ETV Bharat / city

Pothole Repairing Van: রাস্তার গর্ত গায়েব হবে নিমেষে ! কলকাতায় নামছে 'পটহোল রিপেয়ারিং ভ্যান'

এবার থেকে রাস্তার গর্ত দ্রুত মেরামত করা হবে ৷ এই কাজে লাগানো হবে 'পটহোল রিপেয়ারিং ভ্যান' (Pothole Repairing Van) ৷ এই প্রসঙ্গে কী জানাল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) কর্তৃপক্ষ ?

author img

By

Published : Sep 4, 2022, 7:32 PM IST

KMC to launch Pothole Repairing Van for kolkata
Pothole Repairing Van: রাস্তার গর্ত গায়েব হবে নিমেষে ! কলকাতায় নামছে 'পটহোল রিপেয়ারিং ভ্যান'

কলকাতা, 4 সেপ্টেম্বর: বেহাল রাস্তা দ্রুত মেরামত করতে নয়া উদ্যোগ নিতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ কিছুদিনের মধ্য়েই শহরজুড়ে কাজে নামবে 'পটহোল রিপেয়ারিং ভ্যান' (Pothole Repairing Van) ৷ প্রাথমিকভাবে কলকাতার দুই প্রান্তে, অর্থাৎ উত্তর ও দক্ষিণে থাকবে একটি করে রিপেয়ারিং ভ্যান ৷ রাস্তার ছোট, বড় গর্ত সংস্কারের কাজ করবেন এই ভ্যানে সওয়ার পৌরকর্মীরা ৷

পৌরনিগম (KMC) সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের শুধুমাত্র নির্দিষ্ট মোবাইল নম্বরে হোয়াট্সঅ্য়াপ মেসেজ করে রাস্তায় গর্ত থাকার বিষয়ে খবর দিতে হবে বা অভিযোগ জানাতে হবে ৷ আর তাহলেই রাস্তা মেরামতির প্রয়োজনীয় সমস্ত সামগ্রী নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে পটহোল রিপেয়ারিং ভ্যান ৷ এর জন্য ইতিমধ্যেই একটি মোবাইল নম্বর পৌরনিগমের তরফে প্রকাশ করা হয়েছে ৷ সেটি হল, 8335999111 ৷ এই নম্বরটিকে বলা হচ্ছে 'শো টু ইয়োর মেয়র হেল্পলাইন' (Show to Your Mayor Helpline) ৷

আরও পড়ুন: কলকাতা পৌরনিগমে কাস্তের অভাবে সমস্যায় 100 দিনের কর্মীরা

প্রসঙ্গত, কলকাতা শহরের বড় রাস্তা থেকে অলি-গলিতে মাঝেমধ্যেই ছোট-বড় গর্ত চোখে পড়ে ৷ যেগুলি মেরামত করতে বছরের পর বছর কেটে যায় ৷ আবার কোথাও সেই সমস্ত গর্তে বৃষ্টি জমা জল জমে ৷ এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ৷ তৈরি হয় মৃত্যুফাঁদ ৷ এইরকম সমস্যা তৈরি হলে বাসিন্দাদের সেই গর্তের ছবি তুলে তা 'শো টু ইয়োর মেয়র হেল্পলাইন'-এ হোয়াট্সঅ্যাপ করে পাঠাতে হবে ৷ তা হলেই এলাকায় পৌঁছে যাবে মুশকিল আসান পটহোল রিপেয়ারিং ভ্যান ৷ সারাবছরই এই ভ্যান কাজ করবে ৷

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, "এবার থেকে এক ফোনেই বেহাল রাস্তা সারাই করা হবে ৷ শো টু ইওর মেয়রের হেল্পলাইন নম্বরে সমস্যা জানালেই সঙ্গে সঙ্গে রিপেয়ারিং ভ্যান সেই জায়গায় পৌঁছে যাবে ৷ আর রাস্তা সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে ৷"

উল্লেখ্য, সম্প্রতি বন্দর এলাকায় পথ দুর্ঘটনায় কাউন্সিলরের ছেলের মৃত্যুর ঘটনায় পৌরপ্রশাসনের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠেছে ৷ কাঠগড়ায় তোলা হয়েছে বন্দর কর্তৃপক্ষকেও ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই দ্রুত রাস্তা মেরামতির উপর জোর দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ এই উদ্যোগ সঠিকভাবে কাজ করলে আমজনতা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, আসন্ন শারদোৎসবের আগেই মহানগরের ছোট, বড় প্রায় 143টি রাস্তার সংস্কার করার আবেদন জানিয়ে পৌরনিগমকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ইতিমধ্যেই সেই তালিকা ধরে কাজ শুরু হয়ে গিয়েছে ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: বেহাল রাস্তা দ্রুত মেরামত করতে নয়া উদ্যোগ নিতে চলেছে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ কিছুদিনের মধ্য়েই শহরজুড়ে কাজে নামবে 'পটহোল রিপেয়ারিং ভ্যান' (Pothole Repairing Van) ৷ প্রাথমিকভাবে কলকাতার দুই প্রান্তে, অর্থাৎ উত্তর ও দক্ষিণে থাকবে একটি করে রিপেয়ারিং ভ্যান ৷ রাস্তার ছোট, বড় গর্ত সংস্কারের কাজ করবেন এই ভ্যানে সওয়ার পৌরকর্মীরা ৷

পৌরনিগম (KMC) সূত্রে জানা গিয়েছে, বাসিন্দাদের শুধুমাত্র নির্দিষ্ট মোবাইল নম্বরে হোয়াট্সঅ্য়াপ মেসেজ করে রাস্তায় গর্ত থাকার বিষয়ে খবর দিতে হবে বা অভিযোগ জানাতে হবে ৷ আর তাহলেই রাস্তা মেরামতির প্রয়োজনীয় সমস্ত সামগ্রী নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে পটহোল রিপেয়ারিং ভ্যান ৷ এর জন্য ইতিমধ্যেই একটি মোবাইল নম্বর পৌরনিগমের তরফে প্রকাশ করা হয়েছে ৷ সেটি হল, 8335999111 ৷ এই নম্বরটিকে বলা হচ্ছে 'শো টু ইয়োর মেয়র হেল্পলাইন' (Show to Your Mayor Helpline) ৷

আরও পড়ুন: কলকাতা পৌরনিগমে কাস্তের অভাবে সমস্যায় 100 দিনের কর্মীরা

প্রসঙ্গত, কলকাতা শহরের বড় রাস্তা থেকে অলি-গলিতে মাঝেমধ্যেই ছোট-বড় গর্ত চোখে পড়ে ৷ যেগুলি মেরামত করতে বছরের পর বছর কেটে যায় ৷ আবার কোথাও সেই সমস্ত গর্তে বৃষ্টি জমা জল জমে ৷ এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ৷ তৈরি হয় মৃত্যুফাঁদ ৷ এইরকম সমস্যা তৈরি হলে বাসিন্দাদের সেই গর্তের ছবি তুলে তা 'শো টু ইয়োর মেয়র হেল্পলাইন'-এ হোয়াট্সঅ্যাপ করে পাঠাতে হবে ৷ তা হলেই এলাকায় পৌঁছে যাবে মুশকিল আসান পটহোল রিপেয়ারিং ভ্যান ৷ সারাবছরই এই ভ্যান কাজ করবে ৷

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, "এবার থেকে এক ফোনেই বেহাল রাস্তা সারাই করা হবে ৷ শো টু ইওর মেয়রের হেল্পলাইন নম্বরে সমস্যা জানালেই সঙ্গে সঙ্গে রিপেয়ারিং ভ্যান সেই জায়গায় পৌঁছে যাবে ৷ আর রাস্তা সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে ৷"

উল্লেখ্য, সম্প্রতি বন্দর এলাকায় পথ দুর্ঘটনায় কাউন্সিলরের ছেলের মৃত্যুর ঘটনায় পৌরপ্রশাসনের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠেছে ৷ কাঠগড়ায় তোলা হয়েছে বন্দর কর্তৃপক্ষকেও ৷ ওয়াকিবহাল মহল মনে করছে, এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই দ্রুত রাস্তা মেরামতির উপর জোর দিচ্ছে কলকাতা পৌরনিগম ৷ এই উদ্যোগ সঠিকভাবে কাজ করলে আমজনতা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রসঙ্গত, আসন্ন শারদোৎসবের আগেই মহানগরের ছোট, বড় প্রায় 143টি রাস্তার সংস্কার করার আবেদন জানিয়ে পৌরনিগমকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ ইতিমধ্যেই সেই তালিকা ধরে কাজ শুরু হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.