ETV Bharat / city

রাতের শহরে গাড়ি দুর্ঘটনা, মৃত 2 - সিজিআর রোড

পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি গাড়ির ৷ পশ্চিম বন্দর থানার সিজিআর রোডে মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটেছে ৷ ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও 3 জন ৷

car accident in kolkata cgr road two person dead and 3 are injured
রাতের শহরে গাড়ি দুর্ঘটনা, মৃত 2
author img

By

Published : Feb 9, 2021, 8:53 PM IST

কলকাতা, 9 ফব্রুয়ারি : ফের রাতের শহরে দুর্ঘটনা। গাড়ির সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 যুবকের ৷ মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানার সিজিআর রোডে ৷ এই ঘটনায় আরও তিনজন যুবক আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছেন ৷

আরও পড়ুন : লরি-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, মৃত 2

পুলিশের তরফে জানানো হয়েছে, ভোররাতে ফাঁকা রাস্তায় গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এই ঘটনায় মৃত দুই যুবক সামনের সিটেই বসে ছিলেন ৷ গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে তাঁদের দেহ বের করতে গ্যাস কাটার দিয়ে গাড়ির সামনের অংশ কাটতে হয় পুলিশকে ৷ ফলে দীর্ঘক্ষণ তাঁদের দেহ গাড়ির মধ্যেই আটকে ছিল ৷ নিহতদের নাম অজয় পন্ডিত এবং অভিষেক গুপ্তা ৷ তাঁদের বাড়ি মেটিয়াবুরুজে ৷

কলকাতা, 9 ফব্রুয়ারি : ফের রাতের শহরে দুর্ঘটনা। গাড়ির সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 যুবকের ৷ মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বন্দর থানার সিজিআর রোডে ৷ এই ঘটনায় আরও তিনজন যুবক আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছেন ৷

আরও পড়ুন : লরি-বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, মৃত 2

পুলিশের তরফে জানানো হয়েছে, ভোররাতে ফাঁকা রাস্তায় গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এই ঘটনায় মৃত দুই যুবক সামনের সিটেই বসে ছিলেন ৷ গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে তাঁদের দেহ বের করতে গ্যাস কাটার দিয়ে গাড়ির সামনের অংশ কাটতে হয় পুলিশকে ৷ ফলে দীর্ঘক্ষণ তাঁদের দেহ গাড়ির মধ্যেই আটকে ছিল ৷ নিহতদের নাম অজয় পন্ডিত এবং অভিষেক গুপ্তা ৷ তাঁদের বাড়ি মেটিয়াবুরুজে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.