ETV Bharat / sports

রোহিত-বিরাটের সঙ্গে অসভ্যতা ! অস্ট্রেলিয়ায় ভারতীয় দলকে হেনস্তা - INDIA VS AUSTRALIA PINK BALL TEST

অ্যাডিলেড টেস্টের আগে হেনস্তার মুখে ভারতীয় দল ৷ রীতিমতো অভদ্র মন্তব্যে জর্জরিত হলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷

Indian players heckled body shamed in Adelaide
অ্যাডিলেড টেস্টের আগে হেনস্তার মুখে ভারতীয় দল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 4, 2024, 7:53 PM IST

Updated : Dec 4, 2024, 8:05 PM IST

অ্যাডিলেড, 4 ডিসেম্বর: ফের ফিরল 2020-21 সিরিজের স্মৃতি ৷ মহম্মদ সিরাজের উদ্দেশ্যে দর্শকাসন থেকে ভেসে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব্য ৷ 6 ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট শুরুর আগে হেনস্তার মুখে ভারতীয় দল ৷

কী হয়েছে ?

গোলাপি বল টেস্টের আগে অনুশীলন করছিল ভারতীয় দল ৷ সেখানেই গ্যালারিতে ছিলেন প্রায় 3000 দর্শক ৷ অভিযোগ, ক্রমাগত অস্বস্তিকর মন্তব্য করে যেতে থাকেন কিছু দর্শক ৷ রোহিত শর্মা, ঋষভ পন্থকে ছক্কা মারা নিয়ে ব্যঙ্গ করা হয় ৷ এক খেলোয়াড়কে লক্ষ্য করে ক্রমাগত গুজরাতি ভাষায় ‘হাই’ বলার অনুরোধ করা হতে থাকে ৷ মন্তব্য করা হয়েছে টিম ইন্ডিয়ার একাধিক খেলোয়াড়ের শরীর নিয়েও ৷ বিরাট কোহলি ও শুভমন গিলকে অনুশীলনের পর প্রায় ঘিরে ধরেছিলেন তাঁরা ৷ কোনওরকমে মাঠ ছাড়েন ‘কিং কোহলি’ ৷

নামপ্রকাশে অনিচ্ছুক এই বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা । অস্ট্রেলিয়ার ট্রেনিং সেশনের সময় 70 জনের বেশি লোক ছিলেন না ৷ কিন্তু ভারতের সেশনের সময় সেই সংখ্যাটাই প্রায় 3000 হয়ে যায় । কেউই এত বেশি দর্শক আসবে বলে আশা করেনি ৷ সিডনিতে (পঞ্চম টেস্টের আগে) আরেকটি ফ্যান ডে ছিল যেটি বাতিল করা হয়েছে ৷ কারণ খেলোয়াড়রা এই ধরণের অভদ্র এবং অসংবেদনশীল মন্তব্যে বিরক্ত ।’’

এই ঘটনার পরেই আরও কড়া হয়েছে ভারতীয় দল ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিরিজে ভারতের অনুশীলন সেশনে দর্শক প্রবেশে আর অনুমতি দেওয়া হবে না ৷

আরও পড়ুন

অ্যাডিলেড, 4 ডিসেম্বর: ফের ফিরল 2020-21 সিরিজের স্মৃতি ৷ মহম্মদ সিরাজের উদ্দেশ্যে দর্শকাসন থেকে ভেসে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব্য ৷ 6 ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট শুরুর আগে হেনস্তার মুখে ভারতীয় দল ৷

কী হয়েছে ?

গোলাপি বল টেস্টের আগে অনুশীলন করছিল ভারতীয় দল ৷ সেখানেই গ্যালারিতে ছিলেন প্রায় 3000 দর্শক ৷ অভিযোগ, ক্রমাগত অস্বস্তিকর মন্তব্য করে যেতে থাকেন কিছু দর্শক ৷ রোহিত শর্মা, ঋষভ পন্থকে ছক্কা মারা নিয়ে ব্যঙ্গ করা হয় ৷ এক খেলোয়াড়কে লক্ষ্য করে ক্রমাগত গুজরাতি ভাষায় ‘হাই’ বলার অনুরোধ করা হতে থাকে ৷ মন্তব্য করা হয়েছে টিম ইন্ডিয়ার একাধিক খেলোয়াড়ের শরীর নিয়েও ৷ বিরাট কোহলি ও শুভমন গিলকে অনুশীলনের পর প্রায় ঘিরে ধরেছিলেন তাঁরা ৷ কোনওরকমে মাঠ ছাড়েন ‘কিং কোহলি’ ৷

নামপ্রকাশে অনিচ্ছুক এই বিসিসিআই আধিকারিক জানিয়েছেন, ‘‘এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা । অস্ট্রেলিয়ার ট্রেনিং সেশনের সময় 70 জনের বেশি লোক ছিলেন না ৷ কিন্তু ভারতের সেশনের সময় সেই সংখ্যাটাই প্রায় 3000 হয়ে যায় । কেউই এত বেশি দর্শক আসবে বলে আশা করেনি ৷ সিডনিতে (পঞ্চম টেস্টের আগে) আরেকটি ফ্যান ডে ছিল যেটি বাতিল করা হয়েছে ৷ কারণ খেলোয়াড়রা এই ধরণের অভদ্র এবং অসংবেদনশীল মন্তব্যে বিরক্ত ।’’

এই ঘটনার পরেই আরও কড়া হয়েছে ভারতীয় দল ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিরিজে ভারতের অনুশীলন সেশনে দর্শক প্রবেশে আর অনুমতি দেওয়া হবে না ৷

আরও পড়ুন

Last Updated : Dec 4, 2024, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.