হবে ছ'ফুটের দূরত্ব । মাস্ক না পড়ে গেলে মদ কেনা যাবে না । মদের দোকানে স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে । সামাজিক দূরত্ব বজায় রাখতে টোকেন সিস্টেম চালু করা যেতে পারে বলেও জানানো হয়েছে গাইডলাইনে । তবে শপিং কমপ্লেক্সগুলিতে থাকা মদের দোকান খোলা যাবে না । খোলা যাবে শুধুমাত্র অফ শপ দোকান । দেশি মদের ক্ষেত্রেও অন শপ চালানো যাবে না । তবে কন্টেইনমেন্ট জ়োনে মদের দোকানগুলি খোলা যাবে না বলে জানিয়েছে রাজ্য সরকার ।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়েন রিটেলাররা । দোকানদারদের আশঙ্কা যেহেতু এই মুহূর্তে রাজ্যে মদ তৈরি করার প্লান্ট একটিও খোলা হয়নি । ফলে দেশি মদ এবং বিদেশি মদ রাজ্য সরকারের গোডাউনগুলিতে পর্যাপ্ত মজুদ নেই। মদের দোকান খুললে দেশি মদের যে বিপুল চাহিদা আছে, সেটা প্রথমের দিকে দ্বিগুণ থাকতে পারে। অথচ এই মুহূর্তে গুদামে দেশি মদ নেই । ফলে মদের দোকানের মালিকদের একাংশের আশঙ্কা, দেশি মদ না পেয়ে অনেকেই দোকানে হুজ্জুতি করতে পারে। এই বিষয়টি রাজ্যের আবগারি দপ্তরকেও জানিয়েছেন মদের দোকানের মালিকরা । রেড জ়োনের এক রিটেইলার বলেন, “ আজ সকালে কিছু দেশি মদ সরবরাহের কথা জানানো হয়েছে । সেই সূত্রে বলা হয়েছে বারোটায় নয়, তিনটে থেকে দোকান খোলার জন্য । আমরা সেই মতই প্রস্তুতি নিচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.