কলকাতা, 21 জুলাই : বৃহস্পতিবার প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল । ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের (WBCHSE) তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হবে ফলাফল । এর পর বিকেল 4 টে থেকে ওয়েবসাইট, এসএমএস (sms) ও মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাবে ফলাফল । তবে সামগ্রিক ফলাফল মিলবে শুক্রবার ।
গত বছরও ছিল করোনা পরিস্থিতি ৷ 2020 সালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার 15 দিন পর পড়ুয়াদের হাতে এসেছিল সামগ্রিক মার্কশিট । এবারে 23 জুলাই সকাল 11 টা থেকে ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে দেওয়া হবে মার্কশিট ও অন্যান্য নথি । স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হবে মার্কশিটগুলি । তারপর তা অভিভাবক ও পরীক্ষার্থীরা হাতে পাবে । করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । ফলে মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও প্রকাশিত হবে না কোনও মেধা তালিকা । ফলাফল নির্ধারনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নির্দেশিকা অনুযায়ী উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের সাতটি বিষয়ের যে চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর রয়েছে পরীক্ষার্থীর, সেই নম্বরের 40 শতাংশ, একাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের 60 শতাংশ ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যালের নম্বর যোগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন করা হয়েছে ।
আরও পড়ুন: 22 জুলাই উচ্চ মাধ্যমিকের ফল
পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে কোনও পরীক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিকের ফলাফলে সন্তুষ্ট না হয়, সেক্ষত্রে সে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদনের ভিত্তিতে লিখিত পরীক্ষায় বসতে পারবে । সে ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরই চূড়ান্ত বলে গৃহীত হবে ৷ মূল্যায়নের মার্কশিট বাতিল হয়ে যাবে ।
বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে যে ওয়েবসাইটগুলিতে সেগুলি হল- www.results.shikha, www.exametc.com, www.westbengal.shiksha.com, www.jagranjosh.com, www.wbresults.nic.in ৷