ETV Bharat / city

Moloy Ghatak : কয়লা-কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি - Enforcement Directorate

কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ৷ তাঁকে আগামী 14 সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছে ইডি ৷ নয়াদিল্লিতে গিয়ে তাঁকে ইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ed issued notice to mamata banerjee government minister moloy ghatak in coal scam case
Moloy Ghatak : কয়লা-কাণ্ডে মমতার মন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি
author img

By

Published : Sep 2, 2021, 3:37 PM IST

Updated : Sep 2, 2021, 4:39 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর : কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে আগামী 14 সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছে ইডি ৷ নয়াদিল্লিতে গিয়ে তাঁকে ইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

সূত্রের খবর, ইতিমধ্যেই ইডির গোয়েন্দারা কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে একাধিক ব্যবসায়ী এবং কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন । প্রায় প্রত্যেকের বয়ান থেকেই নাম এসেছে মলয় ঘটকের । এছাড়াও বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল-সহ একাধিক কয়লা খাদান থেকে কীভাবে অবৈধভাবে কয়লা পাচার হত, তা জানতে মলয় ঘটকের সঙ্গে কথা বলা জরুরি বলে মনে করছেন ইডির তদন্তকারীরা ।

  • Enforcement Directorate summons West Bengal minister and TMC leader Moloy Ghatak in coal scam case, asks him to appear before them in Delhi on September 14th.

    (File photo) pic.twitter.com/nBK4ozamOh

    — ANI (@ANI) September 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কয়লা পাচার কাণ্ডে একাধিকবার লালা ওরফে অনুপ মাঝি-সহ একাধিক কয়লা মাফিয়াকে ডেকে একাধিকবার জিজ্ঞাসা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এর পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্রকে গ্রেফতার করেছে ইডি । তাঁর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের

কয়লাপাচার কাণ্ডে গত শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছে ইডি ৷ গত বুধবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি করোনা পরিস্থিতির কারণে দিল্লি যেতে রাজি হননি ৷ বরং ইডি আধিকারিকদের তিনি বাড়িতে আসার অনুরোধ করেছেন ৷ অন্যদিকে আগামিকাল, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ৷ তার মধ্যেই মলয় ঘটককে নোটিস পাঠাল ইডি ৷

আরও পড়ুন : Mukul Roy : হঠাৎ অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি মুকুল

কলকাতা, 2 সেপ্টেম্বর : কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁকে আগামী 14 সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছে ইডি ৷ নয়াদিল্লিতে গিয়ে তাঁকে ইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

সূত্রের খবর, ইতিমধ্যেই ইডির গোয়েন্দারা কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে একাধিক ব্যবসায়ী এবং কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করেছেন । প্রায় প্রত্যেকের বয়ান থেকেই নাম এসেছে মলয় ঘটকের । এছাড়াও বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল-সহ একাধিক কয়লা খাদান থেকে কীভাবে অবৈধভাবে কয়লা পাচার হত, তা জানতে মলয় ঘটকের সঙ্গে কথা বলা জরুরি বলে মনে করছেন ইডির তদন্তকারীরা ।

  • Enforcement Directorate summons West Bengal minister and TMC leader Moloy Ghatak in coal scam case, asks him to appear before them in Delhi on September 14th.

    (File photo) pic.twitter.com/nBK4ozamOh

    — ANI (@ANI) September 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে কয়লা পাচার কাণ্ডে একাধিকবার লালা ওরফে অনুপ মাঝি-সহ একাধিক কয়লা মাফিয়াকে ডেকে একাধিকবার জিজ্ঞাসা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এর পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যে বাঁকুড়ার সার্কেল ইন্সপেক্টর অশোক মিশ্রকে গ্রেফতার করেছে ইডি । তাঁর বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : Manoj Malviya : ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় ডিজিকে তলব কলকাতা হাইকোর্টের

কয়লাপাচার কাণ্ডে গত শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছে ইডি ৷ গত বুধবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তিনি করোনা পরিস্থিতির কারণে দিল্লি যেতে রাজি হননি ৷ বরং ইডি আধিকারিকদের তিনি বাড়িতে আসার অনুরোধ করেছেন ৷ অন্যদিকে আগামিকাল, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ৷ তার মধ্যেই মলয় ঘটককে নোটিস পাঠাল ইডি ৷

আরও পড়ুন : Mukul Roy : হঠাৎ অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি মুকুল

Last Updated : Sep 2, 2021, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.