ETV Bharat / sports

কবাডির নিয়ন্ত্রণ কার ? আইনি যুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার ভাই বনাম বাকিরা

দেশের জাতীয় খেলার রাজ্য সংস্থায় ক্ষমতা দখলের যুদ্ধ । যা আইনের দরবারে । ফলে রাজ্য কবাডির ভবিষ্যৎ কী, তা এখন কোটি টাকার প্রশ্ন ৷

Tug of War Between Two Groups to Take Control Over Kabaddi in West Bengal
আইনি যুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার ভাই বনাম বাকিরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 9 hours ago

কলকাতা, 4 ডিসেম্বর: মাঠ দখল নিয়ে দিনভর কবাডি টেন্টে ধুন্ধুমার । অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট ময়দানের কবাডি তাঁবুর দখলদারি নিয়ে রাজ্যে কবাডির নিয়ামক সংস্থা হয়ে উঠেছে । এই দখলদারীকে চ্যালেঞ্জ করে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন আদালতের দ্বারস্থ হয়েছিল । সেই দ্বারস্থ হওয়ার ঘটনাও দশ বছরের বেশি পুরনো । এমনকী সেই আবেদনের ভিত্তিতে নগর দায়রা আদালত 2019 সালে তাদের পক্ষে রায় দিলেও তাঁবুর দখল মেলেনি ।

পাঁচ বছর পর 4 ডিসেম্বর বুধবার রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন কবাডি তাঁবুতে আদালতের রায় মেনে বসতে গেলে গণ্ডগোলের সূত্রপাত । আদালতের রায় নিয়ে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন রাজ্য কবাডির সংস্থার দখল নিতে এসেছে শুনে উপস্থিত হয় অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডি য়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সদস্যরা । যার নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কার্যকরী সমিতির পদাধিকারীরা ।

কবাডির নিয়ন্ত্রণ কার ? (ইটিভি ভারত)

দিন যত গড়িয়েছে, দু’পক্ষের লোকজনের ভিড় তত বেড়েছে । গণ্ডগোলের আঁচ পেয়ে উপস্থিত হয় ময়দান থানার পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন । রাজ্য কবাডির নিয়ন্ত্রণ কার দখলে, তা নিয়ে চাপানউতোর শুরু হয় । রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সদস্যরা আদালতের প্রতিনিধি নিয়ে এসেছিলেন । রায়ের কপিও ছিল তাঁদের কাছে । কিন্তু দিনের শেষে দেখা গেল, আদালতের নির্দেশনামায় সংস্থার নাম ঠিক নেই । ফলে নাম বিভ্রাটকে সামনে রেখে অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট জানিয়ে দেয়, তারা জায়গা ছাড়তে রাজি নয় । একই সঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে তারাও হাইকোর্টের দ্বারস্থ হবে । অন্যদিকে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন বলছে, বর্তমান পদাধিকারীরা আদালত অবমাননা করেছেন ।

আরও বিস্ফোরক অভিযোগ, এই নাম-বিভ্রাটের পেছনে নাম বদলের চেষ্টা রয়েছে । যা দু’মাস আগে করা হয়েছে । রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরঞ্জন ভট্টাচার্য বলছেন, ‘‘এই বিভ্রাট প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় করে গিয়েছেন । যা এখনও চলছে ।’’ এই বিভ্রাট মেটাতে আইনের দ্বারস্থ হয়েও সুরাহা হল না । আবার তাঁরা আইনের পথেই যাবেন বলে জানিয়েছেন । অন্যদিকে অ্যামেচার কবাডি ফেডাড়েশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সহ-সভাপতি দেবু রায়চৌধুরী বলছেন, ‘‘সত্যের অপলাপ হয়েছে । তাঁরা কোনও অন্যায়ের পথে হাঁটেননি ।’’ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘এতদিন এদের দেখা মেলেনি ।’’

সব মিলিয়ে দেশের জাতীয় খেলার রাজ্য সংস্থায় ক্ষমতা দখলের যুদ্ধ । যা আইনের দরবারে । প্রসঙ্গত, অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া (Amateur Kabaddi Federation of India), ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের পক্ষে রয়েছে জাতীয় কবাডি সংস্থার সিলমোহর । ফলে রাজ্য কবাডির ভবিষ্যৎ কী, তা এখন কোটি টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন

কলকাতা, 4 ডিসেম্বর: মাঠ দখল নিয়ে দিনভর কবাডি টেন্টে ধুন্ধুমার । অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট ময়দানের কবাডি তাঁবুর দখলদারি নিয়ে রাজ্যে কবাডির নিয়ামক সংস্থা হয়ে উঠেছে । এই দখলদারীকে চ্যালেঞ্জ করে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন আদালতের দ্বারস্থ হয়েছিল । সেই দ্বারস্থ হওয়ার ঘটনাও দশ বছরের বেশি পুরনো । এমনকী সেই আবেদনের ভিত্তিতে নগর দায়রা আদালত 2019 সালে তাদের পক্ষে রায় দিলেও তাঁবুর দখল মেলেনি ।

পাঁচ বছর পর 4 ডিসেম্বর বুধবার রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন কবাডি তাঁবুতে আদালতের রায় মেনে বসতে গেলে গণ্ডগোলের সূত্রপাত । আদালতের রায় নিয়ে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন রাজ্য কবাডির সংস্থার দখল নিতে এসেছে শুনে উপস্থিত হয় অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডি য়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সদস্যরা । যার নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কার্যকরী সমিতির পদাধিকারীরা ।

কবাডির নিয়ন্ত্রণ কার ? (ইটিভি ভারত)

দিন যত গড়িয়েছে, দু’পক্ষের লোকজনের ভিড় তত বেড়েছে । গণ্ডগোলের আঁচ পেয়ে উপস্থিত হয় ময়দান থানার পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন । রাজ্য কবাডির নিয়ন্ত্রণ কার দখলে, তা নিয়ে চাপানউতোর শুরু হয় । রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সদস্যরা আদালতের প্রতিনিধি নিয়ে এসেছিলেন । রায়ের কপিও ছিল তাঁদের কাছে । কিন্তু দিনের শেষে দেখা গেল, আদালতের নির্দেশনামায় সংস্থার নাম ঠিক নেই । ফলে নাম বিভ্রাটকে সামনে রেখে অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিট জানিয়ে দেয়, তারা জায়গা ছাড়তে রাজি নয় । একই সঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে তারাও হাইকোর্টের দ্বারস্থ হবে । অন্যদিকে রাজ্য কবাডি অ্যাসোসিয়েশন বলছে, বর্তমান পদাধিকারীরা আদালত অবমাননা করেছেন ।

আরও বিস্ফোরক অভিযোগ, এই নাম-বিভ্রাটের পেছনে নাম বদলের চেষ্টা রয়েছে । যা দু’মাস আগে করা হয়েছে । রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরঞ্জন ভট্টাচার্য বলছেন, ‘‘এই বিভ্রাট প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় করে গিয়েছেন । যা এখনও চলছে ।’’ এই বিভ্রাট মেটাতে আইনের দ্বারস্থ হয়েও সুরাহা হল না । আবার তাঁরা আইনের পথেই যাবেন বলে জানিয়েছেন । অন্যদিকে অ্যামেচার কবাডি ফেডাড়েশন অব ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের সহ-সভাপতি দেবু রায়চৌধুরী বলছেন, ‘‘সত্যের অপলাপ হয়েছে । তাঁরা কোনও অন্যায়ের পথে হাঁটেননি ।’’ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘এতদিন এদের দেখা মেলেনি ।’’

সব মিলিয়ে দেশের জাতীয় খেলার রাজ্য সংস্থায় ক্ষমতা দখলের যুদ্ধ । যা আইনের দরবারে । প্রসঙ্গত, অ্যামেচার কবাডি ফেডারেশন অব ইন্ডিয়া (Amateur Kabaddi Federation of India), ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের পক্ষে রয়েছে জাতীয় কবাডি সংস্থার সিলমোহর । ফলে রাজ্য কবাডির ভবিষ্যৎ কী, তা এখন কোটি টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.