কলকাতা, 21 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী 'জনতা কারফিউ'-এর ডাক দিয়েছেন । 'জনতা কারফিউ'-তে সামিল করা হয়েছে দেশের লাইফলাইন রেলকেও ।
এই রবিবার মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই ও সেকেন্দ্রাবাদের সুবার্বান পরিষেবা যথা সম্ভব কম দেওয়া হবে । রেল বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে, 20 মার্চ যাত্রী সংখ্যা দেখে সেখানকার জ়োনাল রেল আধিকারিকরা ঠিক করবেন ক'টি ট্রেন চালান হবে ।
অন্যদিকে, 21 মার্চ মধ্যরাত থেকে 22 মার্চ রাত 10টা পর্যন্ত কোনও প্যাসেঞ্জার ট্রেন চলবে না । তবে ওই দু'দিন মধ্যরাতের আগে যে ট্রেনগুলি ছাড়া হবে সেগুলি তার গন্তব্যে যথাসময়ে পৌঁছাবে । 22 মার্চ বিকেল 4টে ও রাত 10টার সময় যে মেল এক্সপ্রেস ট্রেন ও ইন্টারসিটি ট্রেনগুলি ছাড়ার কথা সেগুলি বাতিল করা হয়েছে । যদিও এই সময়ের আগে যে ট্রেনগুলি ছেড়েছিল সেগুলি গন্তব্যে পৌঁছাবে ।
যেসব স্টেশনে ইন্টারসিটি ও দূরপাল্লার ট্রেনে অনেক বেশি সংখ্যক যাত্রী থাকবে সেই স্টেশনের জ়োনাল রেলওয়ে আধিকারিকেরা ট্রেন বাতিল বা বাতিল না করার সিদ্ধান্ত নেবে।
পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক প্যাসেঞ্জার, লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ।
22 মার্চ পূর্ব রেলের হাওড়া শাখার প্রায় 24টি EMU লোকাল বাতিল করা হয়েছে ।
20 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত পূর্ব রেলের যে ট্রেনগুলি বাতিল করা হল এক নজরে তার তালিকা :
22201 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস
22202 পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস
14004 নয়া দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস
14003 মালদা টাউন -নয়া দিল্লি এক্সপ্রেস
22460 আনন্দ বিহার মধুপুর এক্সপ্রেস
22456 মধুপুর আনন্দবিহার হামসাফার এক্সপ্রেস 22465 আনন্দ বিহার মধুপুর এক্সপ্রেস
22456 মধুপুর আনন্দ বিহার এক্সপ্রেস
17005 হায়দ্রাবাদ রাকসাউল এক্সপ্রেস
17006 রাক্সঅল হায়দ্রাবাদ এক্সপ্রেস
17007 সেকেন্দ্রাবাদ দ্বারভাঙ্গা এক্সপ্রেস
17008 দ্বারভাঙ্গা সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
15965 দিল্লি ডিব্রুগর ব্রহ্মপুত্র মেল