সন্দেশখালি, 4 ডিসেম্বর: ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি করা হচ্ছে নদীর জেটিঘাট । আর তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে । সবুজ রক্ষায় তাঁরা পথে নেমেছেন । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার সন্দেশখালির সেহারা-রাধানগর পঞ্চায়েতের ডাসা নদীর ধারে ।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাসা নদীর তীরে জেটিঘাটের সমস্যা দীর্ঘদিনের । নদীর তীরে পুরনো একটি জেটিঘাট রয়েছে । কিন্তু দীর্ঘদিন সংস্কার না-হওয়ায় তা ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে । সম্প্রতি সুন্দরবন উন্নয়ন দফতর থেকে নদীর পাড়ে নতুন জেটিঘাট তৈরির তোড়জোড় শুরু হয়েছে । ওই জেটিঘাট নির্মাণ করার জন্য নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে দেওয়া হয়েছে । গাছ কেটে জেটিঘাট তৈরি করা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সরব হয়েছেন ।
তাঁদের দাবি, "পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় জেটিঘাট করতে গিয়ে অনেক গাছ কাটা পড়ছে । নতুন জেটিঘাটের পাশে শ্মশান ও সমাধি রয়েছে । সেখানে জেটিঘাট তৈরি করা হলে যাতায়াতের সময় বাসিন্দারা সমস্যায় পড়বেন ।" সেই কারণে নতুন জায়গায় জেটিঘাট না-করে পুরনো জেটিঘাট ভেঙে সেখানে নতুন করে নির্মাণ করলে অনেক সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের অভিযোগ, "বিধায়ক সুকুমার মাহাতো জেটিঘাট নির্মাণের নামে প্রভাব খাটিয়ে নদীর পাড়ের সবুজ ধ্বংস করছেন । শাসকদলের বিধায়ক হওয়ায় বনদফতর সব জেনে শুনেও নীরব হয়ে রয়েছে ।"
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে তোপ দেগেছে গেরুয়া শিবির । এই বিষয়ে বসিরহাটের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পলাশ সরকার বলেন, "সুন্দরবনের আরেক পরিচয় ম্যানগ্রোভ । সেই ম্যানগ্রোভ কেটে নতুন জেটিঘাট নির্মাণের তোড়জোড় চলছে । তৃণমূল সরকার সবুজ রক্ষার পক্ষে নয় । সেকারণে উন্নয়নের নামে ম্যানগ্রোভ কেটে সবুজ ধ্বংস করছে । আমরা চাই, পুরনো জেটিঘাটের জায়গাতেই নতুন জেটিঘাট তৈরি করা হোক ।"
নতুন জেটিঘাট নির্মাণে বিধায়কের ঘাড়েই সমস্ত দায়ভার চাপিয়েছেন সন্দেশখালির সেহারা-রাধানগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপালি দাস । তিনি বলেন, "নতুন জায়গায় জেটিঘাট নির্মাণের সিদ্ধান্ত বিধায়ক নিয়েছেন । সে ব্যাপারে আমার কোনও মতামত নেওয়া হয়নি । তাই, আমি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে পারব না ।"
যদিও, জেটিঘাট নির্মাণে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ উড়িয়ে পালটা জবাব দিয়েছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো । এই বিষয়ে বিধায়কের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নদীর পাড়ে নতুন যে জেটিঘাট তৈরি করা হচ্ছে, সেখানে আগে কোনও গাছ ছিল না । আমার কাছে আগের সেই ছবিও রয়েছে । যে কেউ চাইলে আমি সেই ছবি দেখাতে পারি । আসলে কিছু মানুষ নতুন জেটিঘাটের কাজে বাঁধা দেওয়ার জন্য গ্রামবাসীদের উস্কানি দিচ্ছেন । তাঁরা উন্নয়ন বিরোধী । তাঁরা সন্দেশখালির ভালো চান না ।"